যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।
প্রায় এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এই যুদ্ধবিরতির পর এবারই প্রথমবারের মতো দেশটিতে হামলা চালাল ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, শনিবার সকালে লেবানন থেকে ইসরায়েলের দিকে ছয়টি রকেট ছোড়া হয়, যার মধ্যে তিনটি সীমান্ত অতিক্রম করে। এর জবাবে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে হিজবুল্লাহ দাবি করেছে, তারা কোনো রকেট হামলা চালায়নি এবং যুদ্ধবিরতি মেনে চলছে। লেবানন থেকে হওয়া রকেট হামলার দায়ও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের দুটি হামলায় দক্ষিণাঞ্চলের বিনত্ জাবেলি ও তুলিনে তিনজন এবং বন্দরনগরী টায়ারে পাঁচজন নিহত হন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে বিমান হামলার পাশাপাশি কামান থেকে গোলাবর্ষণও করেছে ইসরায়েলি বাহিনী।
এ বিষয়ে কাতারের হামাদ বিল খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত মনে করেন, ইসরায়েল লেবাননের সরকারকে চাপে রাখতেই এই হামলা চালিয়েছে। তিনি বলেন, "যতদিন লেবাননে ইসরায়েলের দখলদারি চলবে, ততদিন প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ। যদিও এবার ইসরায়েলের হামলা অতীতের মতো তীব্র নয়, তবে তারা সবসময় বৈরুত সরকারকে চাপে রাখতে চায়।"
এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত সোমবার ফিলিস্তিনের গাজায়ও হামলা শুরু করেছে। গত পাঁচ দিনে গাজায় ইসরায়েলি হামলায় ৬৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে দুই শতাধিক শিশু রয়েছে।
গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ। এর মধ্যেই লেবাননে নতুন করে হামলা চালাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।
রোববার, ২৩ মার্চ ২০২৫
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।
প্রায় এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এই যুদ্ধবিরতির পর এবারই প্রথমবারের মতো দেশটিতে হামলা চালাল ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, শনিবার সকালে লেবানন থেকে ইসরায়েলের দিকে ছয়টি রকেট ছোড়া হয়, যার মধ্যে তিনটি সীমান্ত অতিক্রম করে। এর জবাবে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে হিজবুল্লাহ দাবি করেছে, তারা কোনো রকেট হামলা চালায়নি এবং যুদ্ধবিরতি মেনে চলছে। লেবানন থেকে হওয়া রকেট হামলার দায়ও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের দুটি হামলায় দক্ষিণাঞ্চলের বিনত্ জাবেলি ও তুলিনে তিনজন এবং বন্দরনগরী টায়ারে পাঁচজন নিহত হন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে বিমান হামলার পাশাপাশি কামান থেকে গোলাবর্ষণও করেছে ইসরায়েলি বাহিনী।
এ বিষয়ে কাতারের হামাদ বিল খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত মনে করেন, ইসরায়েল লেবাননের সরকারকে চাপে রাখতেই এই হামলা চালিয়েছে। তিনি বলেন, "যতদিন লেবাননে ইসরায়েলের দখলদারি চলবে, ততদিন প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ। যদিও এবার ইসরায়েলের হামলা অতীতের মতো তীব্র নয়, তবে তারা সবসময় বৈরুত সরকারকে চাপে রাখতে চায়।"
এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত সোমবার ফিলিস্তিনের গাজায়ও হামলা শুরু করেছে। গত পাঁচ দিনে গাজায় ইসরায়েলি হামলায় ৬৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে দুই শতাধিক শিশু রয়েছে।
গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ। এর মধ্যেই লেবাননে নতুন করে হামলা চালাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।