বিদেশী সংবাদ মাধ্যম

রোববার, ২৩ মার্চ ২০২৫

আকাশ থেকে পড়া বরফ খণ্ড নিয়ে রহস্য বাড়ল

image

আকাশ থেকে পড়া বরফ খণ্ড নিয়ে রহস্য বাড়ল

রোববার, ২৩ মার্চ ২০২৫
বিদেশী সংবাদ মাধ্যম

বিশাল একটি বরফের টুকরা আকস্মিকভাবে পড়েছিল যুক্তরাষ্ট্রের একটি বাড়ির ছাদে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বরফটি কোনো উড়োজাহাজ থেকে পড়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) জানিয়েছে, বরফের টুকরাটি কোনো উড়োজাহাজ থেকে পড়েনি। এফএএর এমন বক্তব্যের পর বরফটি নিয়ে রহস্য আরও বেড়েছে।

এর আগে ৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম উপকূলীয় এলাকায় একটি বাড়ির ছাদে ওই বরফখণ্ডটি পড়ে। ধাতু দিয়ে তৈরি ছাদ ভেদ করে বরফের টুকরাটি শয়নকক্ষে ঢুকে পড়ে। এতে করে ছাদে বড় একটি ছিদ্র তৈরি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ওই বাড়ির বাসিন্দারা রাতে ওই বাসাতেই ছিলেন। তারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

প্রতিবেশী অ্যালেন আলিসিন স্থানীয় ওয়েশ টু নামের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ছিদ্রটি আসলেই বেশ বড়।’ ঘটনার পর তার মা সেখানে গিয়েছিলেন বলে জানান অ্যালেন। বরফের টুকরার আঘাতে বিকট শব্দ হয়। এতে প্রতিবেশীরাও কিছুটা আতঙ্কিত হয়ে অগ্নিনির্বাপক কর্তৃপক্ষকে খবর দেন। তারা এসে ওই বাসার মেঝেতে একটি বড় বরফখণ্ড দেখতে পায়। পরে বিষয়টি এফএএকে জানানো হয়। তারা ঘটনাটি তদন্ত করে দেখে।

এফএএর একজন মুখপাত্র বলেছেন, তদন্তে দেখা গেছে ৬ ফুট বাই ৩ ফুট লম্বা বরফের টুকরাটি কোনো উড়োজাহাজ থেকে পড়েনি। স্থানীয় ডব্লিউএফটিভিকে এক বিবৃতিতে এফএএর মুখপাত্র বলেছেন, ওই ঘটনার সময় যেসব উড়োজাহাজ ওই এলাকার ওপর দিয়ে চলাচল করেছে, সেই উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করেছে এফএএ। তারা নিজেদের উড়োজাহাজে ছিদ্র হয়ে পানি বের হওয়ার কোনো প্রমাণ পাননি। ছিদ্র হয়ে পানি বের হলে উড়োজাহাজের বাইরে বরফ জমার সম্ভাবনা ছিল।

কিন্তু সেই রকম কিছু তদন্তে উঠে আসেনি। তবে এই ঘটনা নিয়ে আর বিস্তারিত কিছুও জানায়নি এফএএ। তাই বরফের টুকরাটি উৎপত্তি নিয়ে রহস্য রয়ে গেছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি

» যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, নতুন উদ্বেগ

» দনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখলের ঘোষণা

» ক্ষমতাধর পুতিন ভারত সফরে-দিল্লি কী চায়, কী হারাতে পারে

» ট্রাম্পকে ইউরোপের শত্রু মনে করে অর্ধেক ইউরোপীয়, বলছে জরিপ

» মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

» তেল, প্রতিরক্ষা, ভূরাজনীতি: কেন ভারত সফর করছেন পুতিন

» পাকিস্তানে ২১ বছরে সর্বোচ্চ বেকারত্ব

» ইসরায়েলিদের বাধায় নিজেদের জমিতে যেতে পারেন না ফিলিস্তিনিরা