আর্জেন্টিনায় সামরিক শাসনের ৪৯ বছর পূর্তি উপলক্ষে রাজধানী বুয়েনস এইরেসের রাস্তায় নেমেছিলেন হাজারো মানুষ। গতকাল সোমবার (২৫ মার্চ) ‘স্মরণ, সত্য ও ন্যায়বিচারের’ দাবিতে আয়োজিত এই মিছিলে অংশ নেয়া মানুষেরা মশাল ও নিখোঁজ স্বজনদের ছবি হাতে নিয়ে শোক ও প্রতিবাদ জানান। ১৯৭৬ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়েছিল। ওই সময় প্রায় ৩০ হাজার মানুষ নিখোঁজ হয় বলে অভিযোগ রয়েছে। আর্জেন্টিনার জাতীয় স্মরণ দিবসে (ন্যাশনাল ডে অব রিমেম্বারেন্স) সেই নিখোঁজদের স্মরণেই এ আয়োজন করা হয়।
গুম হওয়া মানুষদের স্মরণেই প্রতিবছর ২৪ মার্চ আর্জেন্টিনায় ন্যাশনাল ডে অব রিমেম্বারেন্স পালিত হয়। আর্জেন্টিনা সরকার ঘোষণা করেছে, তারা ১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত স্বৈরশাসকের শাসন আমলে সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের ওপর গোয়েন্দা ফাইলগুলো প্রকাশ করবে।
প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির মুখপাত্র ম্যানুয়েল অ্যাডোর্নি বলেছেন, গোয়েন্দা ফাইলগুলো ন্যাশনাল আর্কাইভে হস্তান্তর করা হবে। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, সামরিক শাসনের সময় প্রায় ৩০ হাজার মানুষ গুম হয়েছেন, তাদের মধ্যে শিশুরাও ছিল।
সামরিক শাসনের সময় তাদের হাতে আটক অনেক নারী সন্তান জন্ম দিয়েছিলেন। ওই শিশুগুলো কোথায় আছে, তা অনুসন্ধানে কাজ করছে মাদার্স অব দ্য প্লাজা ডি মায়ো নামের একটি সংগঠন।
অর্থ-বাণিজ্য: সাড়ে ৩ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: রপ্তানির নথি জমা দেয়া যাবে অনলাইনে
অর্থ-বাণিজ্য: সরাসরি করদাতার ব্যাংক হিসাবে যাবে ভ্যাট রিফান্ডের টাকা
অর্থ-বাণিজ্য: আবাসনে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দিতে পারবে ব্যাংক