পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদর জেলার পানসি শহরের কাছে বাস থামিয়ে পাঁচ যাত্রীকে হত্যা করেছে সশস্ত্র হামলাকারীরা। নিহতরা সবাই পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।
বুধবার গোয়াদর থেকে করাচিগামী একটি বাস থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র যাচাইয়ের পর ছয়জনকে জোর করে নামানো হয়। এরপর পাঁচজনকে ঘটনাস্থলেই হত্যা করা হয়, আরেকজন গুরুতর আহত হন বলে জানিয়েছেন পানসি শহরের সহকারী কমিশনার মোহিম খান। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে একটি ট্রলার ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তীর নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) দিকে। এর আগেও তারা একই কায়দায় হামলা চালিয়েছে।
বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ চলছে। বেলুচ জাতীয়তাবাদীরা পাকিস্তান সরকার ও পাঞ্জাব প্রদেশের বিরুদ্ধে সম্পদের বৈষম্যমূলক বণ্টনের অভিযোগ তোলে। তবে ইসলামাবাদ এসব দাবি প্রত্যাখ্যান করে বলছে, বেলুচিস্তানের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে বারখান জেলায় পাঞ্জাবগামী একটি বাস থামিয়ে সাতজনকে হত্যা করেছিল এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে বলেন, “উন্নয়ন ও শান্তির শত্রুরা বেলুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দোষীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদর জেলার পানসি শহরের কাছে বাস থামিয়ে পাঁচ যাত্রীকে হত্যা করেছে সশস্ত্র হামলাকারীরা। নিহতরা সবাই পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।
বুধবার গোয়াদর থেকে করাচিগামী একটি বাস থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র যাচাইয়ের পর ছয়জনকে জোর করে নামানো হয়। এরপর পাঁচজনকে ঘটনাস্থলেই হত্যা করা হয়, আরেকজন গুরুতর আহত হন বলে জানিয়েছেন পানসি শহরের সহকারী কমিশনার মোহিম খান। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে একটি ট্রলার ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তীর নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) দিকে। এর আগেও তারা একই কায়দায় হামলা চালিয়েছে।
বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ চলছে। বেলুচ জাতীয়তাবাদীরা পাকিস্তান সরকার ও পাঞ্জাব প্রদেশের বিরুদ্ধে সম্পদের বৈষম্যমূলক বণ্টনের অভিযোগ তোলে। তবে ইসলামাবাদ এসব দাবি প্রত্যাখ্যান করে বলছে, বেলুচিস্তানের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে বারখান জেলায় পাঞ্জাবগামী একটি বাস থামিয়ে সাতজনকে হত্যা করেছিল এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে বলেন, “উন্নয়ন ও শান্তির শত্রুরা বেলুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দোষীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।