ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৯ জন, আহত হয়েছেন দেড় শতাধিক। নিহতদের মধ্যে রয়েছেন প্রাদেশিক গভর্নর, সাবেক বেসবল তারকা এবং রাজনীতিকসহ বিভিন্ন পেশার মানুষ।
মঙ্গলবার দিবাগত রাতের প্রথম প্রহরে জেট সেট নামের জনপ্রিয় নাইটক্লাবটিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই সময় চলছিল বিখ্যাত মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট। নাইটক্লাবটি ছিল উপচে পড়া দর্শকে ভরা।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ এবং সাবেক বেসবল খেলোয়াড় ও প্রাদেশিক পরিষদের সদস্য অক্টাভিও ডোটেল। ডোটেলকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনার পর হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানান স্থানীয় কর্মকর্তারা।
জরুরি সেবাদান সংস্থার প্রধান হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানান, প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে জীবিত থাকতে পারেন বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাদ ধসের আগে একজন দর্শক ছাদ থেকে কিছু পড়ার বিষয়ে সতর্ক করেন। এরপর হঠাৎ বিকট শব্দে ছাদ ধসে পড়ে এবং পুরো ঘর অন্ধকারে ছেয়ে যায়।
গায়ক রুবি পেরেজও ধ্বংসস্তূপে আটকে পড়েন বলে জানা গেছে, তবে তাঁর অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্থানীয় এক সংবাদমাধ্যমকে রুবির এক ব্যান্ড সদস্য বলেন, “রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। আমি প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। চারদিকে শুধু চিৎকার আর ধোঁয়া।”
জেট সেট নাইটক্লাবটি সান্তো ডোমিঙ্গোর অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র। প্রতি সোমবার এখানে কনসার্টের আয়োজন করা হতো, যেখানে রাজনীতিক থেকে ক্রীড়াবিদ, অনেক তারকাই অংশ নিতেন।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদের। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এ ঘটনায় দায়ী কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৯ জন, আহত হয়েছেন দেড় শতাধিক। নিহতদের মধ্যে রয়েছেন প্রাদেশিক গভর্নর, সাবেক বেসবল তারকা এবং রাজনীতিকসহ বিভিন্ন পেশার মানুষ।
মঙ্গলবার দিবাগত রাতের প্রথম প্রহরে জেট সেট নামের জনপ্রিয় নাইটক্লাবটিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই সময় চলছিল বিখ্যাত মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট। নাইটক্লাবটি ছিল উপচে পড়া দর্শকে ভরা।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ এবং সাবেক বেসবল খেলোয়াড় ও প্রাদেশিক পরিষদের সদস্য অক্টাভিও ডোটেল। ডোটেলকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনার পর হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানান স্থানীয় কর্মকর্তারা।
জরুরি সেবাদান সংস্থার প্রধান হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানান, প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে জীবিত থাকতে পারেন বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাদ ধসের আগে একজন দর্শক ছাদ থেকে কিছু পড়ার বিষয়ে সতর্ক করেন। এরপর হঠাৎ বিকট শব্দে ছাদ ধসে পড়ে এবং পুরো ঘর অন্ধকারে ছেয়ে যায়।
গায়ক রুবি পেরেজও ধ্বংসস্তূপে আটকে পড়েন বলে জানা গেছে, তবে তাঁর অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্থানীয় এক সংবাদমাধ্যমকে রুবির এক ব্যান্ড সদস্য বলেন, “রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। আমি প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। চারদিকে শুধু চিৎকার আর ধোঁয়া।”
জেট সেট নাইটক্লাবটি সান্তো ডোমিঙ্গোর অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র। প্রতি সোমবার এখানে কনসার্টের আয়োজন করা হতো, যেখানে রাজনীতিক থেকে ক্রীড়াবিদ, অনেক তারকাই অংশ নিতেন।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদের। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এ ঘটনায় দায়ী কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।