যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নসহ বেশিরভাগ দেশের স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যে ২৫ শতাংশ শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এর জবাবে ইইউও মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে।
গত বুধবার ইইউ যুক্তরাষ্ট্রের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিল, যা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে ট্রাম্পের ঘোষণার পর ইইউ আলোচনার পথ বেছে নিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেছেন, আলোচনা ব্যর্থ হলে শুল্ক ফিরিয়ে আনা হতে পারে।
ইইউ বর্তমানে ট্রাম্প প্রশাসনের তিনটি শুল্ক নীতির মুখোমুখি: সাধারণ পণ্যে ১০ শতাংশ শুল্ক, গাড়িতে ২৫ শতাংশ শুল্ক এবং স্টিল-অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক। সর্বশেষটি স্থগিত হলেও বাকি দুটি বহাল রয়েছে।
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নসহ বেশিরভাগ দেশের স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যে ২৫ শতাংশ শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এর জবাবে ইইউও মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে।
গত বুধবার ইইউ যুক্তরাষ্ট্রের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিল, যা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে ট্রাম্পের ঘোষণার পর ইইউ আলোচনার পথ বেছে নিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেছেন, আলোচনা ব্যর্থ হলে শুল্ক ফিরিয়ে আনা হতে পারে।
ইইউ বর্তমানে ট্রাম্প প্রশাসনের তিনটি শুল্ক নীতির মুখোমুখি: সাধারণ পণ্যে ১০ শতাংশ শুল্ক, গাড়িতে ২৫ শতাংশ শুল্ক এবং স্টিল-অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক। সর্বশেষটি স্থগিত হলেও বাকি দুটি বহাল রয়েছে।