পাসওভারের ছুটির সময় ইসরায়েলি সেনাবাহিনী নতুন দখলকৃত সিরিয়ার ভূখণ্ডে বেসামরিক নাগরিকদের জন্য হাইকিং ট্যুরের আয়োজন করছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। গোলান হাইটসে আগামী রবিবার শুরু হবে এই পর্যটন। চলবে এক সপ্তাহ। এরই মধ্যে প্রায় সব টিকিট কিনে নিয়েছেন পর্যটকেরা।বুলেটপ্রুফ বাসে সামরিক পাহারায় ছোট ছোট দল সিরিয়ার ভূখণ্ডে ২.৫ কিলোমিটার পর্যন্ত পর্যটকদের ভ্রমণ করানো হবে। ১৯৬৭ সালে আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধের সময় গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। গত বছরের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর মালভূমির ‘বাফার জোন’ দখলে নেয় ইসরায়েলি বাহিনী। বর্তমানে সিরিয়ার বেশ কয়েক বর্গকিলোমিটার এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
এই ভ্রমণপথে দামেস্কের দিকে অবস্থিত হারমন পর্বতের সিরিয়ান অংশ এবং পাহাড়ের পাদদেশে অবস্থিত লেবাননের শেবা খামারও দেখা যাবে। এ ছাড়া অটোমান সাম্রাজ্যের পরিত্যক্ত হেজাজ রেলপথের অংশ ঘুরে দেখতে পারবেন তারা। এই রেলপথ অটোমান সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলকে হাফিয়া, নাবলুস ও সৌদি আরবের পবিত্র স্থানগুলোর সঙ্গে যুক্ত করেছিল। পর্যটকরা রাদান নদীতে সাঁতার কাটতে পারবেন এবং নদীর তীরে ভ্রমণ করতে পারবেন। দর্শনার্থীরা জর্দান সীমান্তে ইয়ারমুকে প্রবাহিত রুক্কাদ নদী উপত্যকায় হাইকিংও করতে পারবেন।
ইসরায়েলে সামরিক বাহিনীর ২১০তম ডিভিশনসহ বেশ কয়েকটি সংগঠন ও সংস্থা এই পর্যটনের আয়োজন করেছে। ‘নিরাপদে উত্তরে ফেরা’ নামে ইসরায়েলের একটি বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই পর্যটন চালু করা হয়েছে। ইয়েদিওথ আহরোনোথ সংবাদপত্র জানিয়েছে, আইডিএফের ২১০তম ডিভিশন, গোলান আঞ্চলিক কাউন্সিল, কেশেত ইয়েহোনাতান ধর্মীয় শিক্ষাকেন্দ্র, পরিবেশবাদী গোলান ফিল্ড স্কুল এবং ইসরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ এই ভ্রমণের আয়োজন করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের জন্য ওই অঞ্চলের ঐতিহ্য পুনরুদ্ধার এবং যুদ্ধের সময়ের কাহিনিগুলো তুলে ধরা প্রয়োজন।
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
পাসওভারের ছুটির সময় ইসরায়েলি সেনাবাহিনী নতুন দখলকৃত সিরিয়ার ভূখণ্ডে বেসামরিক নাগরিকদের জন্য হাইকিং ট্যুরের আয়োজন করছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। গোলান হাইটসে আগামী রবিবার শুরু হবে এই পর্যটন। চলবে এক সপ্তাহ। এরই মধ্যে প্রায় সব টিকিট কিনে নিয়েছেন পর্যটকেরা।বুলেটপ্রুফ বাসে সামরিক পাহারায় ছোট ছোট দল সিরিয়ার ভূখণ্ডে ২.৫ কিলোমিটার পর্যন্ত পর্যটকদের ভ্রমণ করানো হবে। ১৯৬৭ সালে আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধের সময় গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। গত বছরের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর মালভূমির ‘বাফার জোন’ দখলে নেয় ইসরায়েলি বাহিনী। বর্তমানে সিরিয়ার বেশ কয়েক বর্গকিলোমিটার এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
এই ভ্রমণপথে দামেস্কের দিকে অবস্থিত হারমন পর্বতের সিরিয়ান অংশ এবং পাহাড়ের পাদদেশে অবস্থিত লেবাননের শেবা খামারও দেখা যাবে। এ ছাড়া অটোমান সাম্রাজ্যের পরিত্যক্ত হেজাজ রেলপথের অংশ ঘুরে দেখতে পারবেন তারা। এই রেলপথ অটোমান সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলকে হাফিয়া, নাবলুস ও সৌদি আরবের পবিত্র স্থানগুলোর সঙ্গে যুক্ত করেছিল। পর্যটকরা রাদান নদীতে সাঁতার কাটতে পারবেন এবং নদীর তীরে ভ্রমণ করতে পারবেন। দর্শনার্থীরা জর্দান সীমান্তে ইয়ারমুকে প্রবাহিত রুক্কাদ নদী উপত্যকায় হাইকিংও করতে পারবেন।
ইসরায়েলে সামরিক বাহিনীর ২১০তম ডিভিশনসহ বেশ কয়েকটি সংগঠন ও সংস্থা এই পর্যটনের আয়োজন করেছে। ‘নিরাপদে উত্তরে ফেরা’ নামে ইসরায়েলের একটি বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই পর্যটন চালু করা হয়েছে। ইয়েদিওথ আহরোনোথ সংবাদপত্র জানিয়েছে, আইডিএফের ২১০তম ডিভিশন, গোলান আঞ্চলিক কাউন্সিল, কেশেত ইয়েহোনাতান ধর্মীয় শিক্ষাকেন্দ্র, পরিবেশবাদী গোলান ফিল্ড স্কুল এবং ইসরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ এই ভ্রমণের আয়োজন করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের জন্য ওই অঞ্চলের ঐতিহ্য পুনরুদ্ধার এবং যুদ্ধের সময়ের কাহিনিগুলো তুলে ধরা প্রয়োজন।