image

রোববার পর্যন্ত ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

খ্রিস্টানদের ইস্টার পরব উপলক্ষে ইউক্রেইনে একতরফা সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার মস্কোর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে ২০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ক্রেমলিনে এক বৈঠকে রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভকে পুতিন বলেন, মানবিক বিবেচনায় রাশিয়া ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছে এবং এই সময়ের জন্য তিনি সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

পুতিন আশা প্রকাশ করেন, ইউক্রেইনও এই উদাহরণ অনুসরণ করবে। তবে একই সঙ্গে তিনি শত্রুর যেকোনো উস্কানি বা লঙ্ঘন প্রতিহত করতে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিশেষ সামরিক অভিযানের’ আওতাভুক্ত এলাকায় থাকা সব সেনাদলের কমান্ডারদের যুদ্ধবিরতির নির্দেশনা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইউক্রেইন ‘পারস্পরিক শ্রদ্ধা’ দেখালে রুশ সেনারা এই যুদ্ধবিরতি মেনে চলবে।

পুতিনের এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার দিকে এগিয়ে যাবে কি না, সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এদিকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ক্রেমলিন জানায়, তারা আশা করছে ইউক্রেইনও যুদ্ধবিরতি পালন করবে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি