ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত। আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। সোমবার (২১ এপ্রিল) সকালে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। হুতি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা জানায়, রাজধানী সানার ফারওয়া জেলায় একটি বাজার ও আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। তাছাড়া রোববার (২০ এপ্রিল) রাতে মারিব প্রদেশের রাজধানী মারিব শহর, পশ্চিমাঞ্চলীয় হোদেইদা ও হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাদা প্রদেশেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সাবা।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে নিহত হয় ৮০ জন। আহত হয়েছে ১৫০ জনের বেশি। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল শনিবার বলেছেন, ইয়েমেনে যুক্তরাষ্ট্রের এমন হামলায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
গত এক মাস ধরেই ইয়েমেনে নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
তাদের দাবি, ইরান সমর্থিত হুতিদের হামলা থেকে উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক জাহাজ চলাচল রক্ষায় তারা এই পদক্ষেপ নিচ্ছে। এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার ইয়েমেনে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হুতি বিদ্রোহীদের ইসরায়েল ও উপসাগরীয় জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানান। তবে হুতিরা বলছে, গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামাসের লড়াইয়ে সংহতি জানিয়ে তারা এই হামলা চালাচ্ছে।
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত। আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। সোমবার (২১ এপ্রিল) সকালে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। হুতি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা জানায়, রাজধানী সানার ফারওয়া জেলায় একটি বাজার ও আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। তাছাড়া রোববার (২০ এপ্রিল) রাতে মারিব প্রদেশের রাজধানী মারিব শহর, পশ্চিমাঞ্চলীয় হোদেইদা ও হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাদা প্রদেশেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সাবা।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে নিহত হয় ৮০ জন। আহত হয়েছে ১৫০ জনের বেশি। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল শনিবার বলেছেন, ইয়েমেনে যুক্তরাষ্ট্রের এমন হামলায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
গত এক মাস ধরেই ইয়েমেনে নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
তাদের দাবি, ইরান সমর্থিত হুতিদের হামলা থেকে উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক জাহাজ চলাচল রক্ষায় তারা এই পদক্ষেপ নিচ্ছে। এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার ইয়েমেনে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হুতি বিদ্রোহীদের ইসরায়েল ও উপসাগরীয় জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানান। তবে হুতিরা বলছে, গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামাসের লড়াইয়ে সংহতি জানিয়ে তারা এই হামলা চালাচ্ছে।