image

ইরানে শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আহত অন্তত ৫০০

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫০০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার কিছু পর বিস্ফোরণে বন্দরটি কেঁপে ওঠে।

স্থানীয় একটি সংস্থা প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ৬ মিনিটে বন্দরে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর পুরো বন্দরে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় বন্দরের কয়েকটি কনটেইনার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত কনটেইনারগুলোর মধ্যে বিপজ্জনক পণ্য ও রাসায়নিক থাকতে পারে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে।

এদিকে, বিস্ফোরণের সময় ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার পরমাণু আলোচনা চলছিল। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নিশ্চিত করা হয়নি। বিস্ফোরণের পর বন্দর এলাকা থেকে ট্রাকগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» ১০ লাখ ডলারে চালু হলো ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা

সম্প্রতি