ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেস। মঙ্গলবার দুই দেশের দুই শীর্ষস্থানীয় প্রতিনিধির সঙ্গে গুতেরেসের কী কথা হয়েছে, আনুষ্ঠানিকভাবে তা জানায়নি জাতিসংঘ। তবে জাতিসংঘের প্রধানের সঙ্গে কী কথা হয়েছে, তা সমাজমাধ্যমে জানিয়েছেন জয়শঙ্কর এবং শাহবাজ দুজনেই।
পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা জানানোয় সমাজমাধ্যমে জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। অন্যদিকে, ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে গুতেরেসের কাছে নয়াদিল্লির বিরুদ্ধে হামলার নাটক সাজানোর অভিযোগ করেছেন শাহবাজ। কেবল তা-ই নয়, জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপ গ্রহণ করার জন্যও আর্জি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের কাছে।
জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, জাতিসংঘের মহাসচিবের ফোন পেয়েছি। পেহেলগামে জঙ্গি হামলার দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করার জন্য তাকে ধন্যবাদ জানাই।
তার পরই জয়শঙ্কর জানান যে, এই জঙ্গি হামলার নেপথ্যে যে ষড়যন্ত্রকারীরা আছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসবে ভারত। কারও নাম না-করলেও মনে করা হচ্ছে, ইসলামাবাদকেই নিশানা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
গুতেরেসের সঙ্গে কথা বলার পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ লেখেন, আজ সন্ধ্যায় জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কথা হলো। আমি জানালাম যে, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। একইসঙ্গে ভারতের ভিত্তিহীন অভিযোগকে খারিজ করলাম।
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেস। মঙ্গলবার দুই দেশের দুই শীর্ষস্থানীয় প্রতিনিধির সঙ্গে গুতেরেসের কী কথা হয়েছে, আনুষ্ঠানিকভাবে তা জানায়নি জাতিসংঘ। তবে জাতিসংঘের প্রধানের সঙ্গে কী কথা হয়েছে, তা সমাজমাধ্যমে জানিয়েছেন জয়শঙ্কর এবং শাহবাজ দুজনেই।
পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা জানানোয় সমাজমাধ্যমে জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। অন্যদিকে, ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে গুতেরেসের কাছে নয়াদিল্লির বিরুদ্ধে হামলার নাটক সাজানোর অভিযোগ করেছেন শাহবাজ। কেবল তা-ই নয়, জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপ গ্রহণ করার জন্যও আর্জি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের কাছে।
জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, জাতিসংঘের মহাসচিবের ফোন পেয়েছি। পেহেলগামে জঙ্গি হামলার দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করার জন্য তাকে ধন্যবাদ জানাই।
তার পরই জয়শঙ্কর জানান যে, এই জঙ্গি হামলার নেপথ্যে যে ষড়যন্ত্রকারীরা আছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসবে ভারত। কারও নাম না-করলেও মনে করা হচ্ছে, ইসলামাবাদকেই নিশানা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
গুতেরেসের সঙ্গে কথা বলার পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ লেখেন, আজ সন্ধ্যায় জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কথা হলো। আমি জানালাম যে, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। একইসঙ্গে ভারতের ভিত্তিহীন অভিযোগকে খারিজ করলাম।