ক্যাথলিক খ্রিষ্টানদের নতুন ধর্মগুরু নির্বাচনে ভ্যাটিকানে বুধবার শুরু হওয়া গোপন কনক্লেভের প্রথম দফায় পোপ নির্বাচিত হননি। ভোট শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে উঠেছে কালো ধোঁয়া, যার অর্থ—ফল শূন্য।
পোপ নির্বাচনে ভোট আবার হবে বৃহস্পতিবার। প্রয়োজনে একাধিক দফা ভোট হবে, যতক্ষণ না কেউ দুই-তৃতীয়াংশ কার্ডিনালের সমর্থন পান।
রেকর্ড ৭০টি দেশের ১৩৩ কার্ডিনাল এবার ভোটে অংশ নিচ্ছেন। তাদের বিচ্ছিন্ন রাখা হয়েছে বহির্বিশ্ব থেকে। ভোটে জয়ী হলে চিমনি দিয়ে বের হবে সাদা ধোঁয়া এবং বাজবে ঘণ্টাধ্বনি।
২০১৩ সালে নির্বাচিত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বাছাইয়ে এবার লড়াই হতে পারে ইতালির কার্ডিনাল পিয়েত্র পারোলিন ও ফিলিপিন্সের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলের মধ্যে, এমনটি ধারণা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর।
পোপ নির্বাচনে মতভেদ স্পষ্ট। কেউ চাইছেন ফ্রান্সিসের সংস্কারের ধারা অব্যাহত থাকুক, কেউ আবার চার্চের রক্ষণশীল ধারায় প্রত্যাবর্তন চান।
বিশ্ব রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলা এই ধর্মগুরুর পদে কে বসবেন, তার জন্য এখন তাকিয়ে পুরো বিশ্ব।
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
ক্যাথলিক খ্রিষ্টানদের নতুন ধর্মগুরু নির্বাচনে ভ্যাটিকানে বুধবার শুরু হওয়া গোপন কনক্লেভের প্রথম দফায় পোপ নির্বাচিত হননি। ভোট শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে উঠেছে কালো ধোঁয়া, যার অর্থ—ফল শূন্য।
পোপ নির্বাচনে ভোট আবার হবে বৃহস্পতিবার। প্রয়োজনে একাধিক দফা ভোট হবে, যতক্ষণ না কেউ দুই-তৃতীয়াংশ কার্ডিনালের সমর্থন পান।
রেকর্ড ৭০টি দেশের ১৩৩ কার্ডিনাল এবার ভোটে অংশ নিচ্ছেন। তাদের বিচ্ছিন্ন রাখা হয়েছে বহির্বিশ্ব থেকে। ভোটে জয়ী হলে চিমনি দিয়ে বের হবে সাদা ধোঁয়া এবং বাজবে ঘণ্টাধ্বনি।
২০১৩ সালে নির্বাচিত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বাছাইয়ে এবার লড়াই হতে পারে ইতালির কার্ডিনাল পিয়েত্র পারোলিন ও ফিলিপিন্সের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলের মধ্যে, এমনটি ধারণা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর।
পোপ নির্বাচনে মতভেদ স্পষ্ট। কেউ চাইছেন ফ্রান্সিসের সংস্কারের ধারা অব্যাহত থাকুক, কেউ আবার চার্চের রক্ষণশীল ধারায় প্রত্যাবর্তন চান।
বিশ্ব রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলা এই ধর্মগুরুর পদে কে বসবেন, তার জন্য এখন তাকিয়ে পুরো বিশ্ব।