ইউক্রেইনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার তিনি জানান, ১৫ মে তুরস্কের ইস্তাম্বুলে কিইভের সঙ্গে মুখোমুখি আলোচনা চায় মস্কো।
সম্প্রতি ইউরোপীয় নেতারা মস্কোকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানান। তার পরিপ্রেক্ষিতেই এই প্রস্তাব দিলেন পুতিন। তিনি বলেন, আলোচনার জন্য কোনো পূর্বশর্ত দিচ্ছে না রাশিয়া। এই প্রস্তাব বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়েও রোববার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আলোচনা করবেন তিনি।
তবে এখন পর্যন্ত ইউক্রেইন বা জেলেনস্কি প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রুশ প্রেসিডেন্ট বলেন, “আমাদের প্রস্তাব এখন টেবিলে। সিদ্ধান্ত ইউক্রেইনের হাতে।” তিনি অভিযোগ করেন, ইউক্রেইনীয় নেতারা জনগণের স্বার্থ নয়, বরং বিদেশি পৃষ্ঠপোষকদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় পরিচালিত হচ্ছেন।
এর আগে শনিবার ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা কিইভ সফরে গিয়ে পুতিনকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে যেতে আহ্বান জানায় এবং তাতে সাড়া না দিলে নতুন নিষেধাজ্ঞার হুমকি দেয়।
তবে ‘আলটিমেটাম’ দেওয়ার কৌশল প্রত্যাখ্যান করেছেন পুতিন। তিনি বলেন, অতীতেও রাশিয়া একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে— যার মধ্যে ছিল ইস্টার উপলক্ষে বিরতি, জ্বালানি স্থাপনায় হামলার নিষেধাজ্ঞা এবং সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে তিন দিনের বিরতি।
রোববার ইউক্রেইন অভিযোগ করেছে, রাশিয়া কিইভসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। তবে এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রোববার, ১১ মে ২০২৫
ইউক্রেইনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার তিনি জানান, ১৫ মে তুরস্কের ইস্তাম্বুলে কিইভের সঙ্গে মুখোমুখি আলোচনা চায় মস্কো।
সম্প্রতি ইউরোপীয় নেতারা মস্কোকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানান। তার পরিপ্রেক্ষিতেই এই প্রস্তাব দিলেন পুতিন। তিনি বলেন, আলোচনার জন্য কোনো পূর্বশর্ত দিচ্ছে না রাশিয়া। এই প্রস্তাব বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়েও রোববার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আলোচনা করবেন তিনি।
তবে এখন পর্যন্ত ইউক্রেইন বা জেলেনস্কি প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রুশ প্রেসিডেন্ট বলেন, “আমাদের প্রস্তাব এখন টেবিলে। সিদ্ধান্ত ইউক্রেইনের হাতে।” তিনি অভিযোগ করেন, ইউক্রেইনীয় নেতারা জনগণের স্বার্থ নয়, বরং বিদেশি পৃষ্ঠপোষকদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় পরিচালিত হচ্ছেন।
এর আগে শনিবার ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা কিইভ সফরে গিয়ে পুতিনকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে যেতে আহ্বান জানায় এবং তাতে সাড়া না দিলে নতুন নিষেধাজ্ঞার হুমকি দেয়।
তবে ‘আলটিমেটাম’ দেওয়ার কৌশল প্রত্যাখ্যান করেছেন পুতিন। তিনি বলেন, অতীতেও রাশিয়া একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে— যার মধ্যে ছিল ইস্টার উপলক্ষে বিরতি, জ্বালানি স্থাপনায় হামলার নিষেধাজ্ঞা এবং সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে তিন দিনের বিরতি।
রোববার ইউক্রেইন অভিযোগ করেছে, রাশিয়া কিইভসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। তবে এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।