alt

আন্তর্জাতিক

চীন-পাকিস্তান-আফগানিস্তানের সম্পর্ক বাড়ছে, বেইজিংয়ে উচ্চ পর্যায়ের বৈঠক

বিদেশী সংবাদ মাধ্যম : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে -এএফপি

চীন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটি অনানুষ্ঠানিক ত্রিপাক্ষিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবারের (২১ মে) ওই বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা ত্রিপক্ষীয় সহযোগিতার অগ্রগতিকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং পারস্পরিক কল্যাণের জন্য এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে সভাপতিত্ব করেন। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকিও বৈঠকে অংশ নেন।

ভারত-পাকিস্তান সংঘর্ষে বিজয়ী হয়েছে চীন? বৈঠক শেষে ওয়াং ই আলোচনার প্রধান সিদ্ধান্ত ও ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো তুলে ধরেন। মূল অগ্রগতি ও সমঝোতার বিষয়গুলো হলো: পারস্পরিক আস্থা ও সুসজ্জন প্রতিবেশিত্ব জোরদার: চীন আফগানিস্তান ও পাকিস্তানের নিজ নিজ বাস্তবতার আলোকে উন্নয়নকেন্দ্রিক পথ অনুসরণের পক্ষে, এবং তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতি সমর্থন জানায়।

সংলাপ কাঠামো আরও কার্যকর করা: চীন-আফগানিস্তান-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী সংলাপকে আরও সক্রিয়ভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয় এবং এর ষষ্ঠ দফা বৈঠক শিগগিরই কাবুলে আয়োজনের ইচ্ছা প্রকাশ করা হয়।

কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন: আফগানিস্তান ও পাকিস্তান পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করে। চীন এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়।

বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ সম্প্রসারণ: চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযুক্তি বাড়ানোর ওপর জোর দেয়া হয়। বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নেয়া: আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়ন, বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি এবং প্রবৃদ্ধির সক্ষমতা তৈরিতে সহায়তা দেয়া হবে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই: তিন দেশই সন্ত্রাসবাদের সব ধরনের রূপের বিরোধিতা করে এবং আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তারা বাইরের হস্তক্ষেপ প্রতিরোধেও সতর্ক থাকবে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা: শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়, যা অংশগ্রহণকারী দেশগুলোর উন্নয়ন ও পুনর্জাগরণের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলবে। এই বৈঠকের মাধ্যমে ত্রিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর ও কার্যকর করার ভিত্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা।

এদিকে ভারতের আপত্তিকে অগ্রাহ্য করেই এ বার আফগানিস্তানে সম্প্রসারিত হচ্ছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর। এই অর্থনৈতিক করিডোর আফগানিস্তানে সম্প্রসারণের ব্যাপারে সম্মত হয়েছে তিন দেশই। বুধবার, বেজিংয়ে চিন,পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানেই তিন দেশ এই করিডোর সম্প্রসারণে রাজি হয়েছে। বুধবার,বেজিংয়ে একটি বৈঠকে বসেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশহাক দার, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। রয়টার্স জানিয়েছে, বৈঠকে ওই তিন জনই তাঁদের নিজের নিজের দেশে বাণিজ্য, পরিকাঠামো এবং উন্নয়ন বৃদ্ধির জন্য কূটনৈতিক কাজ এবং পদক্ষেপ করা নিয়ে আলোচনা করেছেন।

জানা গিয়েছে, উন্নয়ন উদ্যোগের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য, ওই তিন দেশ বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ (বিআরআই) -এ সহযোগিতা আরও গভীর করতে রাজি হয়েছে। একই সঙ্গে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণ করতে সম্মত হয়েছে।

ওই বৈঠকের পরেই সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্ট করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী । তাতে ইশহাক দার লেখেন, ‘আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য পাকিস্তান, চিন এবং আফগানিস্তান এক সঙ্গে দাঁড়িয়েছে।’ ওই ত্রিপাক্ষিক বৈঠক নিয়েও একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। তাতে জানানো হয়েছে, আফগানিস্তানের বাণিজ্য, স্বাস্থ্য, সুরক্ষা নিশ্চিত করা নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। সেই সঙ্গে আফগানিস্তানেও চিন এবং পাকিস্তানের মধ্যে থাকা অর্থনৈতিক করিডোর সম্প্রসারণ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ওই বৈঠকে এই অঞ্চল থেকে সন্ত্রাসবাদকে মুছে ফেলার জন্য অর্থনৈতিক এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার বিষয়ে গুরুত্ব দেয়া হবে।

ওই তিন দেশের মধ্যে পরবর্তী বৈঠক কাবুলে বলে বলেও ঠিক করা হয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি এবং উন্নয়নের জন্য তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে পাকিস্তান।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনার পরে এইটাই ইশহাক দারের প্রথম বেজিং সফর। সেই সঙ্গে উল্লেখ্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিল তালিবান সরকার। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথাও বলেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার বার্তা দেওয়ার পাশাপাশি অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদও করেন আমির খান মুত্তাকি।

ছবি

গাজা পুরোপুরি দখলের ঘোষণা নেতানিয়াহুর, যুদ্ধ বন্ধে অস্বীকৃতি

ছবি

ক্ষেপণাস্ত্র হামলা থেকে যুক্তরাষ্ট্রকে বাঁচাবে ‘গোল্ডেন ডোম’

সোশ্যাল মিডিয়ায় ‘পাকিস্তানের পক্ষে’ পোস্ট, ভারতে গ্রেপ্তার শতাধিক

উদ্বোধনী অনুষ্ঠানেই ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজ, দায়ীদের শাস্তির হুঁশিয়ারি কিমের

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

ছবি

রামাফোসাকে ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ নিয়ে চাপে ফেললেন ট্রাম্প

ছবি

ওয়াশিংটনে গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত

গাজায় এখনো কোনো ত্রাণ বিতরণ হয়নি : জাতিসংঘ

ছবি

‘টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন’

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে আছে চীন

ছবি

উচ্চ তাপপ্রবাহের ঝুঁকিতে ভারতের ৬০ শতাংশ এলাকা

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের

ছবি

ইরানে হামলার ছক কষছে ইসরায়েল

ছবি

১৭ হাজার ৫০০ কোটি ডলারের ‘গোল্ডেন ডোম’ নির্মাণে উদ্যোগ ট্রাম্পের, প্রশ্ন খরচ ও সময়সীমা নিয়ে

চীন-রাশিয়ার হুমকি ঠেকাতে ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ প্রকল্প, ১৭.৫ ট্রিলিয়ন ডলারের মহাকাশ ব্যুহ মোতায়েনের ঘোষণা

ছবি

গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য, রাষ্ট্রদূত তলব

গাজায় লাগামহীন ইসরায়েলি হামলা, নিহত ৫৩ হাজার ৬০০ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন ভারতীয় লেখক বানু মুশতাক

ভারতের হামলার জবাবে সফল নেতৃত্বে সম্মানিত হলেন আসিম মুনীর

ছবি

ইহুদিবিদ্বেষের অভিযোগে হার্ভার্ডের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ

ছবি

২ দিনে গাজায় ১৪০০০ শিশুর মৃত্যু হতে পারে’

ছবি

ইসরায়েলকে নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের

ইসরায়েলের হাইফা বন্দরে সমুদ্র অবরোধের ঘোষণা হুথিদের

হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করল যুক্তরাষ্ট্র

ছবি

ভারত-পাকিস্তান সংঘর্ষে জিতল কি চীন

দেশের প্রতিরক্ষায় জোর দিলেন তাইওয়ান প্রেসিডেন্ট

ছবি

প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন, হাড়েও ছড়িয়েছে

ছবি

ট্রাম্প-পুতিন ফোনালাপ: অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেইন

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ছবি

যেভাবে পাক-ভারত নিয়ন্ত্রণরেখা বিশ্বের অন্যতম বিপজ্জনক সীমান্ত

ছবি

ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ

১০ বছর পর ইরান-সৌদি আরব হজ ফ্লাইট চালু

ছবি

অর্ধেক জিম্মির বিনিময়ে ২ মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের

গাজায় ‘অবাধ ও ব্যাপক’ সহায়তা নিশ্চিতের আহ্বান ফ্রান্সের

জো বাইডেন ক্যানসারে আক্রান্ত

ছবি

গাজায় অবরোধ শিথিল করছে ইসরায়েল, ঢুকতে পারবে সীমিত পরিমাণ খাবার

tab

আন্তর্জাতিক

চীন-পাকিস্তান-আফগানিস্তানের সম্পর্ক বাড়ছে, বেইজিংয়ে উচ্চ পর্যায়ের বৈঠক

বিদেশী সংবাদ মাধ্যম

চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে -এএফপি

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

চীন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটি অনানুষ্ঠানিক ত্রিপাক্ষিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবারের (২১ মে) ওই বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা ত্রিপক্ষীয় সহযোগিতার অগ্রগতিকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং পারস্পরিক কল্যাণের জন্য এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে সভাপতিত্ব করেন। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকিও বৈঠকে অংশ নেন।

ভারত-পাকিস্তান সংঘর্ষে বিজয়ী হয়েছে চীন? বৈঠক শেষে ওয়াং ই আলোচনার প্রধান সিদ্ধান্ত ও ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো তুলে ধরেন। মূল অগ্রগতি ও সমঝোতার বিষয়গুলো হলো: পারস্পরিক আস্থা ও সুসজ্জন প্রতিবেশিত্ব জোরদার: চীন আফগানিস্তান ও পাকিস্তানের নিজ নিজ বাস্তবতার আলোকে উন্নয়নকেন্দ্রিক পথ অনুসরণের পক্ষে, এবং তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতি সমর্থন জানায়।

সংলাপ কাঠামো আরও কার্যকর করা: চীন-আফগানিস্তান-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী সংলাপকে আরও সক্রিয়ভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয় এবং এর ষষ্ঠ দফা বৈঠক শিগগিরই কাবুলে আয়োজনের ইচ্ছা প্রকাশ করা হয়।

কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন: আফগানিস্তান ও পাকিস্তান পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করে। চীন এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়।

বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ সম্প্রসারণ: চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযুক্তি বাড়ানোর ওপর জোর দেয়া হয়। বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নেয়া: আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়ন, বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি এবং প্রবৃদ্ধির সক্ষমতা তৈরিতে সহায়তা দেয়া হবে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই: তিন দেশই সন্ত্রাসবাদের সব ধরনের রূপের বিরোধিতা করে এবং আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তারা বাইরের হস্তক্ষেপ প্রতিরোধেও সতর্ক থাকবে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা: শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়, যা অংশগ্রহণকারী দেশগুলোর উন্নয়ন ও পুনর্জাগরণের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলবে। এই বৈঠকের মাধ্যমে ত্রিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর ও কার্যকর করার ভিত্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা।

এদিকে ভারতের আপত্তিকে অগ্রাহ্য করেই এ বার আফগানিস্তানে সম্প্রসারিত হচ্ছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর। এই অর্থনৈতিক করিডোর আফগানিস্তানে সম্প্রসারণের ব্যাপারে সম্মত হয়েছে তিন দেশই। বুধবার, বেজিংয়ে চিন,পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানেই তিন দেশ এই করিডোর সম্প্রসারণে রাজি হয়েছে। বুধবার,বেজিংয়ে একটি বৈঠকে বসেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশহাক দার, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। রয়টার্স জানিয়েছে, বৈঠকে ওই তিন জনই তাঁদের নিজের নিজের দেশে বাণিজ্য, পরিকাঠামো এবং উন্নয়ন বৃদ্ধির জন্য কূটনৈতিক কাজ এবং পদক্ষেপ করা নিয়ে আলোচনা করেছেন।

জানা গিয়েছে, উন্নয়ন উদ্যোগের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য, ওই তিন দেশ বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ (বিআরআই) -এ সহযোগিতা আরও গভীর করতে রাজি হয়েছে। একই সঙ্গে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণ করতে সম্মত হয়েছে।

ওই বৈঠকের পরেই সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্ট করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী । তাতে ইশহাক দার লেখেন, ‘আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য পাকিস্তান, চিন এবং আফগানিস্তান এক সঙ্গে দাঁড়িয়েছে।’ ওই ত্রিপাক্ষিক বৈঠক নিয়েও একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। তাতে জানানো হয়েছে, আফগানিস্তানের বাণিজ্য, স্বাস্থ্য, সুরক্ষা নিশ্চিত করা নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। সেই সঙ্গে আফগানিস্তানেও চিন এবং পাকিস্তানের মধ্যে থাকা অর্থনৈতিক করিডোর সম্প্রসারণ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ওই বৈঠকে এই অঞ্চল থেকে সন্ত্রাসবাদকে মুছে ফেলার জন্য অর্থনৈতিক এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার বিষয়ে গুরুত্ব দেয়া হবে।

ওই তিন দেশের মধ্যে পরবর্তী বৈঠক কাবুলে বলে বলেও ঠিক করা হয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি এবং উন্নয়নের জন্য তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে পাকিস্তান।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনার পরে এইটাই ইশহাক দারের প্রথম বেজিং সফর। সেই সঙ্গে উল্লেখ্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিল তালিবান সরকার। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথাও বলেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার বার্তা দেওয়ার পাশাপাশি অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদও করেন আমির খান মুত্তাকি।

back to top