ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাত শহরের রামোন বিমানবন্দরে ইয়েমেন থেকে ছোড়া ড্রোন হামলা হয়েছে। রোববারের এই হামলার পর ইসরায়েলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বিমান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলায় দুইজন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম এখন আবার চালু করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ইয়েমেন থেকে একাধিক ড্রোন ছোড়া হয়েছিল দক্ষিণাঞ্চলে, যাদের বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হলেও একটি ড্রোন সরাসরি বিমানবন্দরে আঘাত হানে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।
ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রাথমিক তদন্তে দেখা গেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেন থেকে ছোড়া ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয়। তবে হামলায় বিমানবন্দরের কতটা ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
কয়েক দিন আগে ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহাবিসহ কয়েকজন মন্ত্রী নিহত হন। এরপর ইরান-সমর্থিত হুতিরা সরাসরি প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল। অনেকেই মনে করছেন, সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। যদিও হুতিদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আসেনি।
গত মে মাসেও হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হেনেছিল, যেখানে চারজন আহত হয়েছিলেন। এরপর একাধিক আন্তর্জাতিক বিমানসংস্থা ইসরায়েলগামী ফ্লাইট স্থগিত করে। পাল্টা হামলায় ইসরায়েল ইয়েমেনের সানার বিমানবন্দর লক্ষ্য করে বোমাবর্ষণ করে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতিরা নিয়মিতই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে ইসরায়েলের দিকে। পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েলও ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে।
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাত শহরের রামোন বিমানবন্দরে ইয়েমেন থেকে ছোড়া ড্রোন হামলা হয়েছে। রোববারের এই হামলার পর ইসরায়েলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বিমান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলায় দুইজন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম এখন আবার চালু করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ইয়েমেন থেকে একাধিক ড্রোন ছোড়া হয়েছিল দক্ষিণাঞ্চলে, যাদের বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হলেও একটি ড্রোন সরাসরি বিমানবন্দরে আঘাত হানে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।
ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রাথমিক তদন্তে দেখা গেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেন থেকে ছোড়া ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয়। তবে হামলায় বিমানবন্দরের কতটা ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
কয়েক দিন আগে ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহাবিসহ কয়েকজন মন্ত্রী নিহত হন। এরপর ইরান-সমর্থিত হুতিরা সরাসরি প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল। অনেকেই মনে করছেন, সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। যদিও হুতিদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আসেনি।
গত মে মাসেও হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হেনেছিল, যেখানে চারজন আহত হয়েছিলেন। এরপর একাধিক আন্তর্জাতিক বিমানসংস্থা ইসরায়েলগামী ফ্লাইট স্থগিত করে। পাল্টা হামলায় ইসরায়েল ইয়েমেনের সানার বিমানবন্দর লক্ষ্য করে বোমাবর্ষণ করে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতিরা নিয়মিতই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে ইসরায়েলের দিকে। পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েলও ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে।