ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার উদ্দেশ্যে একটি বিমান হামলা চালায়। এই হামলার ফলে হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেলেও অন্তত ৬ জন নিহত হন, যাদের মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।
এই হামলা বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, এই হামলা একটি ‘বর্বর আগ্রাসন’ এবং ‘কাতারের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত’। তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এই হামলা বেসামরিক মানুষের জীবন বিপন্ন করছে, একটি সার্বভৌম রাষ্ট্রকে লক্ষ্য করছে এবং একটি ভঙ্গুর অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।’
আনোয়ার ইব্রাহিম আরও বলেন যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও আলোচনার ক্ষেত্রে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তাদের ওপর হামলা চালিয়ে ইসরায়েল শান্তি ও কূটনীতির প্রতি তাদের চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। তিনি বলেন, ‘মালয়েশিয়া দৃঢ?ভাবে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং এই অমানবিক আগ্রাসনের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে।’
তিনি ইসরায়েলের এমন সামরিক উস্কানির ক্রমবর্ধমান ধারা মোকাবিলায় অবিলম্বে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এদিকে, দোহায় অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস নিশ্চিত করেছে যে, লেগতাইফিয়া জেলায় হামাসের একটি কার্যালয়ে হওয়া এই হামলায় কোনো মালয়েশিয়ার নাগরিক আহত হননি। তবে কাতারে অবস্থানরত সকল মালয়েশিয়ার নাগরিকদের সতর্ক থাকতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার উদ্দেশ্যে একটি বিমান হামলা চালায়। এই হামলার ফলে হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেলেও অন্তত ৬ জন নিহত হন, যাদের মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।
এই হামলা বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, এই হামলা একটি ‘বর্বর আগ্রাসন’ এবং ‘কাতারের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত’। তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এই হামলা বেসামরিক মানুষের জীবন বিপন্ন করছে, একটি সার্বভৌম রাষ্ট্রকে লক্ষ্য করছে এবং একটি ভঙ্গুর অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।’
আনোয়ার ইব্রাহিম আরও বলেন যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও আলোচনার ক্ষেত্রে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তাদের ওপর হামলা চালিয়ে ইসরায়েল শান্তি ও কূটনীতির প্রতি তাদের চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। তিনি বলেন, ‘মালয়েশিয়া দৃঢ?ভাবে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং এই অমানবিক আগ্রাসনের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে।’
তিনি ইসরায়েলের এমন সামরিক উস্কানির ক্রমবর্ধমান ধারা মোকাবিলায় অবিলম্বে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এদিকে, দোহায় অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস নিশ্চিত করেছে যে, লেগতাইফিয়া জেলায় হামাসের একটি কার্যালয়ে হওয়া এই হামলায় কোনো মালয়েশিয়ার নাগরিক আহত হননি। তবে কাতারে অবস্থানরত সকল মালয়েশিয়ার নাগরিকদের সতর্ক থাকতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।