মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতি দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসায় বছরে ১ লাখ ডলার ফি চালু করেছেন। এর পাশাপাশি ১০ লাখ ডলারে নাগরিকত্বের ‘গোল্ড কার্ড’ ও ৫০ লাখ ডলারে ‘প্লাটিনাম কার্ড’ ভিসার ঘোষণা দিয়েছেন তিনি।
বর্তমানে এইচ-১বি ভিসার জন্য লটারিতে অংশ নিতে খরচ মাত্র ২১৫ ডলার, আর অনুমোদিত হলে কয়েক হাজার ডলার অতিরিক্ত দিতে হয়। এবার ট্রাম্পের ঘোষণায় মার্কিন কোম্পানিগুলোকে প্রতি বছর প্রতি কর্মীর জন্য ১ লাখ ডলার গুণতে হবে। সাধারণত এই ভিসা তিন থেকে ছয় বছরের জন্য দেওয়া হয়।
সমালোচকদের দাবি, এইচ-১বি ভিসা মূলত ভারত ও চীনের কর্মীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রধান পথ হয়ে উঠেছিল, যা মার্কিন প্রযুক্তি কর্মীদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছিল। তবে ট্রাম্প মনে করেন, প্রযুক্তি কোম্পানিগুলো এই পদক্ষেপের বিরোধিতা করবে না।
বিনিয়োগকারীদের জন্য চালু হওয়া ‘গোল্ড কার্ড’ ভিসা ১০ লাখ ডলারে নাগরিকত্বের পথ খুলবে। আর ৫০ লাখ ডলারের ‘প্লাটিনাম কার্ড’ বিদেশিদের ২৭০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাইরে আয়ের ওপর করমুক্ত থাকার সুযোগ দেবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত আইনি বাধার মুখে পড়তে পারে। সাবেক মার্কিন কর্মকর্তা ডাগ র্যান্ড একে “আইন বহির্ভূত ও প্রদর্শনমূলক পদক্ষেপ” হিসেবে আখ্যা দিয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর দেওয়া সব এইচ-১বি ভিসার ৭১ শতাংশই পেয়েছেন ভারতীয়রা, আর চীনের অংশ ছিল প্রায় ১২ শতাংশ। আমাজন, মাইক্রোসফট ও মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানিই সবচেয়ে বেশি ভিসা ব্যবহার করে।
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতি দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসায় বছরে ১ লাখ ডলার ফি চালু করেছেন। এর পাশাপাশি ১০ লাখ ডলারে নাগরিকত্বের ‘গোল্ড কার্ড’ ও ৫০ লাখ ডলারে ‘প্লাটিনাম কার্ড’ ভিসার ঘোষণা দিয়েছেন তিনি।
বর্তমানে এইচ-১বি ভিসার জন্য লটারিতে অংশ নিতে খরচ মাত্র ২১৫ ডলার, আর অনুমোদিত হলে কয়েক হাজার ডলার অতিরিক্ত দিতে হয়। এবার ট্রাম্পের ঘোষণায় মার্কিন কোম্পানিগুলোকে প্রতি বছর প্রতি কর্মীর জন্য ১ লাখ ডলার গুণতে হবে। সাধারণত এই ভিসা তিন থেকে ছয় বছরের জন্য দেওয়া হয়।
সমালোচকদের দাবি, এইচ-১বি ভিসা মূলত ভারত ও চীনের কর্মীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রধান পথ হয়ে উঠেছিল, যা মার্কিন প্রযুক্তি কর্মীদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছিল। তবে ট্রাম্প মনে করেন, প্রযুক্তি কোম্পানিগুলো এই পদক্ষেপের বিরোধিতা করবে না।
বিনিয়োগকারীদের জন্য চালু হওয়া ‘গোল্ড কার্ড’ ভিসা ১০ লাখ ডলারে নাগরিকত্বের পথ খুলবে। আর ৫০ লাখ ডলারের ‘প্লাটিনাম কার্ড’ বিদেশিদের ২৭০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাইরে আয়ের ওপর করমুক্ত থাকার সুযোগ দেবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত আইনি বাধার মুখে পড়তে পারে। সাবেক মার্কিন কর্মকর্তা ডাগ র্যান্ড একে “আইন বহির্ভূত ও প্রদর্শনমূলক পদক্ষেপ” হিসেবে আখ্যা দিয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর দেওয়া সব এইচ-১বি ভিসার ৭১ শতাংশই পেয়েছেন ভারতীয়রা, আর চীনের অংশ ছিল প্রায় ১২ শতাংশ। আমাজন, মাইক্রোসফট ও মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানিই সবচেয়ে বেশি ভিসা ব্যবহার করে।