সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্র জানিয়েছে, শুক্রবার নর্থ দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশির শহরে ফজরের নামাজ চলাকালে এ হামলা হয়।
এ হামলার জন্য প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করা হচ্ছে। তবে গোষ্ঠীটি এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। আল-ফাশির বর্তমানে সেনাবাহিনীর দখলে থাকা শেষ শক্ত ঘাঁটি হওয়ায় সাম্প্রতিক সময়ে শহরটিতে হামলা বাড়িয়েছে আরএসএফ।
চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে অনেকেই নামাজরত ছিলেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। ধ্বংসস্তূপে আটকা পড়া আরও হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে। এক ভিডিও ফুটেজে মসজিদের পাশে কফিনে মোড়ানো বহু মৃতদেহ দেখা গেছে।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলছে, আল-ফাশির পুরোপুরি দখলে নিলে পশ্চিম সুদান আরএসএফের নিয়ন্ত্রণে চলে যাবে। এতে দেশটি কার্যত দুটি ভাগে বিভক্ত হওয়ার ঝুঁকিতে পড়বে। এছাড়া শহরে থাকা অনারব জাতিগোষ্ঠীর ওপর নিপীড়ন ও গণহত্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্র জানিয়েছে, শুক্রবার নর্থ দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশির শহরে ফজরের নামাজ চলাকালে এ হামলা হয়।
এ হামলার জন্য প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করা হচ্ছে। তবে গোষ্ঠীটি এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। আল-ফাশির বর্তমানে সেনাবাহিনীর দখলে থাকা শেষ শক্ত ঘাঁটি হওয়ায় সাম্প্রতিক সময়ে শহরটিতে হামলা বাড়িয়েছে আরএসএফ।
চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে অনেকেই নামাজরত ছিলেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। ধ্বংসস্তূপে আটকা পড়া আরও হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে। এক ভিডিও ফুটেজে মসজিদের পাশে কফিনে মোড়ানো বহু মৃতদেহ দেখা গেছে।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলছে, আল-ফাশির পুরোপুরি দখলে নিলে পশ্চিম সুদান আরএসএফের নিয়ন্ত্রণে চলে যাবে। এতে দেশটি কার্যত দুটি ভাগে বিভক্ত হওয়ার ঝুঁকিতে পড়বে। এছাড়া শহরে থাকা অনারব জাতিগোষ্ঠীর ওপর নিপীড়ন ও গণহত্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।