জাতিসংঘে উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। শুক্রবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী রোববার আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দেওয়া হবে।
কয়েক দিন আগে যুক্তরাজ্য সফরে গিয়ে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেলও বিষয়টি বিবেচনা করার ইঙ্গিত দিয়েছিলেন। এর আগে প্রতিবেশী স্পেন গত বছরের মে মাসে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। তবে পর্তুগাল এ নিয়ে সতর্ক অবস্থান নিয়েছিল এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সঙ্গে সমন্বয়ের কথা জানিয়েছিল।
ইইউ-এর ২৭টি সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত কয়েকটি দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর বাইরে সুইডেন ও সাইপ্রাসও আগে এ স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ আগামী সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পর্যবেক্ষক মর্যাদা থেকে উন্নীত করে "সদস্য নয় এমন রাষ্ট্র" পর্যায়ে। সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের অভিযানে ব্যাপক বেসামরিক হতাহত ও ধ্বংসযজ্ঞের কারণে ইসরায়েল তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। এ প্রেক্ষাপটেই পশ্চিমা অনেক দেশ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও অস্ত্র সরবরাহ বন্ধের উদ্যোগ নিচ্ছে।
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
জাতিসংঘে উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। শুক্রবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী রোববার আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দেওয়া হবে।
কয়েক দিন আগে যুক্তরাজ্য সফরে গিয়ে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেলও বিষয়টি বিবেচনা করার ইঙ্গিত দিয়েছিলেন। এর আগে প্রতিবেশী স্পেন গত বছরের মে মাসে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। তবে পর্তুগাল এ নিয়ে সতর্ক অবস্থান নিয়েছিল এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সঙ্গে সমন্বয়ের কথা জানিয়েছিল।
ইইউ-এর ২৭টি সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত কয়েকটি দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর বাইরে সুইডেন ও সাইপ্রাসও আগে এ স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ আগামী সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পর্যবেক্ষক মর্যাদা থেকে উন্নীত করে "সদস্য নয় এমন রাষ্ট্র" পর্যায়ে। সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের অভিযানে ব্যাপক বেসামরিক হতাহত ও ধ্বংসযজ্ঞের কারণে ইসরায়েল তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। এ প্রেক্ষাপটেই পশ্চিমা অনেক দেশ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও অস্ত্র সরবরাহ বন্ধের উদ্যোগ নিচ্ছে।