নেদারল্যান্ডসের হেগ শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভে শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। প্রায় দেড় হাজার বিক্ষোভকারী মহাসড়ক অবরোধ করে রাখে, এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ও বোতল নিক্ষেপ করে এবং একটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে দুই পুলিশ সদস্য আহত হন এবং ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফ ঘটনাকে ‘মর্মস্পর্শী ও নির্লজ্জ সহিংসতা’ হিসেবে বর্ণনা করে একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেন। ডানপন্থি নেতা গির্ট উইল্ডারসও সহিংসতার সমালোচনা করে বলেন, এটি ‘মূর্খদের কাজ’।
অভিবাসন নীতি কঠোর করার দাবিতে আয়োজিত এ বিক্ষোভে অনেকেই ডাচ পতাকা ও ডানপন্থি গোষ্ঠীর পতাকা বহন করেন। সংঘর্ষের সময় মধ্য-বামপন্থি দল ডি সিক্সটি সিক্সের সদর দপ্তরে ভাঙচুর হয়, যদিও ভেতরে কেউ উপস্থিত ছিলেন না। দলটির নেতা রব জেটেন বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকতে হবে এবং কোনোভাবেই চরমপন্থিদের হাতে দেশ ছেড়ে দেওয়া হবে না।
অভিবাসন ইস্যুতেই গত জুনে কট্টর-ডানপন্থি নেতা উইল্ডারসের দল পিভিভি জোট সরকার থেকে বেরিয়ে যায়, ফলে সরকার ভেঙে যায়। তিনি শরণার্থী নীতিতে আবেদন গ্রহণ স্থগিত, আশ্রয়কেন্দ্র নির্মাণ বন্ধসহ বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন।
রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
নেদারল্যান্ডসের হেগ শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভে শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। প্রায় দেড় হাজার বিক্ষোভকারী মহাসড়ক অবরোধ করে রাখে, এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ও বোতল নিক্ষেপ করে এবং একটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে দুই পুলিশ সদস্য আহত হন এবং ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফ ঘটনাকে ‘মর্মস্পর্শী ও নির্লজ্জ সহিংসতা’ হিসেবে বর্ণনা করে একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেন। ডানপন্থি নেতা গির্ট উইল্ডারসও সহিংসতার সমালোচনা করে বলেন, এটি ‘মূর্খদের কাজ’।
অভিবাসন নীতি কঠোর করার দাবিতে আয়োজিত এ বিক্ষোভে অনেকেই ডাচ পতাকা ও ডানপন্থি গোষ্ঠীর পতাকা বহন করেন। সংঘর্ষের সময় মধ্য-বামপন্থি দল ডি সিক্সটি সিক্সের সদর দপ্তরে ভাঙচুর হয়, যদিও ভেতরে কেউ উপস্থিত ছিলেন না। দলটির নেতা রব জেটেন বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকতে হবে এবং কোনোভাবেই চরমপন্থিদের হাতে দেশ ছেড়ে দেওয়া হবে না।
অভিবাসন ইস্যুতেই গত জুনে কট্টর-ডানপন্থি নেতা উইল্ডারসের দল পিভিভি জোট সরকার থেকে বেরিয়ে যায়, ফলে সরকার ভেঙে যায়। তিনি শরণার্থী নীতিতে আবেদন গ্রহণ স্থগিত, আশ্রয়কেন্দ্র নির্মাণ বন্ধসহ বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন।