জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি সংস্কারের আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মঙ্গলবার ইশিবা শিগেরু ভাষণ দেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে।
স্থায়ী সদস্য হলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র ২ বছরের জন্য নির্বাচিত হয়।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার ইউক্রেনে হামলা চালানোর বিষয়টি উল্লেখ করে ইশিবা বলেন, ‘এবছর ৮০তম বার্ষিকী পালন করা জাতিসংঘ সঠিকভাবে কাজ করছে না।’
মধ্যপ্রাচ্য পরিস্থিতির উল্লেখ করে জাপানের প্রধানমন্ত্রী বলেন, “ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে জাপান আদৌ স্বীকৃতি দেবে কিনা সেটা নয়, বরং ‘কখন’ তা করবে এখন সেটা হচ্ছে বিষয়।”
একটি দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনি পক্ষের প্রতি জোরালো আহ্বান তিনি জানান।
বক্তৃতার শেষে ইশিবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার দেশের ইতিহাসের উপর আলোকপাত করেন। তিনি বলেন, ‘এশিয়ার জনগণের সহনশীল চেতনার সমর্থন নিয়ে জাপান স্থায়ী বিশ্ব শান্তি অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।’
বিভেদের পরিবর্তে সংহতি, সংঘাতের পরিবর্তে সহনশীলতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া জাপান অব্যাহত রাখবে।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় সাধারণ বিতর্ক-পর্ব। বিতর্কের প্রথম দিনে দুটি অধিবেশনে ৩০ জনেরও বেশি বিশ্বনেতা বক্তব্য রাখেন।
বিশ্বনেতাদের অংশগ্রহণে সবচেয়ে বড় এ আসরের এবারের অধিবেশনের প্রতিপাদ্য: ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস এণ্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট এণ্ড হিউম্যান রাইটস’ (‘একসাথেই ভাল: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর এবং তারও পর’)।
২৬ সেপ্টেম্বর সকালের পর্বে শেষ বক্তা হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণ দেয়ার কথা রয়েছে।
একইদিন ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
প্রায় ১৫০ জন রাষ্ট্র বা সরকারপ্রধানসহ মোট দুইশোরও বেশি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে চলছে ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদের অধিবেশন।
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি সংস্কারের আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মঙ্গলবার ইশিবা শিগেরু ভাষণ দেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে।
স্থায়ী সদস্য হলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র ২ বছরের জন্য নির্বাচিত হয়।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার ইউক্রেনে হামলা চালানোর বিষয়টি উল্লেখ করে ইশিবা বলেন, ‘এবছর ৮০তম বার্ষিকী পালন করা জাতিসংঘ সঠিকভাবে কাজ করছে না।’
মধ্যপ্রাচ্য পরিস্থিতির উল্লেখ করে জাপানের প্রধানমন্ত্রী বলেন, “ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে জাপান আদৌ স্বীকৃতি দেবে কিনা সেটা নয়, বরং ‘কখন’ তা করবে এখন সেটা হচ্ছে বিষয়।”
একটি দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনি পক্ষের প্রতি জোরালো আহ্বান তিনি জানান।
বক্তৃতার শেষে ইশিবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার দেশের ইতিহাসের উপর আলোকপাত করেন। তিনি বলেন, ‘এশিয়ার জনগণের সহনশীল চেতনার সমর্থন নিয়ে জাপান স্থায়ী বিশ্ব শান্তি অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।’
বিভেদের পরিবর্তে সংহতি, সংঘাতের পরিবর্তে সহনশীলতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া জাপান অব্যাহত রাখবে।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় সাধারণ বিতর্ক-পর্ব। বিতর্কের প্রথম দিনে দুটি অধিবেশনে ৩০ জনেরও বেশি বিশ্বনেতা বক্তব্য রাখেন।
বিশ্বনেতাদের অংশগ্রহণে সবচেয়ে বড় এ আসরের এবারের অধিবেশনের প্রতিপাদ্য: ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস এণ্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট এণ্ড হিউম্যান রাইটস’ (‘একসাথেই ভাল: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর এবং তারও পর’)।
২৬ সেপ্টেম্বর সকালের পর্বে শেষ বক্তা হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণ দেয়ার কথা রয়েছে।
একইদিন ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
প্রায় ১৫০ জন রাষ্ট্র বা সরকারপ্রধানসহ মোট দুইশোরও বেশি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে চলছে ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদের অধিবেশন।