ইরানঘনিষ্ঠ হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টায় ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ডজনের বেশি যুদ্ধবিমান অংশ নেয় এ অভিযানে। হুতিদের সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়েছে। আইডিএফ দাবি করেছে, এটি ছিল সানায় চালানো তাদের সবচেয়ে শক্তিশালী হামলা।
হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়ে একে ‘বর্বর অপরাধ’ বলে আখ্যা দিয়েছে। তাদের বরাতে বিবিসি জানিয়েছে, আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করায় প্রাণ হারান ৮ জন।
এর আগের দিন ইয়েমেনের হুতিদের ড্রোন হামলায় ইসরায়েলের লোহিত সাগরের পর্যটনকেন্দ্র এইলাতে আহত হন ২২ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
২০১৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাতের পর থেকে হুতিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে তারা ফিলিস্তিনিদের সমর্থনে দক্ষিণ লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে হামলা চালাচ্ছে।
গত দুই বছরে হুতিদের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টায় ইসরায়েলও একাধিকবার বিমান হামলা চালিয়েছে, যাতে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ইরানঘনিষ্ঠ হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টায় ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ডজনের বেশি যুদ্ধবিমান অংশ নেয় এ অভিযানে। হুতিদের সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়েছে। আইডিএফ দাবি করেছে, এটি ছিল সানায় চালানো তাদের সবচেয়ে শক্তিশালী হামলা।
হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়ে একে ‘বর্বর অপরাধ’ বলে আখ্যা দিয়েছে। তাদের বরাতে বিবিসি জানিয়েছে, আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করায় প্রাণ হারান ৮ জন।
এর আগের দিন ইয়েমেনের হুতিদের ড্রোন হামলায় ইসরায়েলের লোহিত সাগরের পর্যটনকেন্দ্র এইলাতে আহত হন ২২ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
২০১৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাতের পর থেকে হুতিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে তারা ফিলিস্তিনিদের সমর্থনে দক্ষিণ লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে হামলা চালাচ্ছে।
গত দুই বছরে হুতিদের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টায় ইসরায়েলও একাধিকবার বিমান হামলা চালিয়েছে, যাতে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।