যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংশ্লিষ্ট নতুন কিছু নথি প্রকাশ করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটি। ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশ করা এসব নথিতে ধনকুবের ইলন মাস্ক ও ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর নাম এসেছে।
নথিতে দেখা যাচ্ছে, ২০১৪ সালের ডিসেম্বরে এপস্টিন মাস্ককে তাঁর ব্যক্তিগত দ্বীপে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে মাস্ক আগে দাবি করেছিলেন, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। অন্যদিকে ২০০০ সালের মে মাসের এক ফ্লাইট লগে এপস্টিন ও গিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর নাম পাওয়া গেছে। এপস্টিনের সঙ্গে অশ্লীল কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছেন অ্যান্ড্রু।
৩৩ হাজারের বেশি পৃষ্ঠার তথ্যে ফোন মেসেজ, ফ্লাইট লগ, আর্থিক হিসাবপত্র ও দৈনন্দিন কার্যতালিকা রয়েছে। এতে মাস্ক ও অ্যান্ড্রু ছাড়াও ইন্টারনেট উদ্যোক্তা পিটার থিয়েল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন ও বিল গেটসের নাম এসেছে।
তবে নথিতে যাদের নাম রয়েছে তারা এপস্টিনের অপরাধ সম্পর্কে অবগত ছিলেন কিনা তা স্পষ্ট নয়। এপস্টিন ২০১৯ সালে যৌনপাচার মামলার বিচারের অপেক্ষায় থাকাকালে নিউ ইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন।
ডেমোক্র্যাট সদস্যরা অ্যাটর্নি জেনারেলকে আরও নথি প্রকাশের আহ্বান জানিয়েছেন, যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পায়। অন্যদিকে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের বিরুদ্ধে এ ইস্যুতে রাজনীতি করার অভিযোগ তুলেছে।
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংশ্লিষ্ট নতুন কিছু নথি প্রকাশ করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটি। ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশ করা এসব নথিতে ধনকুবের ইলন মাস্ক ও ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর নাম এসেছে।
নথিতে দেখা যাচ্ছে, ২০১৪ সালের ডিসেম্বরে এপস্টিন মাস্ককে তাঁর ব্যক্তিগত দ্বীপে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে মাস্ক আগে দাবি করেছিলেন, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। অন্যদিকে ২০০০ সালের মে মাসের এক ফ্লাইট লগে এপস্টিন ও গিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর নাম পাওয়া গেছে। এপস্টিনের সঙ্গে অশ্লীল কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছেন অ্যান্ড্রু।
৩৩ হাজারের বেশি পৃষ্ঠার তথ্যে ফোন মেসেজ, ফ্লাইট লগ, আর্থিক হিসাবপত্র ও দৈনন্দিন কার্যতালিকা রয়েছে। এতে মাস্ক ও অ্যান্ড্রু ছাড়াও ইন্টারনেট উদ্যোক্তা পিটার থিয়েল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন ও বিল গেটসের নাম এসেছে।
তবে নথিতে যাদের নাম রয়েছে তারা এপস্টিনের অপরাধ সম্পর্কে অবগত ছিলেন কিনা তা স্পষ্ট নয়। এপস্টিন ২০১৯ সালে যৌনপাচার মামলার বিচারের অপেক্ষায় থাকাকালে নিউ ইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন।
ডেমোক্র্যাট সদস্যরা অ্যাটর্নি জেনারেলকে আরও নথি প্রকাশের আহ্বান জানিয়েছেন, যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পায়। অন্যদিকে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের বিরুদ্ধে এ ইস্যুতে রাজনীতি করার অভিযোগ তুলেছে।