alt

ত্রাণের অপেক্ষায় গাজাবাসী, ক্ষুধা-হাহাকারে কাটছে দিন

হামলা চলছেই, সাতদিনে নিহত ২৪

বিদেশী সংবাদ মাধ্যম : শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

গাজার আয়হীন পরিবারগুলো চরম খাদ্য সংকটে ভুগছে -এএফপি

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধরিবতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় খাদ্য সংকট রয়ে গেছে। এখনও বিতরণ কেন্দ্রগুলোতে হুড়োহুড়ি দেখা গেছে। যুদ্ধবিরতির পর বাসিন্দারা পর্যাপ্ত ত্রাণের আশায় ছিলেন। কিন্তু সেই পরিমাণ খাবার তারা সরবরাহ পাচ্ছেন না। জাতিসংঘ জানিয়েছে, দুই বছর ধরে চলা ইসরায়েলের হামলায় গাজার কৃষিজমির অনেক ক্ষতি হয়েছে। অনেক পরিবার আয়হীন হয়ে পড়েছে। এই অবস্থায় গাজায় পর্যাপ্ত ত্রাণ সবররাহ প্রয়োজন। কিন্তু যুদ্ধবিরতির পর যে খাদ্য সরবরাহ হচ্ছে, তা পরিবারগুলোর চাহিদার চেয়ে কম। ফলে গাজার বাসিন্দাদের মধ্যে খাদ্যাভাব ও হাহাকার রয়েই গেছে। আল জাজিরা ও রয়টার্সের খবরে এসব তথ্য জানা গেছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ খাদ্য সরবরাহে অপ্রতুলতার কথা উল্লেখ করে সতর্কতা দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে এক এক্স পোস্টে বলা হয়েছে, এক কেজি টমেটো এখন ১৫ ডলার খরচ করে কিনতে হচ্ছে বাসিন্দাদের। আয়হীন পরিবার চরম খাদ্য সংকটে ভুগছে। গাজায় আসা ট্রাকগুলো এখন ত্রাণ বহন করছে না, সেগুলোতে এখন বাণিজ্যিক পণ্য আসছে। ফলে অনেক পরিবার তাদের প্রয়োজনীয় তাজা খাবার পেতে অক্ষম হয়ে পড়েছে। গাজার কৃষিক্ষেত্র পুনর্র্নিমাণ না হওয়া পর্যন্ত ত্রাণের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা জরুরি।

আল জাজিরা জানায়, ইসরায়েল সবুজ সংকেতের অপেক্ষায় প্রতিদিন সকাল থেকেই গাজা ও ইসরায়েলের মধ্যবর্তী কিসুফিম ক্রসিংয়ে ত্রাণের বহু ট্রাক আটকে আছে। এসব ট্রাক ইসরায়েলে প্রবেশ করে এবং ত্রাণবোঝাই করে ফিরে আসে। কিন্তু ইচ্ছাকৃত কম সংখ্যক ট্রাক ছাড়ছে ইসরায়েল। প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণের ট্রাক প্রবেশ করার কথা থাকলেও প্রকৃত সংখ্যা ৩০০টিরও কম। চাহিদা বিবেচনায় গাজায় ৬০০ ট্রাকও যথেষ্ট নয়। এখনও কিছু পণ্যের ওপর বিধিনিষেধ রয়েছে। কখনও কখনও ইসরায়েল থেকে ট্রাক খালি অবস্থায় ফিরে আসছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিন গাজায় ৫৬০ টন খাদ্য প্রবেশ করেছে, কিন্তু আরও বেশি প্রয়োজন। ডব্লিউএফপির মুখপাত্র আবির এতেফা জেনেভায় বলেন, ‘আমাদের কাছে মাত্র তিন মাসের খাবার রয়েছে। যুদ্ধবিরতির পরও খাবারের সরবরাহ অনেক কম। খাবার পৌঁছাতে দীর্ঘস্থায়ী প্রবেশাধিকার না থাকলে সবার কাছে খাদ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।’

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে কাজ করছে ফ্রান্স ও ব্রিটেন: রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ফ্রান্স ও ব্রিটেন আগামী দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব চূড়ান্ত করার জন্য কাজ করছে। এই পদক্ষেপ গাজায় ভবিষ্যতে আন্তর্জাতিক বাহিনীর ভিত্তি স্থাপন করবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাসকেল কনফাভ্রো এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরও গাজায় অস্থিরতা বিরাজ করছে। উপত্যকায় নিরাপত্তা স্থিতিশীল করার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু কথা জানিয়েছেন দুই জ্যেষ্ঠ মার্কিন উপদেষ্টাও। ফরাসি ওই মুখপাত্র বলেন, গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে একটি শক্তিশালী ভিত্তি দরকার। এজন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর দেশগুলোর কাছ থেকে ম্যান্ডেট প্রয়োজন।

ইসরায়েলের হামলা বন্ধ হয়নি: যুদ্ধবিরতি সত্ত্বেও শুক্রবার ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় গোলাবর্ষণ করেছে। শুজাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এ পর্যন্ত প্রায় দুই ডজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

এছাড়া অধিকৃত পশ্চিম তীরে মুক্তিপ্রাপ্ত বন্দির বাড়িতে ইসরায়েলি সেনারা অভিযান চালিয়েছে। রামাল্লাহর উত্তর-পশ্চিমে দেইর ঘাসানা গ্রামে ইউসুফ আবদেল হালিম দাউদের বাড়িতে এ হামলা চালানো হয়। স্থানীয় সূত্র ওয়াফা সংবাদ সংস্থাকে জানিয়েছে, সৈন্যরা দাউদের বাড়িতে তল্লাশি চালিয়ে তার পরিবারের জিনিসপত্র লুটপাট করেছে। অভিযানের সময় তারা দেইর ঘাসানা, বেইত রিমা গ্রামের চারপাশে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

হামাসকে সতর্ক বার্তা দিলেন ট্রাম্প: গাজায় সংঘাতের জেরে হামাসকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, তাহলে গাজায় ঢুকে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’ সাংবাদিকরা প্রশ্ন করেন, মার্কিন বাহিনী গাজায় প্রবেশ করবে কিনা। জবাবে ট্রাম্প বলেন, এটা আমাদের করতে হবে না।

আমাদের কাছের মানুষ যারা আছে তারাই প্রবেশ করবে। তবে হামাস জানিয়েছে, তারা ফিলিস্তিনি জনগণের ওপর কোনো আন্তর্জাতিক অভিভাবকত্ব গ্রহণ করবে না।

এদিকে, রাফা ক্রসিং আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিরা এটা ব্যবহার করতে পারবেন। তবে ত্রাণ পরিবহনে ক্রসিংটি ব্যবহার করা যাবে না। তবে মিসর সীমান্তবর্তী এ ক্রসিং কবে খুলে দেওয়া হবে, তা নিয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি ইসরায়েল। অন্যদিকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল ও হামাস।

ছবি

ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল না দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

ছবি

যুক্তরাজ্যে অভিবাসনে আসছে নতুন নিয়ম

ছবি

শিগরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে সৌদি, আশা ট্রাম্পের

ছবি

ফের বিমান হামলা করল পাকিস্তান, পাল্টা জবাব আফগানিস্তানের

ছবি

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৯০ কোটি মানুষ

ছবি

টমাহক পেল না ইউক্রেইন, ট্রাম্পের বৈঠক শেষে ‘খালি হাতে’ ফিরলেন জেলেনস্কি

চীনা পণ্যে আরোপিত ১০০ শতাংশ শুল্ক টেকসই নয়: ট্রাম্প

ছবি

চীনের শীর্ষ ৯ জেনারেল বরখাস্ত

ছবি

আফগান সীমান্তে আত্মঘাতী হামলা, ৭ পাকিস্তানি সেনাসহ ১০ জন নিহত

ছবি

হামাসকে ‘মেরে ফেলার’ হুমকি ট্রাম্পের

ছবি

সাড়ে ৩০০ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা রাশিয়ার

ছবি

ট্রাম্প-পুতিনের পরবর্তী বৈঠক হবে হাঙ্গেরির বুদাপেস্টে

ছবি

ভারতের ‘নোংরা খেলার’ আশঙ্কা, ‘দ্বিমুখী যুদ্ধের’ জন্য প্রস্তুত পাকিস্তান

ছবি

পশ্চিম তীরে গ্রামের পর গ্রাম ধ্বংস করছে ইসরায়েল

ছবি

পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েল ও হামাসের

ছবি

ট্রাম্প বলেছেন—চুক্তি না মানলে ইসরায়েলকে আবারো ‘রাস্তায়’ পাঠানোর অনুমোদন দিতে পারেন

ছবি

মারা গেছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

ছবি

রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত: দাবি ট্রাম্পের

ছবি

সমুদ্রে পণ্য পরিবহনে অতিরিক্ত বন্দর ফি আদায় শুরু

ছবি

গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ছবি

পাকিস্তানের সঙ্গে আফগান তালেবানের সম্পর্ক কোন দিকে যাচ্ছে

ছবি

যুদ্ধবিরতির পরও শান্তি ফিরছে না গাজায়

ছবি

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ফের সংঘাত শুরু

ছবি

তাইওয়ানকে ‘ভুলভাবে’ চিহ্নিত করায় চীনে ৬০ হাজার মানচিত্র জব্দ

ছবি

বল প্রয়োগ করে হলেও হামাসকে নিরস্ত্রীকরণ করব: ট্রাম্প

ছবি

গাজায় ত্রাণ প্রবেশে ফের ইসরায়েলের বিধিনিষেধ, হুমকির মুখে যুদ্ধবিরতি

ছবি

গাজা নগরীর নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস, সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াই

ছবি

তালেবানের সাথে এত ঘনিষ্ঠতার কারণ কি, তবে কি স্বীকৃতি দিচ্ছে ভারত

ছবি

আরও চার জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস

ছবি

জেন-জি বিক্ষোভের মুখে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

ছবি

থাইল্যান্ড-কাম্বোডিয়া ‘শান্তিচুক্তি’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন ট্রাম্প

ছবি

ট্রাম্পের শান্তিচুক্তির আহ্বান প্রত্যাখ্যান করলো ইরান

ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়বে’ চীন

ছবি

পাকিস্তান-আফগান লড়াইয়ে তৈরি হচ্ছে বৃহত্তর সংঘাতের হুমকি

ছবি

প্যালেস্টাইনি-ইসরায়েল বন্দিবিনিময়ের পর চুক্তি সই

ছবি

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পসহ চার নেতার স্বাক্ষর

tab

ত্রাণের অপেক্ষায় গাজাবাসী, ক্ষুধা-হাহাকারে কাটছে দিন

হামলা চলছেই, সাতদিনে নিহত ২৪

বিদেশী সংবাদ মাধ্যম

গাজার আয়হীন পরিবারগুলো চরম খাদ্য সংকটে ভুগছে -এএফপি

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধরিবতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় খাদ্য সংকট রয়ে গেছে। এখনও বিতরণ কেন্দ্রগুলোতে হুড়োহুড়ি দেখা গেছে। যুদ্ধবিরতির পর বাসিন্দারা পর্যাপ্ত ত্রাণের আশায় ছিলেন। কিন্তু সেই পরিমাণ খাবার তারা সরবরাহ পাচ্ছেন না। জাতিসংঘ জানিয়েছে, দুই বছর ধরে চলা ইসরায়েলের হামলায় গাজার কৃষিজমির অনেক ক্ষতি হয়েছে। অনেক পরিবার আয়হীন হয়ে পড়েছে। এই অবস্থায় গাজায় পর্যাপ্ত ত্রাণ সবররাহ প্রয়োজন। কিন্তু যুদ্ধবিরতির পর যে খাদ্য সরবরাহ হচ্ছে, তা পরিবারগুলোর চাহিদার চেয়ে কম। ফলে গাজার বাসিন্দাদের মধ্যে খাদ্যাভাব ও হাহাকার রয়েই গেছে। আল জাজিরা ও রয়টার্সের খবরে এসব তথ্য জানা গেছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ খাদ্য সরবরাহে অপ্রতুলতার কথা উল্লেখ করে সতর্কতা দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে এক এক্স পোস্টে বলা হয়েছে, এক কেজি টমেটো এখন ১৫ ডলার খরচ করে কিনতে হচ্ছে বাসিন্দাদের। আয়হীন পরিবার চরম খাদ্য সংকটে ভুগছে। গাজায় আসা ট্রাকগুলো এখন ত্রাণ বহন করছে না, সেগুলোতে এখন বাণিজ্যিক পণ্য আসছে। ফলে অনেক পরিবার তাদের প্রয়োজনীয় তাজা খাবার পেতে অক্ষম হয়ে পড়েছে। গাজার কৃষিক্ষেত্র পুনর্র্নিমাণ না হওয়া পর্যন্ত ত্রাণের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা জরুরি।

আল জাজিরা জানায়, ইসরায়েল সবুজ সংকেতের অপেক্ষায় প্রতিদিন সকাল থেকেই গাজা ও ইসরায়েলের মধ্যবর্তী কিসুফিম ক্রসিংয়ে ত্রাণের বহু ট্রাক আটকে আছে। এসব ট্রাক ইসরায়েলে প্রবেশ করে এবং ত্রাণবোঝাই করে ফিরে আসে। কিন্তু ইচ্ছাকৃত কম সংখ্যক ট্রাক ছাড়ছে ইসরায়েল। প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণের ট্রাক প্রবেশ করার কথা থাকলেও প্রকৃত সংখ্যা ৩০০টিরও কম। চাহিদা বিবেচনায় গাজায় ৬০০ ট্রাকও যথেষ্ট নয়। এখনও কিছু পণ্যের ওপর বিধিনিষেধ রয়েছে। কখনও কখনও ইসরায়েল থেকে ট্রাক খালি অবস্থায় ফিরে আসছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিন গাজায় ৫৬০ টন খাদ্য প্রবেশ করেছে, কিন্তু আরও বেশি প্রয়োজন। ডব্লিউএফপির মুখপাত্র আবির এতেফা জেনেভায় বলেন, ‘আমাদের কাছে মাত্র তিন মাসের খাবার রয়েছে। যুদ্ধবিরতির পরও খাবারের সরবরাহ অনেক কম। খাবার পৌঁছাতে দীর্ঘস্থায়ী প্রবেশাধিকার না থাকলে সবার কাছে খাদ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।’

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে কাজ করছে ফ্রান্স ও ব্রিটেন: রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ফ্রান্স ও ব্রিটেন আগামী দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব চূড়ান্ত করার জন্য কাজ করছে। এই পদক্ষেপ গাজায় ভবিষ্যতে আন্তর্জাতিক বাহিনীর ভিত্তি স্থাপন করবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাসকেল কনফাভ্রো এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরও গাজায় অস্থিরতা বিরাজ করছে। উপত্যকায় নিরাপত্তা স্থিতিশীল করার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু কথা জানিয়েছেন দুই জ্যেষ্ঠ মার্কিন উপদেষ্টাও। ফরাসি ওই মুখপাত্র বলেন, গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে একটি শক্তিশালী ভিত্তি দরকার। এজন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর দেশগুলোর কাছ থেকে ম্যান্ডেট প্রয়োজন।

ইসরায়েলের হামলা বন্ধ হয়নি: যুদ্ধবিরতি সত্ত্বেও শুক্রবার ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় গোলাবর্ষণ করেছে। শুজাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এ পর্যন্ত প্রায় দুই ডজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

এছাড়া অধিকৃত পশ্চিম তীরে মুক্তিপ্রাপ্ত বন্দির বাড়িতে ইসরায়েলি সেনারা অভিযান চালিয়েছে। রামাল্লাহর উত্তর-পশ্চিমে দেইর ঘাসানা গ্রামে ইউসুফ আবদেল হালিম দাউদের বাড়িতে এ হামলা চালানো হয়। স্থানীয় সূত্র ওয়াফা সংবাদ সংস্থাকে জানিয়েছে, সৈন্যরা দাউদের বাড়িতে তল্লাশি চালিয়ে তার পরিবারের জিনিসপত্র লুটপাট করেছে। অভিযানের সময় তারা দেইর ঘাসানা, বেইত রিমা গ্রামের চারপাশে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

হামাসকে সতর্ক বার্তা দিলেন ট্রাম্প: গাজায় সংঘাতের জেরে হামাসকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, তাহলে গাজায় ঢুকে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’ সাংবাদিকরা প্রশ্ন করেন, মার্কিন বাহিনী গাজায় প্রবেশ করবে কিনা। জবাবে ট্রাম্প বলেন, এটা আমাদের করতে হবে না।

আমাদের কাছের মানুষ যারা আছে তারাই প্রবেশ করবে। তবে হামাস জানিয়েছে, তারা ফিলিস্তিনি জনগণের ওপর কোনো আন্তর্জাতিক অভিভাবকত্ব গ্রহণ করবে না।

এদিকে, রাফা ক্রসিং আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিরা এটা ব্যবহার করতে পারবেন। তবে ত্রাণ পরিবহনে ক্রসিংটি ব্যবহার করা যাবে না। তবে মিসর সীমান্তবর্তী এ ক্রসিং কবে খুলে দেওয়া হবে, তা নিয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি ইসরায়েল। অন্যদিকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল ও হামাস।

back to top