অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রাম্প
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে স্বাক্ষর করতে মালয়েশিয়া যাচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। কিন্তু থাইল্যান্ডের রানি মাতা সিরিকিতের মৃত্যু হওয়ায় কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনে উপস্থিতি সংক্ষিপ্ত করে আগেভাগে দেশে ফিরবেন তিনি।
রোববার কুয়ালালামপুরে মূল সম্মেলনে শুরুর আগে শনিবার,(২৫ অক্টোবর ২০২৫) দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে। সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দলগুলো বাণিজ্য আলোচনায় মিলিত হচ্ছেন।
এশিয়ার তিনটি দেশে পাঁচদিনের এক সফরের শুরুতে ট্রাম্প প্রথমে মালয়েশিয়ায় যাবেন। গতকাল স্থানীয় সময় সকালে তার কুয়ালালামপুরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে বিস্তারিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। জুলাইতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে হওয়া প্রাণঘাতী সীমান্ত সংঘাত বন্ধ করে উভয়পক্ষকে যুদ্ধবিরতিতে যেতে মধ্যস্থতা করেছিলেন ট্রাম্প।
পাঁচ দিনব্যাপী ওই সংঘাতে বহু মানুষ নিহত ও প্রায় তিন লাখ সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছিলেন। এটি ছিল কম্বোডিয়া ও থাইল্যান্ডের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে তীব্র সংঘাত।
শনিবার, রাতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিনের মালয়েশিয়ায় পৌঁছানোর কথা রয়েছে। রোববার তিনি আসিয়ানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে থাইল্যান্ড সরকার। এর আগে তারা ইঙ্গিত দিয়েছিল, অনুতিন পুরো সম্মেলনেই অনুপস্থিত থাকতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর অনুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তারা অর্থনৈতিক বিভিন্ন বিষয়, নিরাপত্তা ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে কথা বলবেন। তারপর কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের যুদ্ধবিরতি চুক্তির অনুষ্ঠানে যোগ দেবেন।
থাই রানি মাতার মৃত্যুজনিত কারণে রোববারই ব্যাংকক ফিরবেন অনুতিন। এ কারণে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক ও কম্বোডিয়ার সঙ্গে চুক্তি সইয়ের অনুষ্ঠানের সময়সূচী এগিয়ে আনা হয়েছে।
থাই রাজপরিবারের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে ‘শান্তিপূর্ণ’ মৃত্যু হয় থাইল্যান্ডের রাজা ভজিরালংকর্নের মা রানি সিরিকিতের (৯৩) ।
এর আগে অনুতিন জানিয়েছেন, রাজপরিবারে মৃত্যুর ঘটনা ঘটায় তিনি আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এপেক সম্মেলনে যোগ দিতে পারবেন না।
এবারের আসিয়ান সম্মেলনে নতুন সদস্য দেশ পূর্ব তিমুরকে স্বাগত জানানো হবে। এশিয়ার নবীনতম এই দেশটি হবে আসিয়ানের ১১তম সদস্য।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রাম্প
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে স্বাক্ষর করতে মালয়েশিয়া যাচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। কিন্তু থাইল্যান্ডের রানি মাতা সিরিকিতের মৃত্যু হওয়ায় কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনে উপস্থিতি সংক্ষিপ্ত করে আগেভাগে দেশে ফিরবেন তিনি।
রোববার কুয়ালালামপুরে মূল সম্মেলনে শুরুর আগে শনিবার,(২৫ অক্টোবর ২০২৫) দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে। সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দলগুলো বাণিজ্য আলোচনায় মিলিত হচ্ছেন।
এশিয়ার তিনটি দেশে পাঁচদিনের এক সফরের শুরুতে ট্রাম্প প্রথমে মালয়েশিয়ায় যাবেন। গতকাল স্থানীয় সময় সকালে তার কুয়ালালামপুরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে বিস্তারিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। জুলাইতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে হওয়া প্রাণঘাতী সীমান্ত সংঘাত বন্ধ করে উভয়পক্ষকে যুদ্ধবিরতিতে যেতে মধ্যস্থতা করেছিলেন ট্রাম্প।
পাঁচ দিনব্যাপী ওই সংঘাতে বহু মানুষ নিহত ও প্রায় তিন লাখ সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছিলেন। এটি ছিল কম্বোডিয়া ও থাইল্যান্ডের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে তীব্র সংঘাত।
শনিবার, রাতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিনের মালয়েশিয়ায় পৌঁছানোর কথা রয়েছে। রোববার তিনি আসিয়ানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে থাইল্যান্ড সরকার। এর আগে তারা ইঙ্গিত দিয়েছিল, অনুতিন পুরো সম্মেলনেই অনুপস্থিত থাকতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর অনুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তারা অর্থনৈতিক বিভিন্ন বিষয়, নিরাপত্তা ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে কথা বলবেন। তারপর কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের যুদ্ধবিরতি চুক্তির অনুষ্ঠানে যোগ দেবেন।
থাই রানি মাতার মৃত্যুজনিত কারণে রোববারই ব্যাংকক ফিরবেন অনুতিন। এ কারণে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক ও কম্বোডিয়ার সঙ্গে চুক্তি সইয়ের অনুষ্ঠানের সময়সূচী এগিয়ে আনা হয়েছে।
থাই রাজপরিবারের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে ‘শান্তিপূর্ণ’ মৃত্যু হয় থাইল্যান্ডের রাজা ভজিরালংকর্নের মা রানি সিরিকিতের (৯৩) ।
এর আগে অনুতিন জানিয়েছেন, রাজপরিবারে মৃত্যুর ঘটনা ঘটায় তিনি আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এপেক সম্মেলনে যোগ দিতে পারবেন না।
এবারের আসিয়ান সম্মেলনে নতুন সদস্য দেশ পূর্ব তিমুরকে স্বাগত জানানো হবে। এশিয়ার নবীনতম এই দেশটি হবে আসিয়ানের ১১তম সদস্য।