alt

নয়াদিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণ, কাকতালীয় নাকি ষড়যন্ত্র

বিদেশী সংবাদ মাধ্যম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ইসলামাবাদে বিস্ফোরণে নিহতের লাশ নেওয়া হচ্ছে দাফনের জন্য (বাঁয়ে), নয়াদিল্লিতে মর্গের সামনে স্বজনদের আহাজারি (ডানে) -এএফপি

এক দিনের ব্যবধানে ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রায় একই ধাঁচের বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে। শুরু হয়েছে তদন্ত। সেই সঙ্গে ফিরে এসেছে শত্রুভাবাপন্ন প্রতিবেশী দুই দেশের মধ্যে দোষারোপ এবং হুমকির রাজনীতিও। পাকিস্তান ইসলামাবাদে বিস্ফোরণের জন্য এরই মধ্যে সরাসরি ভারতকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে। আবার সরকারিভাবে সরাসরি কিছু না বলা হলেও দিল্লিতে গাড়ি বিস্ফোরণের পেছনেও পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলে ইঙ্গিত করছে ভারতের বিভিন্ন মহল। ফলে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রতিবেশী দুই দেশের বিস্ফোরণ কি কাকতালীয় ঘটনা, নাকি এর সঙ্গে ছায়াযুদ্ধ জড়িত।

গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দিল্লির জনাকীর্ণ লালকেল্লা এলাকার মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে এখন পর্যন্ত ১৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ঠিক তার পরের দিন দুপুরে ইসলামাবাদের জেলা আদালতের সামনে একটি গাড়িতে একই ধাঁচে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত ও ৩৬ জন আহত হন। এর আগে সোমবারই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ক্যাডেট কলেজের গেটে হামলা হয়েছিল।

নয়াদিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনাস্থল ঐতিহাসিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সন্ত্রাসী হামলার শঙ্কায় উভয় দেশ অন্য রাজ্যগুলোতেও সতর্কতা জারি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিস্ফোরণের পেছনে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দিল্লি বিস্ফোরণের পেছনে গভীর ষড়যন্ত্র আছে।

ইসলামাবাদে বিস্ফোরণের পর নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার দুটি হামলাই এ অঞ্চলে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্টতম উদাহরণ। বিশ্বের এখন সময় এসেছে ভারতের এ ধরনের জঘন্য ষড়যন্ত্রের নিন্দা জানানোর। সন্ত্রাসবাদের অভিশাপকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব।’ যদিও নিজের বক্তব্যের সপক্ষে কোনো তথ্যপ্রমাণ দেননি তিনি।

পাকিস্তানের এই অভিযোগের জবাব এরই মধ্যে দিয়েছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ইসলামাবাদ দেশে চলমান সামরিক-অনুপ্রাণিত সাংবিধানিক নাশকতা এবং ক্ষমতা দখলের প্রচেষ্টা থেকে নিজেদের জনগণের মনোযোগ সরানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তবতার বিষয়ে অবগত এবং পাকিস্তানের মরিয়া মনোযোগ সরানোর কৌশল দ্বারা তারা বিভ্রান্ত হবে না।

এদিন ভুটান সফর করে দেশে ফিরেই গতকাল বুধবার দিল্লির লোক নায়ক হাসপাতালে বিস্ফোরণে আহতদের দেখতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি দিল্লি বিস্ফোরণের পেছনে জড়িতদের খুঁজে বের করে সমুচিত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেন। যদিও ভারতের তদন্ত সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে দিল্লির বিস্ফোরণকে এখনও সন্ত্রাসবাদী হামলা বলে ঘোষণা করেনি।

এদিকে ইসলামাবাদে বিস্ফোরণের পর আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। গত মঙ্গলবার জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা আশ্রয় দিচ্ছে। ইসলামাবাদভিত্তিক একজন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক ইমতিয়াজ গুল আলজাজিরা বলেছেন, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান সরকার জোর দিয়ে বলবে যে, তাদের ভূমিতে সব হামলার পরিকল্পনা আফগানিস্তানে থাকা পাকিস্তান তালেবান দ্বারা করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত উত্তেজনা কমার সম্ভাবনা নেই।

এদিকে, পাকিস্তান সরকার অভিযোগ করেছে, আফগান তালেবান টিটিপি যোদ্ধাদের আশ্রয় ও অস্ত্রসহায়তা দিচ্ছে। যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার রাতে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে হওয়া হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে পদক্ষেপ নেবে। যারা (টিটিপি) আফগান তালেবানের আশ্রয়ে আছে তারা বারবার আক্রমণ করছে। কোনো আক্রমণই জবাবহীন থাকবে না।

ওয়াশিংটন ডিসিভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক সাহার খান আল জাজিরাকে বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো (আফগানিস্তান, ভারত ও পাকিস্তান) বিভিন্ন প্রক্সি গোষ্ঠীতে পরিপূর্ণ। প্রায়ই দেখা যায়, যখনই কোনো হামলা হয়, একটি দেশ অন্য দেশকে দোষারোপ করে। কিন্তু খুব কম ক্ষেত্রেই প্রমাণ উপস্থাপন করা হয়। সবকিছুই অতীতের অভিজ্ঞতা ও ক্ষোভের ওপর ভিত্তি করে।সাহার খান বলেন, সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, যদি এ ধরনের হামলা আরও ঘন ঘন ঘটতে থাকে তাহলে ভারত-পাকিস্তান ফের সংঘাতের কাছাকাছি পৌঁছাবে।

ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনায় ক্ষমতাসীনদের ব্যর্থতা দেখছেন পার্লামেন্টের বিরোধী দলীয় সিনেটর রাজা নাসির আব্বাস জাফরি। মজলিস ওয়াহদাত-ই-মুসলেমিন দলের এই নেতার অভিযোগ, সরকার দেশের সংবিধান রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং নাগরিকদের সহিংসতার হাত থেকেও বাঁচাতে পারেনি।

ছবি

২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্টের মুদ্রা উৎপাদন

ছবি

জলবায়ু সংকট আসলে স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও

ছবি

মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে রাশিয়া: ম্যাখোঁ

ছবি

যুক্তরাষ্ট্রে শেষ হলো ইতিহাসের দীর্ঘতম শাটডাউন

ছবি

আফগানিস্তানের প্রতি ১০ পরিবারের ৯টিই অনাহার বা ঋণে জর্জরিত

ছবি

বাংলাদেশি বংশোদ্ভূত জারা: মামদানির নির্বাচনী প্রচারে নেপথ্য কুশলী

ছবি

ভেনেজুয়েলা যেকোনও মার্কিন সামরিক আগ্রাসন মোকাবেলায় সশস্ত্র বাহিনী প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

ছবি

চীনের কার্বন নিঃসরণ কখনও কম, কখনও স্থিতিশীল

ছবি

মার্কিন হামলার শঙ্কায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করছে ভেনেজুয়েলা

ছবি

যুক্তরাষ্ট্রে প্রতিভাবান মানুষ নেই, তাই বিদেশি টানতে আগ্রহী ট্রাম্প

ছবি

সম্মেলনস্থলে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ

ছবি

যুক্তরাজ্যের রাজনীতিতে অস্থিরতা, অপসারণের আশঙ্কায় স্টারমার

ছবি

শান্তিচুক্তির দ্বিতীয় ধাপ অনিশ্চিত, বিভক্ত হওয়ার ঝুঁকিতে গাজা

ছবি

দিল্লির বিস্ফোরণে দোষীদের কাউকে ছাড়া হবে না: মোদী

ছবি

দিল্লিতে গাড়ি বিস্ফোরণ, নিহত অন্তত ৯ জন

ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি’ চায় ইরান

ছবি

জোহরান মামদানির কাজে কীভাবে ট্রাম্প বাগড়া দিতে পারেন

শুল্কের বিরোধীরা ‘মূর্খ’, রাজস্ব থেকে মার্কিনদের ২০০০ ডলার ‘লভ্যাংশ’ দেয়া হবে: ট্রাম্প

ছবি

বিবিসির বিরুদ্ধে মামলা করার হুমকি ট্রাম্পের, ক্ষমা চাইলেন সমির শাহ

ছবি

বিবিসি এখন বিশৃঙ্খল, নেতৃত্বহীন প্রতিষ্ঠান: সাবেক কর্মকর্তা অলিভার

ছবি

সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা বাদশাহ আব্দুল আজিজ মেডেল পেলেন পাকিস্তানের শীর্ষ জেনারেল

ছবি

সংযুক্ত আরব আমিরাত গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না

ছবি

সারকোজিকে মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে ফরাসি আদালত

ছবি

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কাছে নৌকাডুবিতে মৃত্যু বেড়ে ১১

ছবি

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে নতুন অভিযোগ

ছবি

নয়া দিল্লিতে ইন্ডিয়া গেইটে দূষণবিরোধী বিক্ষোভ, ডজনের বেশি আটক

ছবি

একুয়েডরে কারাগারে দাঙ্গার মধ্যে অন্তত ৩১ জনের মৃত্যু

ছবি

মামদানির নিউইয়র্ক পরিকল্পনায় বাদ সাধতে পারেন ট্রাম্প

ছবি

গাজায় মৃত্যু ৬৯ হাজার ছাড়িয়েছে, ইসরায়েলি সেনার মৃতদেহ উদ্ধার করলো হামাস

ছবি

পাকিস্তানে বিতর্কিত ২৭তম সংবিধান সংশোধনী বিল সিনেটে উপস্থাপন

ছবি

সংবিধান সংশোধনীর বিরুদ্ধে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ঘোষণা বিরোধী জোটের

ছবি

লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ইউরোপীয় ইউনিয়ন

ছবি

সিরিয়া- যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়, ওয়াশিংটনে আল শারা

ছবি

তীব্র দূষণের ঝুঁকিতে গাজার জনস্বাস্থ্য

ছবি

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি ইংল্যান্ড

ছবি

মামদানির প্রচারকৌশলে এগোনোর চেষ্টা ট্রাম্পের

tab

নয়াদিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণ, কাকতালীয় নাকি ষড়যন্ত্র

বিদেশী সংবাদ মাধ্যম

ইসলামাবাদে বিস্ফোরণে নিহতের লাশ নেওয়া হচ্ছে দাফনের জন্য (বাঁয়ে), নয়াদিল্লিতে মর্গের সামনে স্বজনদের আহাজারি (ডানে) -এএফপি

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

এক দিনের ব্যবধানে ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রায় একই ধাঁচের বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে। শুরু হয়েছে তদন্ত। সেই সঙ্গে ফিরে এসেছে শত্রুভাবাপন্ন প্রতিবেশী দুই দেশের মধ্যে দোষারোপ এবং হুমকির রাজনীতিও। পাকিস্তান ইসলামাবাদে বিস্ফোরণের জন্য এরই মধ্যে সরাসরি ভারতকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে। আবার সরকারিভাবে সরাসরি কিছু না বলা হলেও দিল্লিতে গাড়ি বিস্ফোরণের পেছনেও পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলে ইঙ্গিত করছে ভারতের বিভিন্ন মহল। ফলে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রতিবেশী দুই দেশের বিস্ফোরণ কি কাকতালীয় ঘটনা, নাকি এর সঙ্গে ছায়াযুদ্ধ জড়িত।

গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দিল্লির জনাকীর্ণ লালকেল্লা এলাকার মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে এখন পর্যন্ত ১৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ঠিক তার পরের দিন দুপুরে ইসলামাবাদের জেলা আদালতের সামনে একটি গাড়িতে একই ধাঁচে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত ও ৩৬ জন আহত হন। এর আগে সোমবারই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ক্যাডেট কলেজের গেটে হামলা হয়েছিল।

নয়াদিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনাস্থল ঐতিহাসিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সন্ত্রাসী হামলার শঙ্কায় উভয় দেশ অন্য রাজ্যগুলোতেও সতর্কতা জারি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিস্ফোরণের পেছনে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দিল্লি বিস্ফোরণের পেছনে গভীর ষড়যন্ত্র আছে।

ইসলামাবাদে বিস্ফোরণের পর নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার দুটি হামলাই এ অঞ্চলে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্টতম উদাহরণ। বিশ্বের এখন সময় এসেছে ভারতের এ ধরনের জঘন্য ষড়যন্ত্রের নিন্দা জানানোর। সন্ত্রাসবাদের অভিশাপকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব।’ যদিও নিজের বক্তব্যের সপক্ষে কোনো তথ্যপ্রমাণ দেননি তিনি।

পাকিস্তানের এই অভিযোগের জবাব এরই মধ্যে দিয়েছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ইসলামাবাদ দেশে চলমান সামরিক-অনুপ্রাণিত সাংবিধানিক নাশকতা এবং ক্ষমতা দখলের প্রচেষ্টা থেকে নিজেদের জনগণের মনোযোগ সরানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তবতার বিষয়ে অবগত এবং পাকিস্তানের মরিয়া মনোযোগ সরানোর কৌশল দ্বারা তারা বিভ্রান্ত হবে না।

এদিন ভুটান সফর করে দেশে ফিরেই গতকাল বুধবার দিল্লির লোক নায়ক হাসপাতালে বিস্ফোরণে আহতদের দেখতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি দিল্লি বিস্ফোরণের পেছনে জড়িতদের খুঁজে বের করে সমুচিত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেন। যদিও ভারতের তদন্ত সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে দিল্লির বিস্ফোরণকে এখনও সন্ত্রাসবাদী হামলা বলে ঘোষণা করেনি।

এদিকে ইসলামাবাদে বিস্ফোরণের পর আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। গত মঙ্গলবার জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা আশ্রয় দিচ্ছে। ইসলামাবাদভিত্তিক একজন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক ইমতিয়াজ গুল আলজাজিরা বলেছেন, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান সরকার জোর দিয়ে বলবে যে, তাদের ভূমিতে সব হামলার পরিকল্পনা আফগানিস্তানে থাকা পাকিস্তান তালেবান দ্বারা করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত উত্তেজনা কমার সম্ভাবনা নেই।

এদিকে, পাকিস্তান সরকার অভিযোগ করেছে, আফগান তালেবান টিটিপি যোদ্ধাদের আশ্রয় ও অস্ত্রসহায়তা দিচ্ছে। যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার রাতে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে হওয়া হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে পদক্ষেপ নেবে। যারা (টিটিপি) আফগান তালেবানের আশ্রয়ে আছে তারা বারবার আক্রমণ করছে। কোনো আক্রমণই জবাবহীন থাকবে না।

ওয়াশিংটন ডিসিভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক সাহার খান আল জাজিরাকে বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো (আফগানিস্তান, ভারত ও পাকিস্তান) বিভিন্ন প্রক্সি গোষ্ঠীতে পরিপূর্ণ। প্রায়ই দেখা যায়, যখনই কোনো হামলা হয়, একটি দেশ অন্য দেশকে দোষারোপ করে। কিন্তু খুব কম ক্ষেত্রেই প্রমাণ উপস্থাপন করা হয়। সবকিছুই অতীতের অভিজ্ঞতা ও ক্ষোভের ওপর ভিত্তি করে।সাহার খান বলেন, সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, যদি এ ধরনের হামলা আরও ঘন ঘন ঘটতে থাকে তাহলে ভারত-পাকিস্তান ফের সংঘাতের কাছাকাছি পৌঁছাবে।

ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনায় ক্ষমতাসীনদের ব্যর্থতা দেখছেন পার্লামেন্টের বিরোধী দলীয় সিনেটর রাজা নাসির আব্বাস জাফরি। মজলিস ওয়াহদাত-ই-মুসলেমিন দলের এই নেতার অভিযোগ, সরকার দেশের সংবিধান রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং নাগরিকদের সহিংসতার হাত থেকেও বাঁচাতে পারেনি।

back to top