ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, আগামীর যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ। বুধবার (১২ নভেম্বর) ফ্রান্সের মহাকাশ ও বিমান চলাচল কেন্দ্র তুলুসে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বলে খবর দিয়েছে এএফপি।
ম্যাখোঁ অভিযোগ করেন, ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর রাশিয়া মহাকাশ থেকে গুপ্তচর কার্যক্রম পরিচালনা করছে। তার দাবি, বেশ কিছু দিন ধরেই রুশ মহাকাশ যানগুলো ফরাসি উপগ্রহগুলোকে পর্যবেক্ষণ করছে। ফরাসি প্রেসিডেন্ট আরও অভিযোগ করেছেন, ফরাসি মহাকাশ স্থাপনাগুলো ব্যাপক জিপিএস সিগন্যাল জ্যাম এবং সাইবার আক্রমণের শিকার হয়েছে। রাশিয়ার এ ধরনের কার্যকলাপকে হুমকি অভিহিত করে তিনি ফ্রান্সের সামরিক কার্যকলাপকে মহাকাশে বিস্তৃত করার ওপর জোর দেন।
ম্যাখোঁ তার বক্তব্যে রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে বলে ইঙ্গিত দিয়ে এটাকে সমগ্র বিশ্বের জন্য বিপর্যয় বলে উল্লেখ করেন। এর মোকাবিলায় ২০৩০ সাল পর্যন্ত মহাকাশ সামরিক খাতে অতিরিক্ত ৪.২ বিলিয়ন ইউরো বিনিয়োগ করার ঘোষণাও দেন ফরাসি প্রেসিডেন্ট। তবে ঠিক কোন কোন বিষয়ে বিপুল এই অর্থ ব্যয় করা হবে, তার সুনির্দিষ্ট বিবরণ তিনি দেননি। ধারণা করা হচ্ছে, ফ্রান্সের মহাকাশ কৌশলের জন্য ভবিষ্যতে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চার এবং উচ্চমাত্রার থ্রাস্ট ইঞ্জিন নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, আগামীর যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ। বুধবার (১২ নভেম্বর) ফ্রান্সের মহাকাশ ও বিমান চলাচল কেন্দ্র তুলুসে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বলে খবর দিয়েছে এএফপি।
ম্যাখোঁ অভিযোগ করেন, ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর রাশিয়া মহাকাশ থেকে গুপ্তচর কার্যক্রম পরিচালনা করছে। তার দাবি, বেশ কিছু দিন ধরেই রুশ মহাকাশ যানগুলো ফরাসি উপগ্রহগুলোকে পর্যবেক্ষণ করছে। ফরাসি প্রেসিডেন্ট আরও অভিযোগ করেছেন, ফরাসি মহাকাশ স্থাপনাগুলো ব্যাপক জিপিএস সিগন্যাল জ্যাম এবং সাইবার আক্রমণের শিকার হয়েছে। রাশিয়ার এ ধরনের কার্যকলাপকে হুমকি অভিহিত করে তিনি ফ্রান্সের সামরিক কার্যকলাপকে মহাকাশে বিস্তৃত করার ওপর জোর দেন।
ম্যাখোঁ তার বক্তব্যে রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে বলে ইঙ্গিত দিয়ে এটাকে সমগ্র বিশ্বের জন্য বিপর্যয় বলে উল্লেখ করেন। এর মোকাবিলায় ২০৩০ সাল পর্যন্ত মহাকাশ সামরিক খাতে অতিরিক্ত ৪.২ বিলিয়ন ইউরো বিনিয়োগ করার ঘোষণাও দেন ফরাসি প্রেসিডেন্ট। তবে ঠিক কোন কোন বিষয়ে বিপুল এই অর্থ ব্যয় করা হবে, তার সুনির্দিষ্ট বিবরণ তিনি দেননি। ধারণা করা হচ্ছে, ফ্রান্সের মহাকাশ কৌশলের জন্য ভবিষ্যতে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চার এবং উচ্চমাত্রার থ্রাস্ট ইঞ্জিন নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।