alt

গাজা নিয়ে নিরাপত্তা পরিষদে গৃহীত যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কী আছে

বিদেশী সংবাদ মাধ্যম : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

গাজা যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের করা একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার গ্রহণ করা এ প্রস্তাবে গাজা উপত্যকার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ) গঠনের অনুমোদনও দেওয়া হয়েছে। গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর করতে গত মাসে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ ধাপে দুই বছর ধরে চলা যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিবিনিময়ের কথা রয়েছে।

এখন গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনকে বৈধতা দেওয়া এবং যেসব দেশ সেখানে সেনা পাঠানোর কথা ভাবছে, তাদের আশ্বস্ত করার জন্য নিরাপত্তা পরিষদের এ প্রস্তাব গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবের ভাষ্য অনুযায়ী, সদস্যদেশগুলো ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এ অংশ নিতে পারবে। এটি গাজায় একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। এটির দায়িত্ব হবে উপত্যকাটির পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম তদারক করা। পাশাপাশি একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের বিষয় অনুমোদন দেওয়া হয়েছে, যা গাজায় নিরস্ত্রীকরণের প্রক্রিয়া নিশ্চিত করবে। অস্ত্র জমা নেওয়া থেকে শুরু করে সামরিক অবকাঠামো ধ্বংস করা রয়েছে এ প্রক্রিয়ায়।

প্রস্তাবের ভাষ্য অনুযায়ী, সদস্যদেশগুলো ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এ অংশ নিতে পারবে। এটি গাজায় একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। এটির দায়িত্ব হবে উপত্যকাটির পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম তদারক করা। পাশাপাশি একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের বিষয় অনুমোদন দেওয়া হয়েছে, যা গাজায় নিরস্ত্রীকরণের প্রক্রিয়া নিশ্চিত করবে। অস্ত্র জমা নেওয়া থেকে শুরু করে সামরিক অবকাঠামো ধ্বংস করা রয়েছে এ প্রক্রিয়ায়।

তবে এক বিবৃতিতে হামাস আবারও বলেছে, তারা অস্ত্র সমর্পণ করবে না। তাদের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই একটি বৈধ প্রতিরোধ। ফলে প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে হামাসের বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রস্তাব গৃহীত হওয়ার পর প্রকাশিত ওই বিবৃতিতে হামাস আরও বলেছে, ‘এ প্রস্তাব গাজা উপত্যকার ওপর আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে, যা আমাদের জনগণ ও সব গোষ্ঠী প্রত্যাখ্যান করছে।’ জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ বলেছেন, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা যুক্ত করে তৈরি করা এ প্রস্তাব ‘ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের একটি সম্ভাব্য পথ তৈরি করছেৃযেখানে রকেটের বদলে জলপাই শাখা (শান্তির প্রতীক হিসেবে) থাকবে এবং রাজনৈতিক সমাধানের এক নতুন দিগন্তে পৌঁছানোর সুযোগ তৈরি হবে’।

এ প্রস্তাব হামাসের নিয়ন্ত্রণ দুর্বল করবে এবং গাজাকে সন্ত্রাসের ছায়ামুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ হওয়ার পথ দেখাবে। প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার আগে নিরাপত্তা পরিষদে ওয়ালটজ বলেন, এটি হামাসের নিয়ন্ত্রণ দুর্বল করবে এবং গাজাকে সন্ত্রাসের ছায়ামুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ হওয়ার পথ দেখাবে। নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন রাশিয়া এর আগে এ প্রস্তাবের বিরোধিতা করার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ভোটদানে বিরত থাকে। ফলে প্রস্তাবটি পাস হয়।

রাশিয়ার পাশাপাশি চীনের জাতিসংঘ রাষ্ট্রদূতও ভোটদানে বিরত ছিলেন। দুজনেই অভিযোগ করেন, এ প্রস্তাব গাজার ভবিষ্যৎ ব্যবস্থাপনায় জাতিসংঘকে কোনো পরিষ্কার ভূমিকা দেয়নি। নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন রাশিয়া এর আগে এ প্রস্তাবের বিরোধিতা করার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ভোটদানে বিরত থাকে। ফলে প্রস্তাবটি পাস হয়। ভোটের পর রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া পরিষদকে বলেন, মূলত নিরাপত্তা পরিষদ ওয়াশিংটনের আশ্বাসের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একটি উদ্যোগকে সমর্থন দিচ্ছে। এতে গাজা উপত্যকার পুরো নিয়ন্ত্রণ ‘বোর্ড অব পিস’ ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে; যার কার্যপ্রণালি সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি।

হামাস বলেছে, এ প্রস্তাব গাজা উপত্যকার ওপর আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে, যা আমাদের জনগণ ও সব গোষ্ঠী প্রত্যাখ্যান করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে এবং জানিয়েছে, তারা এর বাস্তবায়নে অংশ নিতে প্রস্তুত। কূটনীতিকেরা বলেন, গত সপ্তাহে এ কর্তৃপক্ষের সমর্থনই রাশিয়ার ভেটো ঠেকানোর মূল কারণ।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ভোটকে ‘সত্যিকারের ঐতিহাসিক মুহূর্ত’ বলে বর্ণনা করেন। তিনি লিখেছেন, ‘বোর্ডের (বোর্ড অব পিস) সদস্যদের নামসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা আগামী কয়েক সপ্তাহে জানানো হবে।’

ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের সম্ভাবনার কথা উল্লেখ থাকায় এ প্রস্তাব ইসরায়েলের ভেতরে বিতর্ক তৈরি করেছে। প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার কর্মসূচি শেষ করলে এবং গাজা পুনর্গঠনকাজ এগিয়ে গেলে ‘ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রগঠনে একটি বিশ্বাসযোগ্য পথ তৈরির পরিস্থিতি সৃষ্টি হতে পারে’। চীনের জাতিসংঘ রাষ্ট্রদূতও ভোটদানে বিরত ছিলেন। রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে তিনিও অভিযোগ করেন, এ প্রস্তাব গাজার ভবিষ্যৎ ব্যবস্থাপনায় জাতিসংঘকে কোনো পরিষ্কার ভূমিকা দেয়নি।

প্রস্তাবে আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সহাবস্থানের একটি রাজনৈতিক দিগন্ত নির্ধারণে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যুক্তরাষ্ট্র সংলাপ শুরু করবে।

ভোটের আগের দিন রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর সরকারের কট্টর দক্ষিণপন্থী মন্ত্রীদের চাপের মুখে বলেন, ‘ইসরায়েল এখনো ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী’। তিনি প্রতিশ্রুতি দেন যে গাজাকে ‘সহজ বা কঠিন উপায়ে’—যেভাবেই হোক নিরস্ত্রীকরণ করা হবে।

ছবি

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করছে ইরান

ছবি

ব্রিটেনে নতুন আশ্রয়নীতি, ক্ষমতাসীন দলের ভেতরেই তীব্র আপত্তি

ছবি

এআই অন্ধভাবে বিশ্বাস করবেন না: সুন্দর পিচাই

ছবি

আফ্রিকার ৬ দেশে সেনা উপস্থিতি বাড়াচ্ছে রাশিয়া

ছবি

তহবিল ঘাটতি, প্রকট হচ্ছে ক্ষুধা সংকট, জাতিসংঘের সতর্কবার্তা

ছবি

ভারতে ২৬টি হামলার নেতৃত্বদানকারী শীর্ষ মাওবাদী কমান্ডার হিদমা অভিযানে নিহত

ছবি

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

ছবি

ভেনেজুয়েলায় মাদুরোকে উৎখাতের প্রচেষ্টা ট্রাম্পের!

ছবি

ডান-বামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় দফায় গড়াল চিলির প্রেসিডেন্ট নির্বাচন

ছবি

পাকিস্তানের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে চায় আফগানিস্তান

ছবি

তাইওয়ান আক্রান্ত হলে চীনের বিরুদ্ধে যুদ্ধে যাবে জাপান

ছবি

যুদ্ধবিরতির এক মাস পরও গাজার সুড়ঙ্গগুলোয় কেন আটকে আছেন হামাস

ছবি

শার্লটে অবৈধ অভিবাসীবিরোধী ফেডারেল অভিযান শুরু

ছবি

এবার মেক্সিকোতে জেন-জি ধাঁচে বিক্ষোভ

ছবি

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি বিদেশি গ্রেপ্তার

ছবি

ফিলিপাইনে হাজারো মানুষের বিক্ষোভ, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

ছবি

ট্রাম্প বনাম বিবিসির লড়াই, এরপর কী

ছবি

নীতিতে সংস্কার, আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে যুক্তরাজ্য

ছবি

কপে মতবিরোধ তীব্র, চুক্তি নিয়ে অনিশ্চয়তা

ছবি

মামদানির প্রশাসনে কাজ করতে ৫০ হাজার আবেদন

ছবি

গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

ছবি

এপস্টেইন–ক্লিনটন সম্পর্কসহ প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্তে নির্দেশ ট্রাম্পের, নজরদারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ

ছবি

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯

ছবি

ক্ষমা চেয়েও রক্ষা হচ্ছে না বিবিসির, মামলা করছেন ট্রাম্প

ছবি

মূল্যস্ফীতির শঙ্কায় খাদ্যদ্রব্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

ছবি

চীন সীমান্তে নতুন বিমানঘাঁটি চালু করল ভারত

ছবি

নীরবে যুদ্ধোত্তর গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস

ছবি

দিল্লি বিস্ফোরণে কাশ্মীর-সংযোগ খতিয়ে দেখছে ভারতীয় পুলিশ

ছবি

ল্যাটিন আমেরিকায় নতুন সামরিক অভিযানের ঘোষণা

ছবি

পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় বিশ্বসম্প্রদায়ের তীব্র নিন্দা

ছবি

গাজায় বাহিনী গঠনের মার্কিন প্রস্তাবে আপত্তি চীন-রাশিয়ার

ছবি

আমাজনের উল্টো আচরণ

ছবি

ট্রাম্প কেন পুতিনকে যুদ্ধ থামাতে রাজি করাতে পারছেন না?

ছবি

২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্টের মুদ্রা উৎপাদন

ছবি

জলবায়ু সংকট আসলে স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও

ছবি

মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে রাশিয়া: ম্যাখোঁ

tab

গাজা নিয়ে নিরাপত্তা পরিষদে গৃহীত যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কী আছে

বিদেশী সংবাদ মাধ্যম

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

গাজা যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের করা একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার গ্রহণ করা এ প্রস্তাবে গাজা উপত্যকার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ) গঠনের অনুমোদনও দেওয়া হয়েছে। গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর করতে গত মাসে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ ধাপে দুই বছর ধরে চলা যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিবিনিময়ের কথা রয়েছে।

এখন গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনকে বৈধতা দেওয়া এবং যেসব দেশ সেখানে সেনা পাঠানোর কথা ভাবছে, তাদের আশ্বস্ত করার জন্য নিরাপত্তা পরিষদের এ প্রস্তাব গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবের ভাষ্য অনুযায়ী, সদস্যদেশগুলো ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এ অংশ নিতে পারবে। এটি গাজায় একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। এটির দায়িত্ব হবে উপত্যকাটির পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম তদারক করা। পাশাপাশি একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের বিষয় অনুমোদন দেওয়া হয়েছে, যা গাজায় নিরস্ত্রীকরণের প্রক্রিয়া নিশ্চিত করবে। অস্ত্র জমা নেওয়া থেকে শুরু করে সামরিক অবকাঠামো ধ্বংস করা রয়েছে এ প্রক্রিয়ায়।

প্রস্তাবের ভাষ্য অনুযায়ী, সদস্যদেশগুলো ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এ অংশ নিতে পারবে। এটি গাজায় একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। এটির দায়িত্ব হবে উপত্যকাটির পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম তদারক করা। পাশাপাশি একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের বিষয় অনুমোদন দেওয়া হয়েছে, যা গাজায় নিরস্ত্রীকরণের প্রক্রিয়া নিশ্চিত করবে। অস্ত্র জমা নেওয়া থেকে শুরু করে সামরিক অবকাঠামো ধ্বংস করা রয়েছে এ প্রক্রিয়ায়।

তবে এক বিবৃতিতে হামাস আবারও বলেছে, তারা অস্ত্র সমর্পণ করবে না। তাদের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই একটি বৈধ প্রতিরোধ। ফলে প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে হামাসের বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রস্তাব গৃহীত হওয়ার পর প্রকাশিত ওই বিবৃতিতে হামাস আরও বলেছে, ‘এ প্রস্তাব গাজা উপত্যকার ওপর আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে, যা আমাদের জনগণ ও সব গোষ্ঠী প্রত্যাখ্যান করছে।’ জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ বলেছেন, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা যুক্ত করে তৈরি করা এ প্রস্তাব ‘ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের একটি সম্ভাব্য পথ তৈরি করছেৃযেখানে রকেটের বদলে জলপাই শাখা (শান্তির প্রতীক হিসেবে) থাকবে এবং রাজনৈতিক সমাধানের এক নতুন দিগন্তে পৌঁছানোর সুযোগ তৈরি হবে’।

এ প্রস্তাব হামাসের নিয়ন্ত্রণ দুর্বল করবে এবং গাজাকে সন্ত্রাসের ছায়ামুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ হওয়ার পথ দেখাবে। প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার আগে নিরাপত্তা পরিষদে ওয়ালটজ বলেন, এটি হামাসের নিয়ন্ত্রণ দুর্বল করবে এবং গাজাকে সন্ত্রাসের ছায়ামুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ হওয়ার পথ দেখাবে। নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন রাশিয়া এর আগে এ প্রস্তাবের বিরোধিতা করার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ভোটদানে বিরত থাকে। ফলে প্রস্তাবটি পাস হয়।

রাশিয়ার পাশাপাশি চীনের জাতিসংঘ রাষ্ট্রদূতও ভোটদানে বিরত ছিলেন। দুজনেই অভিযোগ করেন, এ প্রস্তাব গাজার ভবিষ্যৎ ব্যবস্থাপনায় জাতিসংঘকে কোনো পরিষ্কার ভূমিকা দেয়নি। নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন রাশিয়া এর আগে এ প্রস্তাবের বিরোধিতা করার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ভোটদানে বিরত থাকে। ফলে প্রস্তাবটি পাস হয়। ভোটের পর রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া পরিষদকে বলেন, মূলত নিরাপত্তা পরিষদ ওয়াশিংটনের আশ্বাসের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একটি উদ্যোগকে সমর্থন দিচ্ছে। এতে গাজা উপত্যকার পুরো নিয়ন্ত্রণ ‘বোর্ড অব পিস’ ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে; যার কার্যপ্রণালি সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি।

হামাস বলেছে, এ প্রস্তাব গাজা উপত্যকার ওপর আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে, যা আমাদের জনগণ ও সব গোষ্ঠী প্রত্যাখ্যান করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে এবং জানিয়েছে, তারা এর বাস্তবায়নে অংশ নিতে প্রস্তুত। কূটনীতিকেরা বলেন, গত সপ্তাহে এ কর্তৃপক্ষের সমর্থনই রাশিয়ার ভেটো ঠেকানোর মূল কারণ।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ভোটকে ‘সত্যিকারের ঐতিহাসিক মুহূর্ত’ বলে বর্ণনা করেন। তিনি লিখেছেন, ‘বোর্ডের (বোর্ড অব পিস) সদস্যদের নামসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা আগামী কয়েক সপ্তাহে জানানো হবে।’

ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের সম্ভাবনার কথা উল্লেখ থাকায় এ প্রস্তাব ইসরায়েলের ভেতরে বিতর্ক তৈরি করেছে। প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার কর্মসূচি শেষ করলে এবং গাজা পুনর্গঠনকাজ এগিয়ে গেলে ‘ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রগঠনে একটি বিশ্বাসযোগ্য পথ তৈরির পরিস্থিতি সৃষ্টি হতে পারে’। চীনের জাতিসংঘ রাষ্ট্রদূতও ভোটদানে বিরত ছিলেন। রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে তিনিও অভিযোগ করেন, এ প্রস্তাব গাজার ভবিষ্যৎ ব্যবস্থাপনায় জাতিসংঘকে কোনো পরিষ্কার ভূমিকা দেয়নি।

প্রস্তাবে আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সহাবস্থানের একটি রাজনৈতিক দিগন্ত নির্ধারণে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যুক্তরাষ্ট্র সংলাপ শুরু করবে।

ভোটের আগের দিন রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর সরকারের কট্টর দক্ষিণপন্থী মন্ত্রীদের চাপের মুখে বলেন, ‘ইসরায়েল এখনো ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী’। তিনি প্রতিশ্রুতি দেন যে গাজাকে ‘সহজ বা কঠিন উপায়ে’—যেভাবেই হোক নিরস্ত্রীকরণ করা হবে।

back to top