ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
পাকিস্তান আফগান তালেবানদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং এই গোষ্ঠীর কাছ থেকে আর ভালো কিছু আশা করার নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার (২৫ নভেম্বর) এই মন্তব্য করার পাশাপাশি তিনি বিশ্বাস প্রকাশ করেন, পরিস্থিতি অবশেষে এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে শান্তির জন্য আঞ্চলিক প্রতিবেশীরা হস্তক্ষেপ করবে। তিনি সতর্ক করেন যে, ‘এতে বেশি সময় লাগবে না; অন্যথায়, তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তাদের সম্পূর্ণ বিচ্ছিন্নতা শেষ পর্যন্ত পতনের দিকে পরিচালিত করবে।’
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান প্রতিবেশী দেশটিতে মঙ্গলবার রাতে বোমা হামলা চালিয়েছে। খোস্ত প্রদেশে বোমা হামলা এবং কুনার ও পাকটিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি পোস্টে জানান।
তবে জিও নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে দুটি জিনিসই অস্তিত্বহীন। কারণ প্রতিশোধ নেওয়ার আগে আমরা অন্তত প্রতিক্রিয়া জানাই। কিন্তু বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা আমাদের মোটেও আচরণ নয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের একটি সুশৃঙ্খল বাহিনী আছে যার ঐতিহ্য এবং আচরণবিধি আছে। আমরা তালেবানদের মতো কোনো উগ্র গোষ্ঠী নই, যাদের আচরণবিধি নেই, ধর্ম নেই বা ঐতিহ্য নেই।’ এর আগে মঙ্গলবার আফগানিস্তান দাবি জানায়, পাকিস্তান তাদের তিনটি প্রদেশে হামলা চালিয়েছে। গত কয়েক মাস থেকেই সীমান্ত উত্তেজনা নিয়ে দুই দেশে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে।
খাজা আসিফ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না সব সীমা লঙ্ঘন করা হয় ততক্ষণ পর্যন্ত আশা রাখা উচিত। কিন্তু আজ, আমরা তাদের সম্পূর্ণরূপে বাতিল করে দিচ্ছি এবং তাদের কাছ থেকে আমাদের কোনো ভালো আশা নেই।’ তিনি জানান, আফগানিস্তান সফর করার পর তিনি নিজেই তাদের স্বাগত জানিয়েছেন, কিন্তু ‘আমি মনে করি না যে আমরা এই সফর থেকে কোনো লাভ, সাফল্য বা তাদের আচরণে কোনো পরিবর্তন পেয়েছি; তাদের মনোভাবেরও কোনো পরিবর্তন হয়নি।’ প্রতিরক্ষামন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, আফগান তালেবানরা শেষ পর্যন্ত ‘তাদের নিজস্ব দেশকে ধ্বংস করছে।’
আসিফ বলেন, তুরস্ক, ইরান এবং কাতারসহ পাকিস্তানের শুভাকাঙ্ক্ষীরা আঞ্চলিক শান্তির প্রতি আহ্বান জানাচ্ছেন। তাদের যুক্তি, এটি সকলের জন্য উপকারী হবে এবং আফগানসহ সকলের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। এদিকে তিনি আরও বলেন, আফগান তালেবানরা যেভাবেই হোক ভারতের সাথে বাণিজ্য করতে চাইলে তাদের স্বাগত জানানো হবে, পাকিস্তান এতে ‘কোনো পরোয়া করে না।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
পাকিস্তান আফগান তালেবানদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং এই গোষ্ঠীর কাছ থেকে আর ভালো কিছু আশা করার নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার (২৫ নভেম্বর) এই মন্তব্য করার পাশাপাশি তিনি বিশ্বাস প্রকাশ করেন, পরিস্থিতি অবশেষে এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে শান্তির জন্য আঞ্চলিক প্রতিবেশীরা হস্তক্ষেপ করবে। তিনি সতর্ক করেন যে, ‘এতে বেশি সময় লাগবে না; অন্যথায়, তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তাদের সম্পূর্ণ বিচ্ছিন্নতা শেষ পর্যন্ত পতনের দিকে পরিচালিত করবে।’
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান প্রতিবেশী দেশটিতে মঙ্গলবার রাতে বোমা হামলা চালিয়েছে। খোস্ত প্রদেশে বোমা হামলা এবং কুনার ও পাকটিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি পোস্টে জানান।
তবে জিও নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে দুটি জিনিসই অস্তিত্বহীন। কারণ প্রতিশোধ নেওয়ার আগে আমরা অন্তত প্রতিক্রিয়া জানাই। কিন্তু বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা আমাদের মোটেও আচরণ নয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের একটি সুশৃঙ্খল বাহিনী আছে যার ঐতিহ্য এবং আচরণবিধি আছে। আমরা তালেবানদের মতো কোনো উগ্র গোষ্ঠী নই, যাদের আচরণবিধি নেই, ধর্ম নেই বা ঐতিহ্য নেই।’ এর আগে মঙ্গলবার আফগানিস্তান দাবি জানায়, পাকিস্তান তাদের তিনটি প্রদেশে হামলা চালিয়েছে। গত কয়েক মাস থেকেই সীমান্ত উত্তেজনা নিয়ে দুই দেশে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে।
খাজা আসিফ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না সব সীমা লঙ্ঘন করা হয় ততক্ষণ পর্যন্ত আশা রাখা উচিত। কিন্তু আজ, আমরা তাদের সম্পূর্ণরূপে বাতিল করে দিচ্ছি এবং তাদের কাছ থেকে আমাদের কোনো ভালো আশা নেই।’ তিনি জানান, আফগানিস্তান সফর করার পর তিনি নিজেই তাদের স্বাগত জানিয়েছেন, কিন্তু ‘আমি মনে করি না যে আমরা এই সফর থেকে কোনো লাভ, সাফল্য বা তাদের আচরণে কোনো পরিবর্তন পেয়েছি; তাদের মনোভাবেরও কোনো পরিবর্তন হয়নি।’ প্রতিরক্ষামন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, আফগান তালেবানরা শেষ পর্যন্ত ‘তাদের নিজস্ব দেশকে ধ্বংস করছে।’
আসিফ বলেন, তুরস্ক, ইরান এবং কাতারসহ পাকিস্তানের শুভাকাঙ্ক্ষীরা আঞ্চলিক শান্তির প্রতি আহ্বান জানাচ্ছেন। তাদের যুক্তি, এটি সকলের জন্য উপকারী হবে এবং আফগানসহ সকলের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। এদিকে তিনি আরও বলেন, আফগান তালেবানরা যেভাবেই হোক ভারতের সাথে বাণিজ্য করতে চাইলে তাদের স্বাগত জানানো হবে, পাকিস্তান এতে ‘কোনো পরোয়া করে না।’