মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করছেন। তবে তিনি তৃতীয় বিশ্বের দেশ বলে কাদের বুঝিয়েছেন, সেটি পরিষ্কার করেননি। ওয়াশিংটনে একজন আফগান নাগরিক দুজন ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করেছেন বলে অভিযোগ ওঠার এক দিন পর গতকাল বৃহস্পতিবার ট্রাম্প এ ঘোষণা দিলেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবো। ওয়াশিংটন ডিসিতে এ হামলার জন্য ট্রাম্প পূর্বসূরি জো বাইডেন আমলের নিরাপত্তা যাচাই-বাছাইয়ের ব্যর্থতাকে দায় দিচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন এ প্রেসিডেন্ট কোনো দেশের নাম নেননি, ‘তৃতীয় বিশ্বের দেশ’ বা ‘স্থায়ীভাবে বন্ধ’ বলতে তিনি কী বুঝিয়েছেন তাও খোলাসা করেননি। বাইডেন প্রশাসনের সময় যারা যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার সুযোগ পেয়েছেন তাদের থাকার অনুমতি বাতিলেরও হুমকি দিয়েছেন তিনি।
‘মার্কিন ব্যবস্থাপনাকে রোগ থেকে পুরোপুরি সেরে ওঠার সুযোগ করে দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করবো আমি, বাইডেন অবৈধভাবে যে লাখ লাখ অভিবাসীকে ঢুকিয়েছে তাদের অনুমোদন বাতিল করবো- এর মধ্যে তারাও আছে যারা ঘুমন্ত জো বাইডেনের অটো পেনের খোঁচায় সুযোগ পেয়েছে, তাদেরকে সরিয়ে নেবো যারা যুক্তরাষ্ট্রের জন্য সম্পদ বলে বিবেচিত হবে না,’ ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেছেন ট্রাম্প।
‘নাগরিক-নন’ এমন ব্যক্তিদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সব সুযোগ-সুবিধা ও ভর্তুকি বাতিল করবেন বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের শান্তি-শৃঙ্খলায় ব্যাঘাত ঘটাবে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে এবং যে বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রের ওপর বোঝা কিংবা নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়াবে বা ‘পশ্চিমা সভ্যতার সঙ্গে খাপ খাবে না’ তাদের ফেরত পাঠানো হবে, বলেছেন তিনি।
হোয়াইট হাউজের কাছে আচমকা এক হামলায় এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প আগে আফগান নাগরিকদের অভিবাসন কর্মসূচির ওপর খড়গহস্ত হয়েছিলেন। ওই হামলা এক আফগান নাগরিকই সংঘটিত করেছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। হামলায় ন্যাশনাল গার্ডের আরেক সদস্যও গুলিবিদ্ধ হয়েছিলেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টের আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছিলেন, বাইডেন প্রশাসনের আমলে শরণার্থী মর্যাদা পাওয়া ব্যক্তি ও গ্রিনকার্ড পাওয়া ১৯ দেশের নাগরিকদের বিস্তৃত যাচাই-বাছাইয়ের আওতায় আনতে ট্রাম্প নির্দেশ দিয়েছেন।
সন্দেহভাজন যে বন্দুকধারী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের ওপর হামলায় জড়িত, তিনি চলতি বছর ট্রাম্প প্রশাসনের অধীনেই যুক্তরাষ্ট্রে শরণার্থী মর্যাদা পেয়েছেন বলে মার্কিন সরকারি নথিতে দেখা যাচ্ছে। রয়টার্স ওই নথি দেখেছে। পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২১ সালে যুক্তরাষ্ট্রে যাওয়া ২৯ বছর বয়সী রাহমানুল্লাহ লাকানওয়াল আফগানিস্তানে থাকাকালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে কাজ করেছিলেন বলেও একাধিক পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করছেন। তবে তিনি তৃতীয় বিশ্বের দেশ বলে কাদের বুঝিয়েছেন, সেটি পরিষ্কার করেননি। ওয়াশিংটনে একজন আফগান নাগরিক দুজন ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করেছেন বলে অভিযোগ ওঠার এক দিন পর গতকাল বৃহস্পতিবার ট্রাম্প এ ঘোষণা দিলেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবো। ওয়াশিংটন ডিসিতে এ হামলার জন্য ট্রাম্প পূর্বসূরি জো বাইডেন আমলের নিরাপত্তা যাচাই-বাছাইয়ের ব্যর্থতাকে দায় দিচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন এ প্রেসিডেন্ট কোনো দেশের নাম নেননি, ‘তৃতীয় বিশ্বের দেশ’ বা ‘স্থায়ীভাবে বন্ধ’ বলতে তিনি কী বুঝিয়েছেন তাও খোলাসা করেননি। বাইডেন প্রশাসনের সময় যারা যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার সুযোগ পেয়েছেন তাদের থাকার অনুমতি বাতিলেরও হুমকি দিয়েছেন তিনি।
‘মার্কিন ব্যবস্থাপনাকে রোগ থেকে পুরোপুরি সেরে ওঠার সুযোগ করে দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করবো আমি, বাইডেন অবৈধভাবে যে লাখ লাখ অভিবাসীকে ঢুকিয়েছে তাদের অনুমোদন বাতিল করবো- এর মধ্যে তারাও আছে যারা ঘুমন্ত জো বাইডেনের অটো পেনের খোঁচায় সুযোগ পেয়েছে, তাদেরকে সরিয়ে নেবো যারা যুক্তরাষ্ট্রের জন্য সম্পদ বলে বিবেচিত হবে না,’ ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেছেন ট্রাম্প।
‘নাগরিক-নন’ এমন ব্যক্তিদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সব সুযোগ-সুবিধা ও ভর্তুকি বাতিল করবেন বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের শান্তি-শৃঙ্খলায় ব্যাঘাত ঘটাবে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে এবং যে বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রের ওপর বোঝা কিংবা নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়াবে বা ‘পশ্চিমা সভ্যতার সঙ্গে খাপ খাবে না’ তাদের ফেরত পাঠানো হবে, বলেছেন তিনি।
হোয়াইট হাউজের কাছে আচমকা এক হামলায় এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প আগে আফগান নাগরিকদের অভিবাসন কর্মসূচির ওপর খড়গহস্ত হয়েছিলেন। ওই হামলা এক আফগান নাগরিকই সংঘটিত করেছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। হামলায় ন্যাশনাল গার্ডের আরেক সদস্যও গুলিবিদ্ধ হয়েছিলেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টের আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছিলেন, বাইডেন প্রশাসনের আমলে শরণার্থী মর্যাদা পাওয়া ব্যক্তি ও গ্রিনকার্ড পাওয়া ১৯ দেশের নাগরিকদের বিস্তৃত যাচাই-বাছাইয়ের আওতায় আনতে ট্রাম্প নির্দেশ দিয়েছেন।
সন্দেহভাজন যে বন্দুকধারী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের ওপর হামলায় জড়িত, তিনি চলতি বছর ট্রাম্প প্রশাসনের অধীনেই যুক্তরাষ্ট্রে শরণার্থী মর্যাদা পেয়েছেন বলে মার্কিন সরকারি নথিতে দেখা যাচ্ছে। রয়টার্স ওই নথি দেখেছে। পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২১ সালে যুক্তরাষ্ট্রে যাওয়া ২৯ বছর বয়সী রাহমানুল্লাহ লাকানওয়াল আফগানিস্তানে থাকাকালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে কাজ করেছিলেন বলেও একাধিক পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।