alt

ইসরায়েলিদের বাধায় নিজেদের জমিতে যেতে পারেন না ফিলিস্তিনিরা

বিপর্যয়ে জলপাইশিল্প

বিদেশী সংবাদ মাধ্যম : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কৃষকদের জীবনে এবার নেমে এসেছে এক ভয়াবহ বিপর্যয়। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিরন্তর আক্রমণ, জমিতে প্রবেশে সামরিক নিষেধাজ্ঞা ও খরা- এই তিনের সম্মিলিত প্রভাবে ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী জলপাই ফসল সংগ্রহ অতীতের সব রেকর্ড ভেঙে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে। শত শত বছর ধরে যে জলপাই ফিলিস্তিনি সমাজের মেরুদণ্ড ও জীবিকার উৎস, তা আজ চরম সংকটের মুখে।

দেইর আম্মার গ্রামের উসমান বাদাহা পরিবারের মতো অনেকেই আজ অসহায়। যে জমি থেকে প্রজন্ম ধরে তাঁরা ফসল তুলেছেন, গান গেয়েছেন এবং পিকনিক করেছেন, এখন তাঁরা সেই জমিতে যেতে পারছেন না। সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের লাগাতার হুমকি এবং ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া বারবার ‘সামরিক এলাকা বন্ধ’ এমন নির্দেশের কারণে ফিলিস্তিনিদের জলপাইবাগানগুলো কাটা যায়নি, ছাঁটা যায়নি। ফলে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে।

৬৭ বছর বয়সী ফিলিস্তিনি ইউসুফ দার আল-মুসা বলেন, তাঁর ৪৫০টির বেশি জলপাইগাছ থাকা জমিতে প্রবেশ করতে গেলে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা তাঁকে বন্দুকের বাট দিয়ে পিটিয়েছে। তাদের বেধড়ক পিটুনিতে তিনি গুরুতর আহত হয়েছেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘এই জমি আমার। আমি আমার বাবা, দাদা, তাঁর দাদার কাছ থেকে পেয়েছি। তোমরা কে, কোথা থেকে এসেছ?’

ইউসুফের পরিবারের আয়ের প্রধান উৎস ছিল জলপাই তেল বিক্রি। কিন্তু এই বছর তাঁর কোনো জলপাই তেল নেই। তিনি জানান, ‘জমি আমাদের জীবন...ফসল না তুলতে পারলে আমরা মরে যাব।’

দখল ও অর্থনৈতিক পতন: ইসরায়েলি দখলদারত্বের ফলে অবৈধ ইহুদি বসতি স্থাপনের জন্য ফিলিস্তিনি কৃষিজমি ক্রমশ দখল করে চলেছে ইসরায়েলি বাহিনী।স্থানীয়দের মতে, ইসরায়েলি সামরিক বাহিনীর সহায়তায় বসতি স্থাপনকারীরা দেইর আম্মার গ্রামের আশপাশে প্রায় সাত হাজার ডুনাম (প্রায় ১ হাজার ৭৩০ একর) জমি দখল করে নিয়েছে। ইজ্জত উসমান (৭২) জানান, বসতি স্থাপনকারীরা তাঁর ৩৮ একর জমি কেড়ে নিয়েছে এবং তাঁর সব গাছ কেটে ফেলেছে।

গাজায় ইসরায়েলি নৃশংসতা শুরুর পর ইসরায়েল পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ইসরায়েলে শ্রমিক হিসেবে কাজের অনুমতি বাতিল করে দেয়। ফলে কৃষির ওপর ফিলিস্তিনিদের নির্ভরশীলতা বৃদ্ধি পায়। কিন্তু ঠিক তখনই সামরিক বাহিনী পুরো উপত্যকাকে ‘সামরিক এলাকা’ ঘোষণা করে কৃষকদের আয়ের পথ বন্ধ করে দেয়।

অক্টোবর ও নভেম্বরে দেইর আম্মারের তেলের ঘানি অন্যান্য বছর এই মৌসুমে ২৪ ঘণ্টা চলত। প্রতিদিন ১ হাজার থেকে ২ হাজার টিন (প্রতি টিন ১০ লিটার) তেল উৎপাদন করত। এবার সব তেলের ঘানি নীরব। পুরো গ্রামের মোট উৎপাদন মাত্র ৩০ টিনের কাছাকাছি।

অবৈধ বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর সম্মিলিত হামলা: ইউএন অফিস ফর দ্য কো–অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) তথ্যানুযায়ী, ১ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে ফসল সংগ্রহের সময় বসতি স্থাপনকারীদের ১৬৭টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। আক্রান্ত গ্রামের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা হামলায় নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে। তারা ফিলিস্তিনিদের জমিতে পৌঁছাতে দেখলেই সেনা সদস্যদের ফোন করে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই সেনা এসে এলাকাটিকে ‘সামরিক এলাকা’ উল্লেখ করে ফিলিস্তিনিদের চলাচল বন্ধ ঘোষণা করে এবং কৃষকদের তাড়িয়ে দেয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে, অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ও সেনারা একযোগে কাজ করছে, এটি খুবই স্পষ্ট। ঘাসসান নাজ্জার নামের এক কৃষক অ্যাকটিভিস্ট বলেন, মাঝেমধ্যে সামরিক বাহিনী ভুল তারিখ বা স্থানের সামরিক আদেশ দিয়ে কৃষকদের হয়রানি করে। তিনি গর্বের সঙ্গে বলেন, ‘ইসরায়েলি সেনারা এলে আপনি পালিয়ে যান...কিন্তু আমি কেন মর্যাদাছাড়া মরব?’

শুধু ভূমি দখল নয়, ডাকাতি ও ধ্বংসযজ্ঞও চালিয়ে যাচ্ছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। তারা কেবল ফসল সংগ্রহে বাধা দিচ্ছে না, তারা বাগান থেকে জলপাই, ত্রিপল এবং অন্যান্য সরঞ্জামও চুরি করে নিয়ে যাচ্ছে। এমনকি ভয় দেখিয়ে কৃষকদের সরিয়ে দেওয়ার পর তারা নিজেদের গরু ছেড়ে দেয়, যাতে সেগুলো বাগানের ফসল খেয়ে ফেলে।

জলপাই তেলের অভাব ও সামাজিক সংকট: এই বছর ফিলিস্তিনে জলপাই তেল উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চলতি বছর উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। গবেষকদের প্রাথমিক অনুমান, এ বছর মাত্র ৭ হাজার থেকে ৮ হাজার টন জলপাই তেল উৎপাদিত হতে পারে। এই পরিমাণ হবে গত বছরের উৎপাদনের মাত্র এক-চতুর্থাংশ। স্বাভাবিক বার্ষিক গড় উৎপাদন ২২ হাজার ৫০০ টন।

এ অবস্থায় জলপাই তেলের দাম হু হু করে বাড়ছে। সবচেয়ে কম উৎপাদনের কারণে ফিলিস্তিনিদের খাদ্যের প্রধান উপকরণ জলপাই তেলের দাম আকাশ ছুঁয়েছে। উসমান পরিবারের সদস্যরা প্রতি বেলাতেই জলপাই তেল খেতেন। তাঁরাও এখন তেলের ব্যবহার কমাচ্ছেন। জলপাইগাছকে নিশানা করে কৃষকদের ওপর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার কারণে ফিলিস্তিনিদের সামাজিক বাঁধনও দুর্বল হয়ে পড়ছে। গবেষকেরা সতর্ক করে দিয়ে বলেছেন, জলপাই সংগ্রহ ফিলিস্তিনিদের সামাজিক বন্ধনের তিনটি প্রধান স্তম্ভের (ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ) একটি। এটি এমন একটি সময় যখন পারিবারিক বিবাদ ভুলে সবাই একত্র হয়। এই ফসল সংগ্রহ ব্যাহত হলে ফিলিস্তিনি সমাজের সেই বন্ধনও ক্ষতিগ্রস্ত হবে।

অসময়ে গাছ ছাঁটা, সার দেওয়া ও পরিচর্যা করতে না পারায় জলপাইগাছ নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, কৃষকেরা বারবার তাঁদের জমিতে পৌঁছাতে না পারলে জলপাইগাছগুলো মরে যাবে। ফলে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষে ওই জমি সম্পূর্ণভাবে দখল করা আরও সহজ হয়ে উঠবে। ফিলিস্তিনি বৃদ্ধ ইজ্জত উসমান বলেন, ‘আমার ৭২ বছর। এই বছরের ফসল সংগ্রহকে আমার দেখা সবচেয়ে খারাপ বলে মনে হচ্ছে।’

আলী বাদানহার স্ত্রী কিফাহ বিষণ্ন হাসি নিয়ে বলেন, ‘আমাদের সারা জীবন এই মাটি চাষ করেই কেটেছে। কিন্তু এখন আমি শুধু কষ্ট পাই জমিটির দিকে তাকিয়ে। আমার জীবন শূন্য মনে হয়।’ কিফাহ বলেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে তাঁরা তাঁদের জমিতে যাওয়ার চেষ্টা করেন। তাঁরা যখন ইসরায়েলি সেনাবাহিনীর অবরোধ করে রাখা রাস্তায় পৌঁছালেন, সেখানে দেখেন পাথরভর্তি টায়ার দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। আলী ইসরায়েলি সেনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। তিনি কাকুতি-মিনতি করে তাঁদের জলপাইবাগানে যাওয়ার অনুমতি চাইলেন। এই ফাঁকে কিফাহ (আলীর স্ত্রী) টায়ারগুলো সরানোর কাজ শুরু করলেন।

কিন্তু যেই না কিফাহ তৃতীয় টায়ারটি সরালেন, সঙ্গে সঙ্গে সেখানে লুকিয়ে রাখা একটি ছোট বিস্ফোরণ ঘটল। কিফাহ ছিটকে পেছনে পড়ে গেলেন এবং জ্ঞান হারালেন। পরে বিষাদের সঙ্গে কিফাহ বলেন, ‘জলপাই তুলতে গেলেই আমাদের সঙ্গে এমনটা করা হচ্ছে।’

নিজের জমিতে যেতে না পারায় আলী একদিন সকালে তাঁর চাচাতো ভাই ইসমাইলের বারান্দায় এসে একটি চেয়ারে এলিয়ে পড়লেন। নীরবে চা পান করতে করতে তিনি ফসলের অপেক্ষায় থাকা গাছগুলোর দিকে তাকিয়ে রইলেন। ইসমাইল দেখলেন, তাঁর ছোট ভাগনে-ভাইপোরা চুপচাপ তাঁদের পাশে বারান্দায় বসে আছে। তিনি ভাবতে ভাবতে বললেন, ‘জলপাই ছাড়া ফিলিস্তিনি কী? জমি ছাড়া কৃষক (ফেল্লাহ) কী?’ ইসমাইল বলে উঠলেন, ‘কিছুই না। কিছুই না। এই জমিই আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ।’

ছবি

মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

ছবি

তেল, প্রতিরক্ষা, ভূরাজনীতি: কেন ভারত সফর করছেন পুতিন

ছবি

পাকিস্তানে ২১ বছরে সর্বোচ্চ বেকারত্ব

ছবি

ঘূর্ণিঝড় ডিটওয়ারে শ্রীলঙ্কায় অন্তত ৪১০ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩৬

ছবি

ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য খোলা হবে রাফা ক্রসিং

ছবি

ইউক্রেন নিয়ে রুশ-মার্কিন বৈঠকে সমঝোতা হয়নি

ছবি

১৯টি দেশ থেকে অভিবাসন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

ছবি

এশিয়ার কিছু অংশে ঝড়-বন্যা-ভূমিধস কেন ভয়াবহ রূপ নিয়েছে

ছবি

আফগানিস্তানে হত্যায় অভিযুক্ত ব্যক্তির জনসম্মুখে ফাঁসি কার্যকর

ছবি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে নামছেন ইমরান খানের নেতা-কর্মীরা

ছবি

স্মার্টফোনে সরকারি অ্যাপ প্রি-ইনস্টল বাধ্যতামূলক করছে ভারত

ছবি

ট্রাম্প কি ভেনেজুয়েলায় হামলার প্রস্তুতি নিচ্ছেন

ছবি

ঘূর্ণিঝড় দিতওয়া: শ্রীলঙ্কায় মৃত্যু বেড়ে ৩৫৫, নিখোঁজ ৩৬৬

ছবি

ভেনেজুয়েলায় ‘মাদক যুদ্ধের’ দামামা, দণ্ডিত কোকেন পাচারকারীকে ট্রাম্পের ক্ষমা

ছবি

চরম উত্তেজনার মধ্যে ট্রাম্প-মাদুরোর ফোনালাপ

ছবি

জর্জিয়ায় বিক্ষোভ দমনে প্রথম বিশ্বযুদ্ধের বিষাক্ত রাসায়নিক প্রয়োগ

ছবি

‘যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেনের ফলপ্রসূ আলোচনা, আরো কাজ বাকি’

ছবি

এশিয়াজুড়ে বন্যা-ভূমিধসের তা-ব, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

ছবি

নামেই যুদ্ধবিরতি, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০ হাজার ছাড়ালো

ছবি

‘ডেথ সেলে’ ইমরান খানের নিঃসঙ্গ বন্দিজীবন

ছবি

হোয়াইট হাউস ছাপিয়ে বিশাল সাংস্কৃতিক কেন্দ্র বানালো উজবেকিস্তান

ছবি

যুক্তরাষ্ট্রে তৃতীয় বিশ্বের অভিবাসন স্থগিত, কী প্রভাব পড়বে

ছবি

আফগানদের জন্য ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ভারতের অনুমতি মেলেনি, ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য বুড়িমারীতে আটকা

ছবি

বাইডেনকে দুষলেও সন্দেহভাজন আফগান নাগরিকের আশ্রয়-আবেদনে অনুমোদন দিয়েছিল ট্রাম্প প্রশাসন

ছবি

মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলায় সব আরোহী নিহত

ছবি

হংকংয়ে মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা, নিহতদের স্মরণে শোক

ছবি

৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ছবি

দুর্নীতিবিরোধী অভিযানের পর জেলেনস্কির শীর্ষ সহকারীকে অপসারণ

ছবি

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো

ছবি

এয়ারবাসের ৬ হাজার বিমানের সফটওয়্যার আপডেটের নির্দেশনা

ছবি

হংকংয়ে আগুনে নিহত বেড়ে ১২৮, উদ্ধার তৎপরতা চলছে

ছবি

ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে তথ্য দিচ্ছে না কর্তৃপক্ষ, অবস্থান কর্মসূচি

ছবি

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন ট্রাম্প

ছবি

আসামে বহুবিবাহ নিষিদ্ধ করে ‘বিতর্কিত’ বিল পাস

ছবি

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় এখনো গণহত্যা চলছে

tab

ইসরায়েলিদের বাধায় নিজেদের জমিতে যেতে পারেন না ফিলিস্তিনিরা

বিপর্যয়ে জলপাইশিল্প

বিদেশী সংবাদ মাধ্যম

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কৃষকদের জীবনে এবার নেমে এসেছে এক ভয়াবহ বিপর্যয়। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিরন্তর আক্রমণ, জমিতে প্রবেশে সামরিক নিষেধাজ্ঞা ও খরা- এই তিনের সম্মিলিত প্রভাবে ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী জলপাই ফসল সংগ্রহ অতীতের সব রেকর্ড ভেঙে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে। শত শত বছর ধরে যে জলপাই ফিলিস্তিনি সমাজের মেরুদণ্ড ও জীবিকার উৎস, তা আজ চরম সংকটের মুখে।

দেইর আম্মার গ্রামের উসমান বাদাহা পরিবারের মতো অনেকেই আজ অসহায়। যে জমি থেকে প্রজন্ম ধরে তাঁরা ফসল তুলেছেন, গান গেয়েছেন এবং পিকনিক করেছেন, এখন তাঁরা সেই জমিতে যেতে পারছেন না। সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের লাগাতার হুমকি এবং ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া বারবার ‘সামরিক এলাকা বন্ধ’ এমন নির্দেশের কারণে ফিলিস্তিনিদের জলপাইবাগানগুলো কাটা যায়নি, ছাঁটা যায়নি। ফলে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে।

৬৭ বছর বয়সী ফিলিস্তিনি ইউসুফ দার আল-মুসা বলেন, তাঁর ৪৫০টির বেশি জলপাইগাছ থাকা জমিতে প্রবেশ করতে গেলে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা তাঁকে বন্দুকের বাট দিয়ে পিটিয়েছে। তাদের বেধড়ক পিটুনিতে তিনি গুরুতর আহত হয়েছেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘এই জমি আমার। আমি আমার বাবা, দাদা, তাঁর দাদার কাছ থেকে পেয়েছি। তোমরা কে, কোথা থেকে এসেছ?’

ইউসুফের পরিবারের আয়ের প্রধান উৎস ছিল জলপাই তেল বিক্রি। কিন্তু এই বছর তাঁর কোনো জলপাই তেল নেই। তিনি জানান, ‘জমি আমাদের জীবন...ফসল না তুলতে পারলে আমরা মরে যাব।’

দখল ও অর্থনৈতিক পতন: ইসরায়েলি দখলদারত্বের ফলে অবৈধ ইহুদি বসতি স্থাপনের জন্য ফিলিস্তিনি কৃষিজমি ক্রমশ দখল করে চলেছে ইসরায়েলি বাহিনী।স্থানীয়দের মতে, ইসরায়েলি সামরিক বাহিনীর সহায়তায় বসতি স্থাপনকারীরা দেইর আম্মার গ্রামের আশপাশে প্রায় সাত হাজার ডুনাম (প্রায় ১ হাজার ৭৩০ একর) জমি দখল করে নিয়েছে। ইজ্জত উসমান (৭২) জানান, বসতি স্থাপনকারীরা তাঁর ৩৮ একর জমি কেড়ে নিয়েছে এবং তাঁর সব গাছ কেটে ফেলেছে।

গাজায় ইসরায়েলি নৃশংসতা শুরুর পর ইসরায়েল পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ইসরায়েলে শ্রমিক হিসেবে কাজের অনুমতি বাতিল করে দেয়। ফলে কৃষির ওপর ফিলিস্তিনিদের নির্ভরশীলতা বৃদ্ধি পায়। কিন্তু ঠিক তখনই সামরিক বাহিনী পুরো উপত্যকাকে ‘সামরিক এলাকা’ ঘোষণা করে কৃষকদের আয়ের পথ বন্ধ করে দেয়।

অক্টোবর ও নভেম্বরে দেইর আম্মারের তেলের ঘানি অন্যান্য বছর এই মৌসুমে ২৪ ঘণ্টা চলত। প্রতিদিন ১ হাজার থেকে ২ হাজার টিন (প্রতি টিন ১০ লিটার) তেল উৎপাদন করত। এবার সব তেলের ঘানি নীরব। পুরো গ্রামের মোট উৎপাদন মাত্র ৩০ টিনের কাছাকাছি।

অবৈধ বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর সম্মিলিত হামলা: ইউএন অফিস ফর দ্য কো–অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) তথ্যানুযায়ী, ১ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে ফসল সংগ্রহের সময় বসতি স্থাপনকারীদের ১৬৭টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। আক্রান্ত গ্রামের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা হামলায় নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে। তারা ফিলিস্তিনিদের জমিতে পৌঁছাতে দেখলেই সেনা সদস্যদের ফোন করে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই সেনা এসে এলাকাটিকে ‘সামরিক এলাকা’ উল্লেখ করে ফিলিস্তিনিদের চলাচল বন্ধ ঘোষণা করে এবং কৃষকদের তাড়িয়ে দেয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে, অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ও সেনারা একযোগে কাজ করছে, এটি খুবই স্পষ্ট। ঘাসসান নাজ্জার নামের এক কৃষক অ্যাকটিভিস্ট বলেন, মাঝেমধ্যে সামরিক বাহিনী ভুল তারিখ বা স্থানের সামরিক আদেশ দিয়ে কৃষকদের হয়রানি করে। তিনি গর্বের সঙ্গে বলেন, ‘ইসরায়েলি সেনারা এলে আপনি পালিয়ে যান...কিন্তু আমি কেন মর্যাদাছাড়া মরব?’

শুধু ভূমি দখল নয়, ডাকাতি ও ধ্বংসযজ্ঞও চালিয়ে যাচ্ছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। তারা কেবল ফসল সংগ্রহে বাধা দিচ্ছে না, তারা বাগান থেকে জলপাই, ত্রিপল এবং অন্যান্য সরঞ্জামও চুরি করে নিয়ে যাচ্ছে। এমনকি ভয় দেখিয়ে কৃষকদের সরিয়ে দেওয়ার পর তারা নিজেদের গরু ছেড়ে দেয়, যাতে সেগুলো বাগানের ফসল খেয়ে ফেলে।

জলপাই তেলের অভাব ও সামাজিক সংকট: এই বছর ফিলিস্তিনে জলপাই তেল উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চলতি বছর উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। গবেষকদের প্রাথমিক অনুমান, এ বছর মাত্র ৭ হাজার থেকে ৮ হাজার টন জলপাই তেল উৎপাদিত হতে পারে। এই পরিমাণ হবে গত বছরের উৎপাদনের মাত্র এক-চতুর্থাংশ। স্বাভাবিক বার্ষিক গড় উৎপাদন ২২ হাজার ৫০০ টন।

এ অবস্থায় জলপাই তেলের দাম হু হু করে বাড়ছে। সবচেয়ে কম উৎপাদনের কারণে ফিলিস্তিনিদের খাদ্যের প্রধান উপকরণ জলপাই তেলের দাম আকাশ ছুঁয়েছে। উসমান পরিবারের সদস্যরা প্রতি বেলাতেই জলপাই তেল খেতেন। তাঁরাও এখন তেলের ব্যবহার কমাচ্ছেন। জলপাইগাছকে নিশানা করে কৃষকদের ওপর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার কারণে ফিলিস্তিনিদের সামাজিক বাঁধনও দুর্বল হয়ে পড়ছে। গবেষকেরা সতর্ক করে দিয়ে বলেছেন, জলপাই সংগ্রহ ফিলিস্তিনিদের সামাজিক বন্ধনের তিনটি প্রধান স্তম্ভের (ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ) একটি। এটি এমন একটি সময় যখন পারিবারিক বিবাদ ভুলে সবাই একত্র হয়। এই ফসল সংগ্রহ ব্যাহত হলে ফিলিস্তিনি সমাজের সেই বন্ধনও ক্ষতিগ্রস্ত হবে।

অসময়ে গাছ ছাঁটা, সার দেওয়া ও পরিচর্যা করতে না পারায় জলপাইগাছ নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, কৃষকেরা বারবার তাঁদের জমিতে পৌঁছাতে না পারলে জলপাইগাছগুলো মরে যাবে। ফলে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষে ওই জমি সম্পূর্ণভাবে দখল করা আরও সহজ হয়ে উঠবে। ফিলিস্তিনি বৃদ্ধ ইজ্জত উসমান বলেন, ‘আমার ৭২ বছর। এই বছরের ফসল সংগ্রহকে আমার দেখা সবচেয়ে খারাপ বলে মনে হচ্ছে।’

আলী বাদানহার স্ত্রী কিফাহ বিষণ্ন হাসি নিয়ে বলেন, ‘আমাদের সারা জীবন এই মাটি চাষ করেই কেটেছে। কিন্তু এখন আমি শুধু কষ্ট পাই জমিটির দিকে তাকিয়ে। আমার জীবন শূন্য মনে হয়।’ কিফাহ বলেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে তাঁরা তাঁদের জমিতে যাওয়ার চেষ্টা করেন। তাঁরা যখন ইসরায়েলি সেনাবাহিনীর অবরোধ করে রাখা রাস্তায় পৌঁছালেন, সেখানে দেখেন পাথরভর্তি টায়ার দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। আলী ইসরায়েলি সেনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। তিনি কাকুতি-মিনতি করে তাঁদের জলপাইবাগানে যাওয়ার অনুমতি চাইলেন। এই ফাঁকে কিফাহ (আলীর স্ত্রী) টায়ারগুলো সরানোর কাজ শুরু করলেন।

কিন্তু যেই না কিফাহ তৃতীয় টায়ারটি সরালেন, সঙ্গে সঙ্গে সেখানে লুকিয়ে রাখা একটি ছোট বিস্ফোরণ ঘটল। কিফাহ ছিটকে পেছনে পড়ে গেলেন এবং জ্ঞান হারালেন। পরে বিষাদের সঙ্গে কিফাহ বলেন, ‘জলপাই তুলতে গেলেই আমাদের সঙ্গে এমনটা করা হচ্ছে।’

নিজের জমিতে যেতে না পারায় আলী একদিন সকালে তাঁর চাচাতো ভাই ইসমাইলের বারান্দায় এসে একটি চেয়ারে এলিয়ে পড়লেন। নীরবে চা পান করতে করতে তিনি ফসলের অপেক্ষায় থাকা গাছগুলোর দিকে তাকিয়ে রইলেন। ইসমাইল দেখলেন, তাঁর ছোট ভাগনে-ভাইপোরা চুপচাপ তাঁদের পাশে বারান্দায় বসে আছে। তিনি ভাবতে ভাবতে বললেন, ‘জলপাই ছাড়া ফিলিস্তিনি কী? জমি ছাড়া কৃষক (ফেল্লাহ) কী?’ ইসমাইল বলে উঠলেন, ‘কিছুই না। কিছুই না। এই জমিই আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ।’

back to top