২০২৫ সালে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরে নতুন রেকর্ড

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত সৌদি আরবে ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এক বছরে এত বেশি সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের নজির দেশটির ইতিহাসে আগে দেখা যায়নি। সরকারি ঘোষণার ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরের এই হিসাব নির্ধারিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে গত সোমবার সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর এক সুদানের নাগরিককে হত্যা করার মামলায় দোষী প্রমাণিত তিন সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই তিন ব্যক্তি হলেন আহমেদ বিন আবদুল্লাহ আল-শামরানি, বান্দার বিন মুসা আল-ক্বারনি এবং মাহদি বিন ইয়াহইয়া আওয়াজি। তাঁদের মক্কা অঞ্চলে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এই ঘটনার মাধ্যমে চলতি বছর সৌদি আরবে কার্যকর করা মৃত্যুদণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০ জনে। এর আগে ২০২৪ সালে এক বছরে সর্বোচ্চ ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার রেকর্ড ছিল, যা এবার অতিক্রম করেছে।

২০২৫ সালে যাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাঁদের মধ্যে ২৩২ জনই মাদকসংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হন। এই সংখ্যা মোট মৃত্যুদণ্ড কার্যকরের দুই-তৃতীয়াংশেরও বেশি।

সৌদি আরবে মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড প্রদান এবং তা কার্যকরের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়াই সামগ্রিকভাবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। গত বছরও একই ধরনের প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের তালিকায় চীন ও ইরানের পর সৌদি আরব তৃতীয় অবস্থানে ছিল। ২০২৪ সালে দেশটিতে রেকর্ড ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ১৯৯০ সাল থেকে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিয়মিতভাবে অনুসরণ ও নথিবদ্ধ করা হচ্ছে।

মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞদের মতে, মৃত্যুদণ্ড কার্যকরের এই ঊর্ধ্বগতি সৌদি কর্তৃপক্ষের ২০২৩ সালে শুরু করা মাদকবিরোধী ‘যুদ্ধ’-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই অভিযান মূলত ‘ক্যাপটাগন’ নামের মাদক নিয়ন্ত্রণে আনা এবং অঞ্চলে এর বিস্তার রোধের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সৌদি আরব মধ্যপ্রাচ্যে এই মাদকের অন্যতম বৃহৎ বাজার হিসেবে বিবেচিত। প্রায় তিন বছর স্থগিত থাকার পর ২০২২ সালের শেষ দিক থেকে দেশটি আবার মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড প্রদান এবং তা কার্যকর করা শুরু করে, যার প্রভাব পরবর্তী বছরগুলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি