মঙ্গলের সকালে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল বাংলাদেশ সরকার। সন্ধ্যা গড়াতেই খবর এল, ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে দিল্লি। জানা গেছে নিরাপত্তাজনিত উদ্বেগ ঘিরে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে দিল্লির তরফে।
এর কয়েক ঘণ্টা আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ১৭ ডিসেম্বরও রিয়াজ হামিদুল্লাহকে তলব করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিএম) বি শ্যাম।
সকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে দেশটির নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এসব ঘটনাকে পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।