পারমাণবিক সাবমেরিন থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
সংবাদ ডেস্ক

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

গত মঙ্গলবার বঙ্গোপসাগরে দেশটির সাবমেরিন আইএনএস অরিঘাত থেকে কেএ-৪ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

পরীক্ষা চালানো হয় বিশাখাপত্তম উপকূলের কাছে। এ খবর দিয়েছেএনডিটিভি।

ক্ষেপণাস্ত্রটি সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের সমুদ্রভিত্তিক পরমাণু আঘাত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য কেএ-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ২০২৪ সালের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্র এই তিন মাধ্যম থেকেই পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম সীমিতসংখ্যক দেশের তালিকায় ভারতের অবস্থান আরও দৃঢ় হলো।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তার সামগ্রিক সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি