image

ট্রাম্পের সঙ্গে রোববার বৈঠকের পরিকল্পনা জেলেনস্কির

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
বিনোদন প্রতিবেদক

রাশিয়ার আগ্রাসনের অবসান ঘটাতে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলার মধ্যে আজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনার কথা জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আলোচনা হবে মূলত ২০ দফা শান্তি পরিকল্পনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়গুলোর ভিন্ন ভিন্ন প্রস্তাব নিয়ে।

গতকাল শুক্রবার জেলেনস্কি সাংবাদিকদের বলেন, “২০ দফা শান্তি পরিকল্পনা ৯০ শতাংশ চূড়ান্ত হয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে সবকিছু ১০০ ভাগ প্রস্তুত, সেটি নিশ্চিত করা।”

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “আমরা একটি দিনও নষ্ট করছি না। আমরা সর্বোচ্চ পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠক করতে রাজি হয়েছি। নতুন বছর আসার আগেই অনেক কিছু নির্ধারিত হয়ে যেতে পারে।”

এবছর ট্রাম্পের সঙ্গে কয়েকবারই জেলেনস্কির বৈঠক হয়েছে। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠকটি তীব্র বাকবিতণ্ডায় ভেস্তে যায়। তবে অতিসম্প্রতি অক্টোবরে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকটি অনেকটাই সৌহার্দপূর্ণ ছিল।

এবার ট্রাম্পের সঙ্গে আজ জেলেনস্কির বৈঠকের বিষয়টি নির্ধারিত হওয়ার খবর এল ট্রাম্পের প্রধান আলোচক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা কুশনারের সঙ্গে জেলেনস্কির দীর্ঘ একঘণ্টার ফোনালাপের পর।

এই সংলাপে ‘নতুন কিছু ধারণা’ উঠে এসেছে যা সত্যিকারের শান্তির কাছাকাছি যেতে সহায়ক হতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি।

সোশাল মিডিয়া পোস্টে তিনি বলেন, “আমরা কাজের নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি।

সত্যিকারের শান্তিকে কীভাবে কাছে আনা যায় সে বিষয়ে আলোচনার কাঠামো, বৈঠক এবং সময়সূচি নিয়ে কিছু নতুন ধারণা এসেছে।”

এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করার আশা প্রকাশ করেছিলেন জেলেনস্কি। এবার তিনি বৈঠকের তারিখও জানালেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পারমাণবিক সাবমেরিন থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

সম্প্রতি