image

ইয়েমেনে স্বাধীনতার ঘোষণা দিলো বিচ্ছিন্নতাবাদী এসটিসি

এ ঘোষণার পরপরই সংযুক্ত আরব আমিরাত তাদের সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে

শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬
বিদেশী সংবাদ মাধ্যম

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের তরফে সংবিধান ঘোষণা করা হয়েছে; সেই সঙ্গে উত্তর ইয়েমেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার প্রশ্নে গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্কাই নিউজ লিখেছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) এ পদক্ষেপটি বাস্তবে কার্যকর করা সম্ভব হবে নাকি এটি কেবলই প্রতীকী ঘোষণা, তা এখনো স্পষ্ট নয়।

তবে এ ঘোষণা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সৌদি আরব সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে।

বিচ্ছিন্নতাবাদীদের ঘোষণার পরপরই সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন থেকে তাদের সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ।

গত মাসে এসটিসি যোদ্ধারা সৌদি সমর্থিত বাহিনীর কাছ থেকে দক্ষিণের দুটি প্রদেশের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় এবং প্রধান শহর এডেনের প্রেসিডেন্সিয়াল প্যালেস দখল করে। এর ফলে ইয়েমেন সরকার সেখান থেকে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হয়।

একজন বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তা জানান, শুক্রবার হাজরামাউত প্রদেশে সৌদি যুদ্ধবিমান এসটিসি’র ক্যাম্প এবং সামরিক স্থাপনা বোমা হামলা চালিয়েছে। এর আগে সৌদি সমর্থিত যোদ্ধারা ওই স্থাপনাগুলো দখলের চেষ্টা করেছিল।

এ বিমান হামলায় সৌদি আরবের সবশেষ পদক্ষেপ জানিয়ে স্কাই নিউজ লিখেছে, গত কয়েক সপ্তাহ ধরে দেশটি এসটিসি বাহিনীর ওপর বোমা হামলা চালিয়ে আসছে। এসটিসি বলছে, তাদের জন্য পাঠানো আমিরাতি অস্ত্রের একটি চালানেও আঘাত হেনেছে সৌদি আরব।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের মিত্ররা এতদিন সৌদি নেতৃত্বাধীন জোটের হয়ে উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছিল। এক দশক ধরে চলা এ গৃহযুদ্ধ আরব বিশ্বের দরিদ্রতম দেশটিকে পর্যদুস্ত করে দিয়েছে।

এই জোটের মূল লক্ষ্য ছিল হুথি বিতাড়িত সরকারকে পুনরায় ক্ষমতায় বসানো। কিন্তু জোটের অভ্যন্তরীণ উপদল এবং দুই উপসাগরীয় রাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় এখন সেই জোট ভেঙে পড়ার আশঙ্কা তৈরি করেছে।

এসটিসি প্রধান আইদারুস আল-জুবেদি শুক্রবার একটি ভিডিও বার্তায় বলেন, এই সংবিধান দুই বছরের জন্য কার্যকর থাকবে। এরপর ‘দক্ষিণের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের’ প্রশ্নে একটি গণভোট অনুষ্ঠিত হবে।

“এই দুই বছরে উত্তর ও দক্ষিণ ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি সংলাপ হওয়া উচিত, যা দক্ষিণের মানুষের অধিকারের পথ ও প্রক্রিয়া নিশ্চিত করবে।”

৩০ অনুচ্ছেদের এই সংবিধানে ‘স্টেট অব সাউথ অ্যারাবিয়া’ গঠনের কথা বলা হয়েছে।

প্রস্তাবিত রাষ্ট্রটি মূলত ১৯৬৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টিকে থাকা পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেনের সীমানাকেই নির্দেশ করে।

স্কাই নিউজ লিখেছে, এ ঘোষণার বাস্তািবক প্রভাব কী হবে তা এখনো স্পষ্ট নয়। ঘোষণাটি বিচ্ছিন্নতাবাদী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের বাকি অংশগুলোর মধ্যে একটি পূর্ণাঙ্গ সংঘাত এড়ানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তাদের নীতি সবসময়ই আবেগের চেয়ে আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়।

ইয়েমেনে সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের এক্স পোস্টে লিখেছেন, রিয়াদ কয়েক সপ্তাহ ধরে এসটিসি’কে উত্তেজনা কমাতে এবং হাজরামাউত ও মাহরা ছেড়ে চলে যেতে রাজি করানোর চেষ্টা করেছে। কিন্তু আইদারুস আল-জুবেদি ধারাবাহিকভাবে একগুঁয়েমি করে চলেছেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি