image

ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র

রোববার, ০৪ জানুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার ক্ষমতায় যুক্তরাষ্ট্র থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কয়েকমাস ধরে চলমান ওয়াশিংটন-কারাকাস উত্তেজনার পর ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। তুলে নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। স্থানীয় সময় শনিবার তারা নিউইয়র্কে পৌঁছান। তবে মাদুরোকে কীভাবে ধরা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প।

মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, অভিযানের পরিকল্পনায় সময় লেগেছে কয়েক মাস। মাদুরোর অবস্থান ও দৈনন্দিন গতিবিধি নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর আক্রমণ চালানো হয়। এরপর মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন বলে জানান তিনি। নিউইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলার বিচার হবে বলেও জানানো হয়।

ঘটনার পর স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে।মার্কিন অংশীদারিত্ব ভেনেজুয়েলার জনগণকে ধনী, স্বাধীন এবং নিরাপদ করে তুলবে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, দেশটির তেল শিল্পকে সুগঠিত ও উন্নত করতে এবং দেশের জন্য অর্থোপার্জন করতে মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় পাঠানো হবে। দেশটিতে দ্বিতীয় দফায় বড় আকারের হামলা চালাতেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশটি শাসন করতে প্রয়োজনে সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র।

এসময় ভেনেজুয়েলা পরিচালনায় মার্কিন কর্মকর্তাদের একটি দল সাজানো হবে বলে জানান ট্রাম্প। দেশটির অভ্যন্তর থেকে মাদুরো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত বলে ইঙ্গিত করা হয়। জানানো হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রদ্রিগেজের কথা হয়েছে।

এদিকে, কারাকাসের মসনদে নোবেলজয়ী বিরোধী দলীয় নেত্রী মাচাদোকে দেখা যাবে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সে সম্ভাবনা খুবই কম বলে জবাব দেন। তিনি বলেন, মাচাদো অত্যন্ত মেধাবী একজন নেত্রী হলেও দেশের নাগরিকদের কাছে তার গ্রহণযোগ্যতা কম হওয়ায় তার প্রেসিডেন্ট হওয়ার আশা কম।

তবে, ভেনেজুয়েলায় এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘোষণাকে সার্বভৌমত্বের ওপর সরাসরি হামলা বলে দাবি করেন তিনি। অবিলম্বে মাদুরোর মুক্তির দাবি জানান।

রদ্রিগেজ জানান, পরিস্থিতি মোকাবিলায় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়ে বিশেষ প্রতিরক্ষা পরিষদ বৈঠক ডাকা হয়েছে। এই পরিষদ দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি