ভেনেজুয়েলার বিরোধী জোটের নেতা এদমুন্দো গঞ্জালেজ উরুতিয়া বলেছেন, গড়ার সময় এখনই। ২০২৪ সালের নির্বাচনে বিরোধী পক্ষ ও যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী প্রকৃত বিজয়ী হলেও নিকোলাস মাদুরোকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে উরুতিয়া বলেন, বিরোধীরা দেশ পুনর্গঠনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
বিরোধী নেত্রী ও নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোর একটি পোস্ট পুনঃশেয়ার করে তিনি লেখেন, ‘ভেনেজুয়েলাবাসী, এগুলো নির্ণায়ক ঘণ্টা। জেনে রাখুন, আমাদের জাতি পুনর্গঠনের মহান অভিযানের জন্য আমরা প্রস্তুত।’ মাচাদোর পোস্টটিতে উরুতিয়াকে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আহ্বান জানানো হয়।
মাচাদো বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়ার পর নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলাবাসীর বিরুদ্ধে সংঘটিত ‘নৃশংস অপরাধের’ জন্য আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। তিনি বলেন, ‘এখন সময় এসেছে জনপ্রিয় সার্বভৌমত্ব ও জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতে আমাদের দেশ পরিচালিত হওয়ার।’ একই সঙ্গে তিনি এদমুন্দো গঞ্জালেজ উরুতিয়াকে অবিলম্বে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
মাচাদো আরও বলেন, ‘দীর্ঘদিনের সংগ্রাম অবশেষে ফল দিতে শুরু করেছে। আমরা বছরের পর বছর লড়াই করেছি, সবকিছু উজাড় করে দিয়েছি, আর তা সার্থক হয়েছে। যা হওয়ার কথা ছিল, সেটাই এখন ঘটছে। বিরোধীরা দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনবে, রাজনৈতিক বন্দীদের মুক্ত করবে, একটি ব্যতিক্রমী রাষ্ট্র গড়ে তুলবে এবং প্রবাসে থাকা সন্তানদের দেশে ফিরিয়ে আনবে।’
দেশের ভেতরে থাকা ভেনেজুয়েলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মাচাদো বলেন, ‘খুব শিগগিরই আমরা আমাদের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে যে নির্দেশনা দেব, তা বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকুন।’ একই সঙ্গে প্রবাসী ভেনেজুয়েলাবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের আপনাদের প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও নাগরিকদের সক্রিয় করতে হবে, এখন থেকেই নতুন ভেনেজুয়েলা গঠনের মহান অভিযানে তাদের প্রতিশ্রুতিবদ্ধ করতে হবে।’
অর্থ-বাণিজ্য: কাঁচামাল সংকটে দেশি পাটকল, রপ্তানি বন্ধ চান ব্যবসায়ীরা