image

ট্রাম্পের হুমকি: কলম্বিয়া ও কিউবার দিকে তাক মার্কিন প্রেসিডেন্টের

সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি হুমকি দিয়েছেন এবং দাবি করেছেন, শিগগিরই কিউবার সরকারের পতন হবে।

এয়ারফোর্স ওয়ানে রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি এসব মন্তব্য করেন। এর আগে, এক ব্যাপক সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।

ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, ’ভেনেজুয়েলা গভীর সংকটে আছে। কলম্বিয়াও গভীর সংকটে আছে। সেখানে একজন অসুস্থ ব্যক্তি দেশ চালাচ্ছেন, যিনি কোকেন তৈরি করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। আমি আপনাকে বলতে চাই, তিনি খুব বেশি দিন এমনটা চালিয়ে যেতে পারবেন না।’

কলম্বিয়াতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন,’শুনতে ভালোই লাগছে।’

কিউবা প্রসঙ্গে টানেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, কিউবায় ”সামরিক হস্তক্ষেপের’ সম্ভাবনা কম, কারণ দেশটি নিজেই পতনের দিকে এগোচ্ছে। ট্রাম্প দাবি করেন,’কিউবা পতনের মুখে। আমি আসলে জানি না, তারা কীভাবে ধরে রাখতে পারবে। কিন্তু কিউবার এখন কোনো আয় নেই। তারা তাদের সব আয় ভেনেজুয়েলা থেকে ও ভেনেজুয়েলার জ্বালানি তেল থেকে পেয়েছে।’

ট্রাম্পের এসব মন্তব্যের আগে, শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও বিভিন্ন এলাকায় মার্কিন বাহিনী বড় পরিসরের একটি অভিযান চালায়। ডেল্টা ফোর্সসহ মার্কিন এলিট বাহিনীর সদস্যরা প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর নিরাপদ আবাস থেকে তাঁ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে।

প্রায় ২ হাজার ১০০ মাইল পথ নৌ ও আকাশপথে পাড়ি দিয়ে মাদুরো দম্পতিকে নিউইয়র্কে আনা হয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকসংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তাঁদের বিচার করা হবে। স্থানীয় সময় সোমবার তাঁদের আদালতে হাজির করার কথা রয়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি