image

প্রধান বিরোধী নেত্রী মাচাদোর মার্কিন সামরিক পদক্ষেপ ও ট্রাম্প সম্পর্কিত বক্তব্য

সংবাদ অনলাইন রিপোর্ট

ভেনেজুয়েলার নোবেল শান্তি পুরস্কারজয়ী প্রধান বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপসারণে সামরিক পদক্ষেপের জন্য ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো ৩ জানুয়ারির ঘটনাকে "ইতিহাসে স্বৈরাচারের বিরুদ্ধে ন্যায়ের জয়ের দিন" বলে আখ্যায়িত করেন। তিনি এটিকে কেবল ভেনেজুয়েলার জন্য নয়, "গোটা মানবতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদার জন্য একটি বিশাল পদক্ষেপ" বলে মন্তব্য করেন।

মাচাদো দাবি করেন, তিনি তার নোবেল শান্তি পুরস্কারটি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। তিনি বলেন, পুরস্কার পাওয়ার খবর পাওয়ার সময়ই তিনি এটা ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন, কারণ তিনি বিশ্বাস করেন ট্রাম্প এই পুরস্কারের যোগ্য, যিনি অনেকে যা অসম্ভব মনে করেছিল তা করে দেখিয়েছেন। তার মতে, ভেনেজুয়েলার জনগণ নিশ্চিতভাবেই এই পুরস্কার ট্রাম্পকে দিতে চাইবে।

তিনি আরও বলেন, ট্রাম্পের "সাহসী দূরদৃষ্টি ও ঐতিহাসিক পদক্ষেপের" কারণেই ভেনেজুয়েলার মানুষ আজ স্বাধীনতার অনেক কাছে পৌঁছেছে এবং তিনি প্রমাণ করেছেন যে তিনি যা বলেন, তা করে দেখান।

মাদুরোর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেস সম্পর্কে মাচাদো কঠোর সমালোচনা করেন। তিনি রদ্রিগেসকে "বিশ্বাস করা যায় না" বলে উল্লেখ করে বলেন, তিনি মাদুরো প্রশাসনের নির্যাতন, নিপীড়ন ও দুর্নীতির অন্যতম কারিগর, যাকে ভেনেজুয়েলার জনগণ প্রত্যাখ্যান করেছে।

মাচাদো দাবি করেন, দেশে যদি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বিরোধী জোট ৯০ শতাংশের বেশি ভোট পাবে।

নিরাপত্তা ঝুঁকির কারণে গত কয়েক মাস আত্মগোপনে থাকা এবং বর্তমানে দেশের বাইরে থাকা মাচাদো দ্রুতই ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, "আমরা ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি হাবে পরিণত করব এবং সব অপরাধমূলক কাঠামো ধ্বংস করব।"

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি মাচাদো সম্পর্কে কিছুটা অনীহা প্রকাশ করে বলেছিলেন যে, দেশের ভেতরে তার যথেষ্ট সমর্থন নেই। তবে মাচাদো ট্রাম্পের এই মন্তব্য নিয়ে সরাসরি কিছু না বললেও মার্কিন প্রশাসনের প্রতি তার অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি