image

৬৬ টি আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ মিশন থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র

সংবাদ অনলাইন রিপোর্ট

জাতিসংঘের ৩১টি সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত আদেশে সই করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতে এসব সংস্থা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে এসব সংস্থা– এমনটিই উঠে এসেছে ট্রাম্প প্রশাসনের পর্যালোচনায়।

এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ ১৪১৯৯-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, এসব সংস্থার কার্যক্রম লক্ষ্যহীন, অব্যবস্থাপনায় পূর্ণ এবং অনেক ক্ষেত্রে বিশেষ কোনও মহলের অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, মার্কিন জনগণের কষ্টার্জিত অর্থ বা সম্পদ এমন কোনও প্রতিষ্ঠানে ব্যয় করা আর সম্ভব নয়, যা থেকে আমেরিকানদের কোনও অর্জন নেই। করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশের স্বার্থে ব্যয় করার দিন শেষ।

এক সময় আন্তর্জাতিক সংস্থাগুলো শান্তি ও সহযোগিতার লক্ষ্যে গঠিত হলেও বর্তমানে তা এক বিশাল গ্লোবাল গভর্ন্যান্স বা বৈশ্বিক শাসন ব্যবস্থায় রূপ নিয়েছে। এসব সংস্থা প্রগতিশীল মতাদর্শ, জলবায়ুসংক্রান্ত গোঁড়ামি এবং জেন্ডার ইক্যুইটি বা লিঙ্গ সমতার মতো প্রচারণায় লিপ্ত থেকে মূল জাতীয় স্বার্থ থেকে বিচ্যুত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি