মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে শুক্রবার (৯ জানুয়ারি) হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে তিনি চলমান বিক্ষোভ নিয়ে কথা বলেন এবং বিদেশি মদদপুষ্ট শক্তিগুলোর বিরুদ্ধে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ তোলেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে খামেনি বলেছেন, ‘ট্রাম্পের জানা উচিত যে রেজা শাহ, মোহাম্মদ রেজা শাহের মতো বিশ্ব স্বৈরশাসকরা তাদের অহংকারের চূড়ায় পৌঁছেই পতনের মুখে পড়েছিল। তাকেও (ট্রাম্প) একদিন পতন বরণ করতে হবে।’
অস্থিরতার মুখে ইরান পিছু হটবে না বলেও জানান খামেনি।
দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতেই এসব কর্মকাণ্ড চালাচ্ছে।
ভাষণের শেষ দিকে খামেনি তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ট্রাম্প এর আগে বলেছিলেন, ইরানের পরিস্থিতি ‘খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’ যুক্তরাষ্ট্র। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগের মতো যদি তারা মানুষ হত্যা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর জবাব দেয়া হবে’।