image

ইরানে উত্তেজনা: কাতার সামরিক ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনা

সংবাদ অনলাইন রিপোর্ট

কাতারের মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ থেকে কিছু সামরিক সদস্যকে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার মধ্যে চলে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন কূটনীতিক।

রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে বিক্ষোভকারীদের সুরক্ষায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা বাড়ার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্তের খবর এলো।

আল উদেইদ হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। এখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।

এক কূটনীতিক বলেন, “এটি অবস্থানগত পরিবর্তন, কোনো বাধ্যতামূলক সরিয়ে নেওয়া (ইভাকুয়েশন) নয়। এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ সম্পর্কে তিনি অবগত নন।"

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি