image

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ

সংবাদ অনলাইন রিপোর্ট

মধ্যপ্রাচ্যে ইরানের রাজনৈতিক অস্থিরতা ও সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে তেহরানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও তেহরানস্থ ভারতীয় দূতাবাস।

ভারতীয় দূতাবাসের এক সতর্কবার্তায় ইরানের নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত ও বর্তমান অশান্ত পরিস্থিতিতে সবাইকে তাৎক্ষণিকভাবে ইরান ত্যাগ করার সুযোগ কাজে লাগাতে বলা হয়েছে। বিশেষত ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সকল ভারতীয় নাগরিক যেন দ্রুত প্রাপ্ত পরিবহণ ব্যবস্থা, যেমন বাণিজ্যিক বিমান, গ্রহন করে দেশ ছাড়েন।

দূতাবাস একই সঙ্গে সুপারিশ করেছে যে, ইরানে অবস্থানরত নাগরিকরা যেন সকল ভ্রমণ ও পরিচয়পত্র (পাসপোর্ট, আইডি) প্রস্তুত রেখে নিরাপত্তাজনিত যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারে। তারা সংশ্লিষ্ট নাগরিকদের দূতাবাসের জরুরি যোগাযোগ নম্বর ও ইমেইলে যোগাযোগ রাখারও অনুরোধ করছে।

ভারত সরকার ইতোমধ্যেই পূর্বেও একটি সতর্কবার্তা জারি করেছিল, যেখানে ইরানের পরিস্থিতির অবনতি নিয়ে নাগরিকদের সতর্ক থাকার কথা বলা হয়েছিল। নতুন নির্দেশনাটি নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ও প্রতিবাদ ও সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দেওয়া হয়েছে।

বিশ্বব্যাপী বিভিন্ন দেশও তাদের নাগরিকদের জন্য ভ্রমণ পরামর্শ জারি করেছে। অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। এই সতর্কতাগুলো আন্তর্জাতিক পর্যায়ে ইরানে ক্রমশ নিরাপত্তা হুমকি স্পষ্ট করছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি