ইউক্রেনের সশস্ত্র বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি নতুন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ছোট ছোট মোবাইল দল দিয়ে ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন জেলেনস্কি। সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভিডিও-বার্তায় এমনটাই দাবি করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের বিমানবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবহারে নতুন কৌশল গ্রহণ করতে যাচ্ছে।
এতে মোবাইল ফায়ার গ্রুপ, ইন্টারসেপ্টর ড্রোন এবং অন্যান্য স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এই উদ্যোগের মাধ্যমে ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হবে। নতুন এই কর্মসূচির তদারকির জন্য বিমানবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে পাভলো ইয়েলিজারভকে নিয়োগ দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন।
নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রাশিয়া একটি বড় হামলার প্রস্তুতি নিয়েছে এবং সঠিক মুহূর্তের অপেক্ষায় আছে। তিনি দেশের প্রতিটি অঞ্চলকে যত দ্রুত সম্ভব সাড়া দিতে এবং সাধারণ মানুষকে সহায়তা করতে প্রস্তুত থাকার নির্দেশ দেন।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে রাশিয়ার একের পর এক হামলায় ইউক্রেন এখনও বিপর্যস্ত। বিশেষ করে রাজধানী কিয়েভে হাজার হাজার অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। এ প্রেক্ষাপটে জেলেনস্কি বারবার আকাশ প্রতিরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছেন এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও সহায়তা চেয়েছেন।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় গির্জা থেকে ১৬৩ পুণ্যার্থীকে অপহরণ
আন্তর্জাতিক: আফগানিস্তানে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৭
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাত, ১০০ গাড়ির সংঘর্ষ
আন্তর্জাতিক: সিরিয়ায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ১৫০০ কয়েদি
আন্তর্জাতিক: হাঙরের আতঙ্কে অস্ট্রেলিয়ার সৈকত বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক: আকাশ প্রতিরক্ষায় নতুন প্রযুক্তি যুক্ত করছে ইউক্রেন