image
ছবিঃ সংগৃহীত

গাজা শান্তি বোর্ড: ট্রাম্পের আমন্ত্রণে রাজি হলেন আমিরাতের প্রেসিডেন্ট

বিদেশী সংবাদ মাধ্যম

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য মার্কিন আমন্ত্রণ গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আল নাহিয়ান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘বোর্ড অব পিস’ এ যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

ইউএইর পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ বলেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে গাজার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা পূর্ণ বাস্তবায়নের গুরুত্ব প্রতিফলিত হয়েছে, যা ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বোর্ডটি ঘিরে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কারণ, ওয়াশিংটন বিভিন্ন দেশের নেতাদের এই বোর্ডে আসার জন্য আমন্ত্রণ জানালেও, ট্রাম্পের সভাপতিত্বাধীন এই সংস্থার স্থায়ী সদস্যপদ পেতে হলে ১০০ কোটি মার্কিন ডলার (১ বিলিয়ন ডলার) অর্থায়নের শর্ত রাখা হয়েছে বলে জানা গেছে।

এএফপি-এর সংবাদে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আরব মিত্র ইউএই ও সৌদি আরবের মধ্যে কিছুটা টানাপোড়েন চলছে। উভয় দেশই বিনিয়োগ ও ব্যবসায়িক চুক্তির প্রতিশ্রুতির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা চালাচ্ছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি