image

ফুটবল বিশ্বকাপ ‘বয়কট’ ভাবনায় ইউরোপ

সংবাদ অনলাইন রিপোর্ট

চলতি বছরের ফুটবল বিশ্বকাপ ঘিরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত মিলছে ইউরোপে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের আকাঙ্ক্ষা ও ইউরোপীয় মিত্রদের প্রতি কঠোর অবস্থানের জেরে আসন্ন বিশ্বকাপ বয়কটের চিন্তা করছে ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে বিশ্লেষকরা ট্রাম্পের বড় ‘সফট পাওয়ার’ হিসেবে দেখছেন।

ইউরোপের বড় দলগুলো যদি বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে টুর্নামেন্টের ক্রীড়াগত মান ও বাণিজ্যিক গুরুত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমন আশঙ্কা প্রকাশ করছেন ইউরোপীয় রাজনীতিক ও ক্রীড়া বিশ্লেষকেরা। বাইডেন প্রশাসনের সময় জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা অ্যাডাম হজ বলেছেন, ট্রাম্পের কাছে বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইউরোপের অংশগ্রহণই হতে পারে তাকে চাপে রাখার কার্যকর হাতিয়ার।

যদিও ইউরোপীয় সরকারগুলো এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয়নি, তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা তীব্র হচ্ছে। জার্মানি ও ফ্রান্সের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া বা বয়কটের সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনগুলো। ফলে ইউরোপের জাতীয় ফুটবল সংস্থাগুলোর সিদ্ধান্তই এখন নির্ধারণ করতে পারে ট্রাম্পের ‘বিশ্বকাপ স্বপ্ন’ বাস্তবায়ন হবে কি না।

ফিফার গভর্ন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান মিগেল মাদুরোর মতে, ইউরোপীয় দল ছাড়া বিশ্বকাপ ক্রীড়াগতভাবে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। এতে ফিফার আর্থিক ক্ষতিও হবে বিপুল। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ইউরোপকে পুরোপুরি আশ্বস্ত করতে না পারায় বিশ্বকাপ ঘিরে এই রাজনৈতিক টানাপোড়েন আরও ঘনীভূত হচ্ছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি