image
ছবিঃ সংগৃহীত

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন, সম্পূর্ণ ভিত্তিহীন’: চীনা দূতাবাস

কূটনৈতিক বার্তা পরিবেশক

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার ‘ঝুঁকি’ নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন’ হিসেবে অভিহিত করেছে চীনা দূতাবাস।

বৃহস্পতিবার, (২২ জানুয়ারী ২০২৬) ঢাকায় চীনা দূতাবাসের মুখপাত্র বলেছেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের কথা সত্য-মিথ্যাকে গুলিয়ে ফেলে এবং সম্পূর্ণরূপে গোপন উদ্দেশ্য প্রণোদিত।’

গতকাল বুধবার ঢাকায় কয়েকজন সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেছেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির যে বিষয়টি রয়েছে, তা তিনি স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকারের কাছে তুলে ধরবেন।

তাকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হয়েছে, ‘(সেনেটের) শুনানিতে আমি যেমন বলেছিলাম, দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে আমি উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশে আমি সব বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখবো, সেটা অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকার হোক। এখানে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির যে বিষয়টি রয়েছে, সেটা আমি স্পষ্টভাবে তুলে ধরবো।’

তার এই বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব হিসেবে নিজেদের কড়া প্রতিক্রিয়া পাঠিয়েছে চীনা দূতাবাস। দূতাবাসের মুখপাত্র বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫০ বছরে চীন ও বাংলাদেশ সবসময় একে অন্যকে সহযোগতিা করেছে। একে অন্যকে সমান হিসেবে বিবেচনা করেছে এবং দু’পক্ষের জন্য উপকারী সহযোগিতায় যুক্ত থেকেছে। চীন-বাংলাদেশের সহযোগিতা দু’দেশের জনগণের জন্য উপকার বয়ে এনেছে এবং বিপুল সমর্থন পেয়েছে তাদের। এটা এই অঞ্চলে উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সহায়ক।’

তিনি বলেন, ‘চীন ও বাংলাদেশের সহযোগিতা দু’দেশ ও জনগণের বিষয় এবং এখানে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ বা আঙুল তোলার সুযোগ নেই। আমরা যুক্তরাষ্ট্রকে তার দায়-দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হওয়ার এবং বাংলাদেশের স্থিতিশীলতার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন ও সহযোগিতার জন্য সহায়ক এমন কাজের প্রতি বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানাচ্ছি।’

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি