image

যুক্তরাষ্ট্রের ‘আর্মাডা’র জবাবে ইরানের ‘ট্রিগার’ হুঁশিয়ারি

সংবাদ অনলাইন রিপোর্ট

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে যখন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে চূড়ান্ত সতর্কবার্তা প্রদান করেছে।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর জানিয়েছেন, তাঁর বাহিনীর সদস্যদের ‘আঙুল এখন ট্রিগারেই আছে’ এবং যেকোনো সময় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ পালনে তারা সম্পূর্ণ প্রস্তুত।

এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে একটি বিশাল নৌবহর বা ‘আর্মাডা’ (Armada) পাঠানোর ঘোষণা দিয়েছেন।

জেনারেল পাকপুর তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্ট শাসকগোষ্ঠীকে’ (ইসরায়েল) উদ্দেশ্য করে বলেন, তারা যেন অতীতের অভিজ্ঞতা এবং বিশেষ করে গত বছরের ‘১২ দিনের যুদ্ধ’ থেকে শিক্ষা গ্রহণ করে।

তিনি স্পষ্টভাবে সতর্ক করে ব‌লেন, ওয়াশিংটন বা তেল আবিব যদি কোনো ধরনের ‘ভুল হিসাবের’ প‌রি‌প্রেক্ষি‌তে ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করে, তবে তার প্রতিক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ ও অনুশোচনাময়।

এর আগে, গত কয়েক সপ্তাহ ধরে ইরানে চলমান অভ্যন্তরীণ বিক্ষোভ এবং এর বিপরীতে তেহরানের কঠোর অবস্থানের প‌রিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’কে দক্ষিণ চীন সাগর থেকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যের দিকে মোতায়েন করেছে।

ট্রাম্পের এই সামরিক শক্তি প্রদর্শনকে ইরান তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে।

অন‌্যদি‌কে, মার্কিন প্রশাসন দাবি করছে, তারা কেবল আত্মরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই বিশাল বাহিনী পাঠাচ্ছে। তবে তেহরানের জয়েন্ট কমান্ড সদরদপ্তরের জেনারেল আলী আবদুল্লাহি আলীআবাদিও আজ আলাদা এক বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে ওই অঞ্চলে থাকা মার্কিন সব ঘাঁটি ও স্বার্থ স্বয়ংক্রিয়ভাবে ইরানের ‘বৈধ নিশানায়’ পরিণত হবে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার

সম্প্রতি