যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল নিয়ে কয়েক সপ্তাহের হুমকিতে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে আর্কটিকে নিরাপত্তা বাড়াতে একাট্টা হয়েছে ডেনমার্ক ও পশ্চিমা সামরিক জোট নেটো। আর্কটিকে নেটোর নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনের বিষয়ে শুক্রবার জোটটির মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে একমত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
ডেনমার্কের স্বায়ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। ডেনমার্ক বলেছে, এই অঞ্চলের ওপর তাদের সার্বভৌমত্ব আলোচনার বিষয়বস্তু নয়। তবে অন্যান্য অনেক বিষয় নিয়ে তারা আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, নেটো মহাসচিবের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডে স্থায়ী ও পূর্ণ প্রবেশাধিকার পেয়েছে যুক্তরাষ্ট্র। ওদিকে, নেটো প্রধান এও বলেছেন যে, উত্তরে রাশিয়া ও চীনের হুমকি দূর করার চেষ্টা জোরদার করতে হবে মিত্রদেশগুলোকে।
ডেনিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসনও একই মত প্রকাশ করে নেটো মহাসচিব রুত্তের সঙ্গে ব্রাসেলসে তোলা একটি ছবিসহ সোশাল মিডিয়ায় এক পোস্টে শুক্রবার বলেছেন,‘আর্কটিকে নেটো উপস্থিতি বাড়াতে হবে এ বিষয়ে আমরা একমত। আর্কটিকে প্রতিরক্ষা ও নিরাপত্তা জোরদার করাটা গোটা নেটো জোটের বিষয়।’
রুত্তে জানান, অঞ্চলটিতে প্রতিরক্ষা জোরদারে তিনি ডেনিশ নেতার সঙ্গে কাজ করছেন। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী সফর করবেন ফ্রেডেনিকসেন।
সেখানে তিনি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বৃহস্পতিবার ওয়াশিংটনে সাক্ষাৎ করেছেন। সামনে কীভাবে আগানো হবে তা নিয়ে একটি পরিকল্পনা করতে এই বৈঠক হয়।
ট্রাম্প বারবার বলে আসছেন যে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাশিয়া বা চীন যেন এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হলেও গত বুধবার তা প্রশমিত করার চেষ্টা নিয়ে ট্রাম্প বলেন, তিনি সেখানে সামরিক শক্তি প্রয়োগ করতে চান না। বরং ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে বলেছেন,‘যুক্তরাষ্ট্র ও নেটো গ্রিনল্যান্ড, আদতে পুরো আর্কটিক অঞ্চলের জন্য ভবিষ্যৎ চুক্তির একটি রূপরেখা তৈরি করেছে।
অর্থ-বাণিজ্য: মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা
অর্থ-বাণিজ্য: ২১ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে
অর্থ-বাণিজ্য: ব্যাংক হিসাবে পিছিয়ে পড়া দেশের তালিকায় বাংলাদেশ
আন্তর্জাতিক: এক বছরে তিনবার ঈদের ছুটি! মিলবে ২০৩৯ সালে
আন্তর্জাতিক: ‘ট্রিগারে আঙুল’ রয়েছে, ওয়াশিংটনকে হুঁশিয়ারি ইরানের